Loading AI tools
ক্রিকেট ম্যাচ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল খেলাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছে।[1] এটি একটি দিন/রাত টুয়েন্টি২০ খেলা, যেখানে নির্ধারিত হয় প্রতি বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ আসরের বিজয়ী। মূলত: খেলাটি ২০২১ এর ৩০ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ২০২১ এর মে মাসে খেলাটিসহ মূল প্রতিযোগিতাটিকে স্থগিত করা হয়,[2][3] এবং পরবর্তীতে প্রতিযোগিতার বাকী খেলাগুলোকে সংযুক্ত আরব আমিরাত-এ স্থানান্তর করা হয়েছিল।[1]
প্রতিযোগিতা | ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী | |||||||||
তারিখ | ১৫ অক্টোবর, ২০২১ | ||||||||
মাঠ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | ||||||||
ম্যাচসেরা | ফাফ দু প্লেসিস (চেন্নাই সুপার কিংস) | ||||||||
আম্পায়ার | নিতিন মেনন রিচার্ড ইলিংওয়ার্থ | ||||||||
← ২০২০ ২০২২ → |
৭ মার্চ ২০২১, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আইপিএলের পূর্ণ সূচী প্রকাশ করে।[4] ছয়টি ভেন্যু নির্ধারন করা হয়, যার মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্লে-অফ ও ফাইনাল সহ ১২টি ম্যাচের জন্য নির্ধারিত ছিল। পরবর্তীতে খেলার দ্বিতীয় পর্বটিকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয় এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ ১৫ অক্টোবর ২০২১ তারিখে ফাইনালের জন্য নির্ধারিত করা হয়।[1]
চেন্নাই সুপার কিংস টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।[5]ক্যাপিটালস তাদের ব্যাটিংয়ের স্তম্বটি ভালভাবে গড়তে না পাড়লেও পৃথ্বী শ এর অনবদ্য ব্যাটিংয়ের কারণে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। চেন্নাই জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানের মাথায় ফাফ দু প্লেসিস এর উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। কিন্তু পরবর্তীতে রবিন উথাপ্পা ও রুতুরাজ গায়কোয়াড় এর শতোর্ধ রানের জুটিতে ভর করে জয়ে ভিত তৈরি হয়ে যায়।[6] এমএস ধোনির ফাইনাল বাউন্ডারিতে দিল্লিকে হারিয়ে নবম বারের মতো আইপিএলের ফাইনালে পৌছে যায়।[7]
দিল্লি ক্যাপিটালস ১৭২/৫ (২০ ওভার) |
ব |
চেন্নাই সুপার কিংস ১৭৩/৬ (১৯.৪ ওভার) |
এলিমিনেটর খেলায় টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল ব্যাঙ্গালোর। ইনিংসের শুরুটা ভাল হলেও পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাড়ায় ৫৩/১। এর পর সুনীল নারাইন, বরুন চক্রবর্তী ও সাকিব আল হাসান-এর ত্রি-মুখী স্পিন আক্রমনে ধ্বসে যায় ব্যাঙ্গালোরের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ এবং ২০ ওভার শেষে দলের সংগ্রহ দাড়ায় ১৩৮/৭।[8] জবাবে কলকাতার হয়ে ব্যাট করতে মাঠে নামেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। খেলার ৫.২ ওভারে হার্শাল প্যাটেলের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েন শুভমান গিল। ইনিংসের ১২তম ওভারে সুনীল নারাইনের তিন ছক্কা কলকাতার জয়কে সহজ করে তোলে।[9] ১৯তম ওভারে ইয়ন মর্গ্যান ও সাকিব আল হাসানের শান্ত ও দৃঢ় ব্যাটিং দুই বল বাকি থাকতেই দলকে পৌছে দেয় জয়ের বন্দরে।[10]
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৮/৭ (২০ ওভার) |
ব |
কলকাতা নাইট রাইডার্স ১৩৯/৬ (১৯.৪ ওভার) |
দ্বিতীয় বাছাইপর্বের খেলাটি শুরু হয় বিগত আসরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস ও সাত বছর ধরে ফাইনালে উঠতে না পাড়া কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। কলকাতা টসে জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।[11] নির্ধারিত ২০ ওভারে, শিখর ধাওয়ানের ৩৯ বলে ৩৬ রানের উপর ভর করে দিল্লি সংগ্রহ করে ৫ উইকেটে ১৩৫ রান।[12] জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ও শুভমান গিল এর চতুর ব্যাটিংয়ে ১১ ওভার শেষে দলীয় সংগ্রহ দাড়ায় কোন উইকেট না হারিয়ে ৯২। পরের ওভারে ভেঙ্কটেশ আইয়ার আউট হলেই ব্যাটিং বিপর্যয় নেমে আসে কলকাতার শিবিরে। রাহুল ত্রিপাটির শেষ ছক্কায় শেষ রক্ষা পায় রাইডার্স।[13]
দিল্লি ক্যাপিটালস ১৩৫/৫ (২০ ওভার) |
ব |
কলকাতা নাইট রাইডার্স ১৩৬/৭ (১৯.৫ ওভার) |
চেন্নাই সুপার কিংস | ক্রম | কলকাতা নাইট রাইডার্স | ||||
---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | জাতীয়তা | ভূমিকা | খেলোয়াড় | জাতীয়তা | ভূমিকা | |
এমএস ধোনি (অ,উ) | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ১ | ইয়ন মর্গ্যান (অ) | ব্যাটসম্যান | ||
মঈন আলী | অলরাউন্ডার | ২ | লকি ফার্গুসন | ফাস্ট বোলার | ||
ডোয়েন ব্র্যাভো | অল-রাউন্ডার | ৩ | ভেঙ্কটেশ আইয়ার | অল-রাউন্ডার | ||
দীপক চাহার | বোলার | ৪ | দিনেশ কার্তিক (উ) | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ||
ফাফ দু প্লেসিস | ব্যাটসম্যান | ৫ | সুনীল নারাইন | বোলার | ||
রুতুরাজ গায়কোয়াড় | ব্যাটসম্যান | ৬ | নিতিশ রানা | ব্যাটসম্যান | ||
জশ হজলউড | ফাস্ট বোলার | ৭ | আন্দ্রে রাসেল | অল-রাউন্ডার | ||
ইমরান তাহির | বোলার | ৮ | সাকিব আল হাসান | অল-রাউন্ডার | ||
রবীন্দ্র জাদেজা | অল-রাউন্ডার | ৯ | শিবম মাভি | অল-রাউন্ডার | ||
সুরেশ রায়না | ব্যাটসম্যান | ১০ | শুভমান গিল | ব্যাটসম্যান | ||
আম্বাতি রাইদু | ব্যাটসম্যান | ১১ | টিম সাউদি | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ||
শার্দুল ঠাকুর | বোলার | ১২ | রাহুল ত্রিপাটি | ব্যাটসম্যান | ||
রবিন উথাপ্পা | ব্যাটসম্যান | ১৩ | বরুন চক্রবর্তী | বোলার | ||
চেন্নাই সুপার কিংস | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
রুতুরাজ গায়কোয়াড় | ক. মাভি, ব. নারাইন | ৩২ | ৪১ | ৩ | ১ | ১১৮.৫১ | |
ফাফ দু প্লেসিস | ক. আইয়ার, ব. মাভি | ৮৬ | ৫৯ | ৭ | ৩ | ১৪৫.৭৬ | |
রবিন উথাপ্পা | এলবিডব্লিউ, ব. নারাইন | ৩১ | ১৫ | ০ | ৩ | ২০৬.৬৬ | |
মঈন আলী | অপরাজিত | ৩৭ | ২০ | ২ | ৩ | ১৮৫.০০ | |
মোট = ১৯২/৩ | রান রেট = ৯.৬০ | অতি: বাই ১, লেবা ১, নো ১, ওয়াইড ৩ |
ব্যাট করেনি :আম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হজলউড
কলকাতা নাইট রাইডার্স | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
সাকিব আল হাসান | ৩ | ০ | ৩৩ | ০ | ১১.০০ | |
শিবম মাভি | ৪ | ০ | ৩২ | ১ | ৮.০০ | |
লকি ফার্গুসন | ৪ | ০ | ৫৬ | ০ | ১৪.০০ | |
বরুন চক্রবর্তী | ৪ | ০ | ৩৮ | ০ | ৯.৫০ | |
সুনীল নারাইন | ৪ | ০ | ২৬ | ২ | ৬.৫০ | |
ভেঙ্কটেশ আইয়ার | ১ | ০ | ৫ | ০ | ৫.০০ |
উইকেট পতন: ১/৬১ (গায়কোয়াদ), ২/১২৪ (উথাপ্পা), ৩/১৯২ (প্লেসিস
কলকাতা নাইট রাইডার্স | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
শুভমান গিল | এলবিডব্লিউ ব. চাহার | ৫১ | ৪৩ | ৬ | ০ | ১১৮.৬০ | |
ভেঙ্কটেশ আইয়ার | ক.জাদেজা ব. ঠাকুর | ৫০ | ৩২ | ৫ | ৩ | ১৫৬.২৫ | |
নিতিশ রানা | ক.দু প্লেসিস ব. ঠাকুর | ০ | ১ | ০ | ০ | ০.০০ | |
সুনীল নারাইন | ক.জাদেজা ব. হজলউড | ২ | ২ | ০ | ০ | ১০০.০০ | |
ইয়ন মর্গ্যান | ক.চাহার ব. হজলউড | ৪ | ৮ | ০ | ০ | ৫০.০০ | |
দিনেশ কার্তিক | ক.রায়ডু ব. জাদেজা | ৯ | ৭ | ০ | ১ | ১২৮.৫৭ | |
সাকিব আল হাসান | এলবিডব্লিউ ব. জাদেজা | ০ | ১ | ০ | ০ | ০.০০ | |
রাহুল ত্রিপাটি | ক.আলী ব. ঠাকুর | ২ | ৩ | ০ | ০ | ৬৬.৬৬ | |
লকি ফার্গুসন | অপরাজিত | ১৮ | ১১ | ১ | ১ | ১৬৩.৬৩ | |
শিবম মাভি | ক.চাহার ব. ব্র্যাভো | ২০ | ১৩ | ১ | ৬ | ১৫৩.৮৪ | |
বরুন চক্রবর্তী | অপরাজিত | ০ | ০ | ০ | ০ | ০.০০ | |
মোট = ১৬৫/৯ | রান রেট = ৮.২৫ | অতি: নো ১, ওয়াইড ৮ |
চেন্নাই সুপার কিংস | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
দীপক চাহার | ৪ | ০ | ৩২ | ১ | ৮.০০ | |
জোশ হজলউড | ৪ | ০ | ২৯ | ২ | ৭.২৫ | |
শার্দুল ঠাকুর | ৪ | ০ | ৩৮ | ৩ | ৯.৫০ | |
ডোয়েন ব্র্যাভো | ৪ | ০ | ২৯ | ১ | ৭.২৫ | |
রবীন্দ্র জাদেজা | ৪ | ০ | ৩৭ | ২ | ৯.২৫ |
উইকেট পতন: ১/৯১ (আইয়ার), ২/৯৩ (রানা), ৩/৯৭ (নারাইন), ৪/১০৮ (গিল), ৫/১১৯ (কার্তিক), ৬/১২০ (সাকিব), ৭/১২৩ (ত্রিপাটি), ৮/১২৫ (মর্গ্যান), ৯/১৬৪ (মাভি)
চেন্নাই সুপার কিংস ১৯২/৩ (২০ ওভার) |
ব |
কলকাতা নাইট রাইডার্স ১৬৫/৯ (২০ ওভার) |
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান টসে জিতে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।[14] চেন্নাই তাদের নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান সংগ্রহ করে, যেখানে ফাফ দু প্লেসিস ৫৯ বলে সংগ্রহ করেন সর্বোচ্চ ৮৬ রান। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রায় মাঠে নামে কলকাতা এবং ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানেই ইনিংস থেমে যায়। শার্দুল ঠাকুর ৩৮ রানের বিনিময়ে সর্বাধিক ৩ উইকেট লাভ করে। চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয় লাভ করে তাদের চতুর্থ আইপিএল শিরোপা অর্জন করে। দু প্লেসিস ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[14]
আইপিএল ২০২১ পুরস্কারসমূহ | |||
---|---|---|---|
খেলোয়াড় | দল | পুরস্কার | সূত্র |
রুতুরাজ গায়কোয়াড় | চেন্নাই সুপার কিংস | কমলা টুপি | [15] |
হার্শাল প্যাটেল | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | বেগুনি টুপি | [16] |
লোকেশ রাহুল | পাঞ্জাব কিংস | সর্বাধিক ছক্কার পুরস্কার | [17] |
হার্শাল প্যাটেল | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | সেরা মূল্যবান খেলোয়াড় | [18] |
রুতুরাজ গায়কোয়াড় | চেন্নাই সুপার কিংস | বছরের সেরা উঠতি খেলোয়াড় | [19] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.