উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে একটি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[১][২] এটি ছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর, এবং দ্বিতীয় বারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[৩] প্রতিযোগিতায় ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। প্রতি গ্রুপে শীর্ষ দুটি দল প্রতিযোগিতার সুপার লীগ পর্বে এবং প্রতি গ্রুপের শেষ দুটি দল প্লেট লীগে অগ্রসর হয়।[৪] ভারত হচ্ছে বিগত আসরের চ্যাম্পিয়ন।[৫]
তারিখ | ১৭ জানুয়ারি – ৯ ফেব্রুয়ারি ২০২০ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | ৫০ ওভার |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন ও নক-আউট |
আয়োজক | দক্ষিণ আফ্রিকা |
বিজয়ী | বাংলাদেশ (১ম শিরোপা) |
রানার-আপ | ভারত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১৬ |
খেলার সংখ্যা | ৪৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | যশস্বী জয়সওয়াল |
সর্বাধিক রান সংগ্রহকারী | যশস্বী জয়সওয়াল (৪০০) |
সর্বাধিক উইকেটধারী | রবি বিষ্ণুই (১৭) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ওয়েবসাইট |
প্রথম সুপারলীগ সেমি-ফাইনালে যশস্বী জয়সওয়ালের অপরাজিত শত রানের বিনিময়ে[৬] ভারত পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।[৭] অপরদিকে দ্বিতীয় সুপারলীগের সেমি-ফাইনালে মাহমুদুল হাসান জয় এর দুর্দান্ত শতরানে ভর করে, বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালেন উন্নীত হয়।[৮] পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারনী প্লে অফ ম্যাচটি বৃষ্টির কারণে কোনও বল করা ছাড়াই পরিত্যক্ত হয়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের চেয়ে বেশি পয়েন্ট অর্জন করার কারণে পাকিস্তানকে তৃতীয় ঘোষণা করা হয়।[৯]
ফাইনালে, ভারত প্রথমে ব্যাট করে ১৭৭ রান তোলে। তবে বাংলাদেশের ইনিংসের সময় বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতি অনুসারে, বিজয়ের জন্য বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪৬ ওভাবে ১৭০ রান। বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়[১০] ও ভারতকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্ট জয় করে।[১১] এটি আইসিসি ইভেন্টের যে কোনও স্তরে বাংলাদেশের প্রথম শিরোপা জয়।[১২]
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর ২০১৮ বিশ্বকাপের শীর্ষ ১১টি দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে; আয়ারল্যান্ড হচ্ছে একমাত্র পূর্ণসদস্য দল যারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।[১] প্রতিটি দলই ৫টি আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।[১৩] যোগ্যতা অর্জনের ধাপের প্রতিযোগিতায় ২০১৮-২০১৯ সালে মোট ১৫টি দল অংশ গ্রহণ করে।[১] প্রথম বাছাইপর্ব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৩১ জুলাই ২০১৮ তারিখে ইউরোপীয় দ্বিতীয় বিভাগ গ্রুপে।[১] বাছাইচক্রের সর্বশেষ রাউন্ডটি অনুষ্ঠিত হয় জুলাই আগস্ট ২০১৯ এ নেদারল্যান্ডস-এ।[১৪]
নাইজেরিয়া আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় সবগুলো দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে এবং ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সুযোগ পায়।[১৫] অপর দিকে জাপানও তাদের ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সযোগ পায়।[১৬] জাপান তাদের চূড়ান্ত বাছাই ছকে পাপুয়া নিউ গিনির সাথে খেলার জন্য নির্ধারিত ছিল, কিন্তু পাপুয়া নিউ গিনি উক্ত ম্যাচটি বাজেয়াপ্ত করে।[১৭] পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড খেলার আইন ভঙ্গ করার দায়ে ১০জন খেলোয়াড়কে বছরের জন্য নিষিদ্ধ করে[১৮][১৯] কানাডা, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত হচ্ছে অপর যোগ্যতা অর্জনকারী বাকী দলগুলো।[২০]
দল | বাছাইয়ের ধরন |
---|---|
আফগানিস্তান | আইসিসি পূর্ণ সদস্য |
অস্ট্রেলিয়া | আইসিসি পূর্ণ সদস্য |
বাংলাদেশ | আইসিসি পূর্ণ সদস্য |
ইংল্যান্ড | আইসিসি পূর্ণ সদস্য |
ভারত | আইসিসি পূর্ণ সদস্য |
নিউজিল্যান্ড | আইসিসি পূর্ণ সদস্য |
পাকিস্তান | আইসিসি পূর্ণ সদস্য |
দক্ষিণ আফ্রিকা | আইসিসি পূর্ণ সদস্য |
শ্রীলঙ্কা | আইসিসি পূর্ণ সদস্য |
ওয়েস্ট ইন্ডিজ | আইসিসি পূর্ণ সদস্য |
জিম্বাবুয়ে | আইসিসি পূর্ণ সদস্য |
নাইজেরিয়া[২১] | আফ্রিকা বিভাগ ১[২২] |
কানাডা[২৩] | আমেরিকা বিভাগ ১[২৪] |
সংযুক্ত আরব আমিরাত[২৫] | এশিয়া বিভাগ ১[২৬] |
জাপান[২৭] | ইএপি বিভাগ ১[২৮] |
স্কটল্যান্ড[২৯] | ইউরোপ বিভাগ ১[৩০] |
৭ জানুয়ারি ২০২০ তারিখে, আইসিসি উক্ত প্রতিযোগিতার জন্য সকল কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে। ১৬ জন আম্পায়ারসহ গ্রেইম লেব্রয়, সাইদ ওয়াদভাল্লা ও ফিল উইটিকেস কে ও ম্যাচ রেফারী হিসাবে নিয়োগ প্রদান করে।[৩১]
|
|
|
প্রতিযোগিতার খেলার সময়সূচী আইসিসি কর্তৃক ২৪ অক্টোবর ২০১৯ তারিখে নিশ্চিত করা হয়। [৩২][৩৩]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.৫৯৮ |
২ | নিউজিল্যান্ড | ৩ | ১ | ১ | ০ | ১ | ৩ | −০.৫৭৭ |
৩ | শ্রীলঙ্কা | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.২১৪ |
৪ | জাপান | ৩ | ০ | ২ | ০ | ১ | ১ | −৫.৫০৮ |
ব |
||
ওলি হোয়াইট ৮০ (৮০) যুগেন্দর রেদারেকার ১/১৭ (৩ ওভার) |
ব |
||
যশস্বী জয়সওয়াল ৫৯ (৭৪) আশিয়ান ড্যানিয়েল ১/৩৯ (১০ ওভার) |
নিপুন ধনঞ্জয়া ৫০ (৫৯) আকাশ সিং ২/২৯ (৯ ওভার) |
ব |
||
সু নোগছি ৭ (১৭) রবি বিষ্ণুই ৪/৫ (৮ ওভার) |
যশস্বী জয়সওয়াল ২৯ (১৮) |
ব |
||
অহন বিক্রমাসিংহে ৬৪ (৪৮) আদিত্য অশোক ৩/৩৮ (১০ ওভার) |
রাইস মারিও ৮৬ (১০৬) সুদীরা থিলকরত্নে ২/৫২ (১০ ওভার) |
ব |
||
যশস্বী জয়সওয়াল ৫৭* (৭৭) |
রাইস মারিউ ৪২ (৩১) রবি বিষ্ণুই ৪/৩০ (৫ ওভার) |
ব |
||
দেবাশীষ সাহু ৯ (১২) নভোদ পরানাভিথানা ২/২ (২.৩ ওভার) |
রবীন্দু রাসান্থা ১৯* (২৫) কেন্তু দোবেল ১/১৫ (৩ ওভার) |
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +২.৩৪০ |
২ | অস্ট্রেলিয়া | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.২৫৫ |
৩ | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +০.৮৩৭ |
৪ | নাইজেরিয়া | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৫.০৭৪ |
ব |
||
জ্যাক ফ্রাসার-ম্যাকগার্থ ৮৪ (৯৭) জয়দেন সীলস ৪/৪৯ (৮ ওভার) |
নাইম ইয়োং ৬১ (৬৯) তানভীর সাঙ্গা ৪/৩০ (১০ ওভার) |
ব |
||
কেলভন অ্যান্ডারসন ৮৬* (১০৫) লুইস গোল্ডওয়র্থী ২/২৮ (১০ ওভার) |
টম ক্লার্ক ৩৮ (৫৩) নাইম ইয়োং ৫/৪৫ (৯ ওভার) |
ব |
||
ওলাইনকা ওলালায়ে ২১ (৫৩) তানভীর সাঙ্ঘা ৫/১৪ (১০ ওভার) |
স্যাম ফ্যানিং ৩০* (২৬) |
ব |
||
বেন চার্লসওয়ার্থ ৮২ (১০০) কনার সুলী ২/৩৯ (১০ ওভার) |
ম্যাকেনজি হার্ভে ৬৫ (৮৩) লুইস গোল্ডসওয়ার্থি ২/২৪ (১০ ওভার) |
ব |
||
ম্যাথু প্যাট্রিক ৬৮ (৭০) পিটার আহো ২/৫৩ (১০ ওভার) |
আব্দুর রহমান জিমু ১৭ (১৮) জয়দেন সিলেস ৪/১৯ (৬ ওভার) |
ব |
||
সিলভেস্টার ওকপে ১৬ (৩৯) জর্জ হিল ৪/১২ (৭.৫ ওভার) |
স্যাম ইয়ঙ ৩৯* (৩৩) রাশেদ আবুলারিন ১/১১ (৫ ওভার) |
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ৩ | ২ | ০ | ০ | ১ | ৫ | +৫.০০৮ |
২ | পাকিস্তান | ৩ | ২ | ০ | ০ | ১ | ৫ | +২.৭০৬ |
৩ | জিম্বাবুয়ে | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +০.৪৭৮ |
৪ | স্কটল্যান্ড | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৪.৮০৪ |
ব |
||
টাডিওনাশে মারুয়ামি ৩১ (৩৩) রকিবুল হাসান ১/১৯ (৫ ওভার) |
ব |
||
উজাইর শাহ ২০ (৩৬) মোহাম্মদ ওয়াসিম ৫/১২ (৭.৫ ওভার) |
ইরফান খান ৩৮* (৩৭) লিয়াম নাইলর ১/১২ (৩ ওভার) |
ব |
||
উজাইর শাহ ২৮ (৪৮) রকিবুল হাসান ৪/২০ (৫.৩ ওভার) |
মাহমুদুল হাসান জয় ৩৫ (৪৮) শন ফিশার কেওগ ৩/২৭ (৪ ওভার) |
ব |
||
মোহাম্মদ হারিস ৮১ (৪৮) ডাইলান গ্র্যান্ট ৩/৪৬ (৭ ওভার) |
মিল্টন শুম্বা ৫৮ (৮২) তাহির হোসেন ৩/৪২ (৭.৩ ওভার) |
ব |
||
তানজিদ হাসান ৩৪ (৩৫) মোহাম্মদ আমির খান ৪/৩০ (৬ ওভার) |
ব |
||
কেস সাজ্জাদ ৬৮ (৭১) সাকুমুজি এনডেলা ৪/২৭ (৪ ওভার) |
তাদিওনাশে মারুমানি ৮৫ (৫৫) জ্যাসপার ডেভিডসন ১/১৭ (৩ ওভার) |
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আফগানিস্তান | ৩ | ২ | ০ | ০ | ১ | ৫ | +২.৯২৭ | সুপার লীগ কোয়ার্টার-ফাইনাল |
২ | দক্ষিণ আফ্রিকা | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +০.৪৮৮ | |
৩ | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.১০৪ | |
৪ | কানাডা | ৩ | ০ | ২ | ০ | ১ | ১ | −২.২৫৩ |
ব |
||
ব্রেস পারসন ৪০ (৪২) ফজল হক ২/৪৩ (৬ ওভার) |
ইমরান ৫৭ (৪৮) আছিল ক্লোয়েট ২/২০ (৪ ওভার) |
ব |
||
মিহির পাটেল ৯০ (১০৫) সঞ্চিত শর্মা ৩/৪২ (১০ ওভার) |
জনাথান ফিজি ১০২* (১০১) মোহাম্মদ কামাল ১/২৭ (৪ ওভার) |
ব |
||
ব্রেস পারসনস ১২১ (৯১) আখিল কুমার ৪/৫৬ (১০ ওভার) |
বেনজামিন কালিটজ ৬২ (৭৭) থিয়ান ফন ভুরেন ২/২৪ (৭ ওভার) |
ব |
||
ইব্রাহিম জাদরান ৮৭ (১২১) পলানিয়াপন মিয়াপ্পান ২/৪৯ (১০ ওভার) |
আর্যন লাকরা ২৮ (৫৩) শাফিকুল্লাহ জাফারি ৫/২৩ (৮ ওভার) |
ব |
||
ব |
||
লুক বিউফোর্ট ৮৫ (১০৪) আর্যন লাকরা ৩/৪৮ (১০ ওভার) |
১৩তম স্থান প্লে-অফ | প্লেট প্লে-অফ সেমি-ফাইনাল | প্লেট কোয়ার্টার-ফাইনাল | প্লেট সেমি-ফাইনাল | প্লেট ফাইনাল | |||||||||||||||||||
এ৩ | শ্রীলঙ্কা | ৩০৬/৭ (৫০) | |||||||||||||||||||||
বি৪ | নাইজেরিয়া | ৭৩ (১৭.৩) | |||||||||||||||||||||
বি৪ | নাইজেরিয়া | ১৪৫ (৪৬.৪) | এ৩ | শ্রীলঙ্কা | ২৭৭/৬(৫০) | ||||||||||||||||||
ডি৩ | ইউএই | ১৪৬/৩(২৯.২) | সি৪ | স্কটল্যান্ড | ১৪৯/৮(৪০) | ||||||||||||||||||
ডি৩ | ইউএই | ২৪৯ (৪৯) | |||||||||||||||||||||
সি৪ | স্কটল্যান্ড | ২৫০/৩ (৪৪.৩) | |||||||||||||||||||||
ডি৩ | ইউএই | ১৭৪(৪৪.১) | এ৩ | শ্রীলঙ্কা | ১২৭/১০(৩১) | ||||||||||||||||||
ডি৪ | কানাডা | ১৭৯/৬(৪২.২) | বি৩ | ইংল্যান্ড | ২৭৯/৭(৫০) | ||||||||||||||||||
বি৩ | ইংল্যান্ড | ৯৪/১ (১১.৩) | |||||||||||||||||||||
এ৪ | জাপান | ৯৩ (৩৮.৪) | |||||||||||||||||||||
এ৪ | জাপান | ১১৮(২৯.৪) | বি৩ | ইংল্যান্ড | ২৮৬/৯(৫০) | ||||||||||||||||||
১৫তম স্থান প্লে-অফ | ডি৪ | কানাডা | ৩০০/৭(৫০) | সি৩ | জিম্বাবুয়ে | ২১১(৪০.৫) | ১১তম স্থান প্লে-অফ | ||||||||||||||||
বি৪ | নাইজেরিয়া | ১১৬/২(২২.৪) | সি৩ | জিম্বাবুয়ে | ২৭১/৭ (৫০) | সি৪ | স্কটল্যান্ড | ১৮২(৩৩.৪) | |||||||||||||||
এ৪ | জাপান | ১১৫ (৪২) | ডি৪ | কানাডা | ১৭৬ (৪৭.৩) | সি৩ | জিম্বাবুয়ে | ৩৫৪/৮(৫০) |
ব |
||
রবীন্দু রাসান্থা ১০২* (১১১) রাশীদ আবুলারিন ২/৫০ (১০ ওভার) |
আব্দুলরহমান জিমুহ ১৫ (২০) দিলশান মাদুশাঙ্কা ৫/৩৬ (৭.৩ ওভার) |
ব |
||
দেবাশীষ সাহু ২৪ (৭৫) স্কট কারি ৩/১৫ (৭ ওভার) |
ড্যান মৌসলী ৫৭* (৩৬) ম্যাক্স ক্লেমেন্টস ১/১৭ (৩ ওভার) |
ব |
||
ইমানুয়েল বাউয়া ১০৫* (৯৫) আকিল কুমার ৩/৬৩ (১০ ওভার) |
হারমানজিত বেদি ২৬* (৬২) সাখুমুজি এনডেলা ২/৩৪ (৯ ওভার) |
ব |
||
ওসামা হাসান ৮১ (৬৮) ড্যানিয়েল কিয়ার্নস ৪/৩২ (৭ ওভার) |
উজাইর শাহ ৭১ (৭৭) পলানিয়াপন মিয়াপ্পান ১/৫২ (১০ ওভার) |
ব |
||
ওলাইঙ্কা ওলালেয়ি ৩১ (৫০) ঋষভ মুখার্জি ৪/৩৫ (১০ ওভার) |
আলিশান শারাফু ৫৯* (৬০) ইফিনিয়াচুকু উবোহ ২/২৩ (৩ ওভার) |
ব |
||
নিকোলাস মানোহর ১০১ (১০২) তুষার চতুর্বেদী ২/৪৭ (৬ ওভার) |
নীল দাতে ৫৯ (৭৫) আখিল কুমার ৬/৪৬ (১০ ওভার) |
ব |
||
নিপুন ধনঞ্জয়া ৬৬ (৬৯) জাসপার ডেভিডসন ২/৩১ (৬ ওভার) |
অঙ্গুস গুই ৩১ (৭২) চামিন্দু উইজেসিঙ্গে ৩/৩১ (৯ ওভার) |
ব |
||
জর্জ হিল ৯০ (৯৩) ওয়েসলি মাধেবেরে ৪/৪২ (১০ ওভার) |
তাওরাই তাগওয়েট ৫৮ (৬৫) জর্জ বালদারসন ৩/২৯ (৩.৫ ওভার) |
৫ম স্থান প্লে-অফ | সুপার লীগ প্লে-অফ সেমি-ফাইনাল | সুপার লীগ কোয়ার্টার-ফাইনাল | সুপার লীগ সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||||||||||||||
A1 | ভারত | ২৩৩/৯ (৫০) | |||||||||||||||||||||
B2 | অস্ট্রেলিয়া | ১৫৯ (৪৩.৩) | |||||||||||||||||||||
B2 | অস্ট্রেলিয়া | ১৯৫/৬(৪৯.৫) | A1 | ভারত | ১৭৬/০ (৩৫.২) | ||||||||||||||||||
D1 | আফগানিস্তান | ১৯১/৭(৫০) | C2 | পাকিস্তান | ১৭২ (৪৩.১) | ||||||||||||||||||
D1 | আফগানিস্তান | ১৮৯ (৫০) | |||||||||||||||||||||
C2 | পাকিস্তান | ১৯০/৪(৪১.১) | |||||||||||||||||||||
B2 | অস্ট্রেলিয়া | ৩১৯/৮ (৫০) | A1 | ভারত | ১৭৭ (৪৭.২) | ||||||||||||||||||
B1 | ওয়েস্ট ইন্ডিজ | ৬২/১(১২.৩) | C1 | বাংলাদেশ | ১৭০/৭(৪২.১) | ||||||||||||||||||
B1 | ওয়েস্ট ইন্ডিজ | ২৩৮ (৫০) | |||||||||||||||||||||
A2 | নিউজিল্যান্ড | ২৩৯/৮ (৪৯.৪) | |||||||||||||||||||||
B1 | ওয়েস্ট ইন্ডিজ | ১৪৭/৬(৪১.৪) | A2 | নিউজিল্যান্ড | ২১১/৮ (৫০) | ||||||||||||||||||
৭ম স্থান প্লে-অফ | D2 | দক্ষিণ আফ্রিকা | ১৪৩ (৩৮.২) | C1 | বাংলাদেশ | ২১৫/৪ (৪৪.১) | ৩য় স্থান প্লে-অফ | ||||||||||||||||
D1 | আফগানিস্তান | ১৫৮/৫ (৪০.২) | C1 | বাংলাদেশ | ২৬১/৫(৫০) | C2 | পাকিস্তান | ||||||||||||||||
D2 | দক্ষিণ আফ্রিকা | ১৫৪ (৩৯.৩) | D2 | দক্ষিণ আফ্রিকা | ১৫৭ (৪২.৩) | D2 | নিউজিল্যান্ড |
ব |
||
যশস্বী জয়সোয়াল ৬২ (৮২) টড মারফী ২/৪০ (১০ ওভার) |
স্যাম ফানিং ৭৫ (১২৭) কার্তিক ত্যাগী ৪/২৪ (৮ ওভার) |
ব |
||
কার্ক ম্যাককেঞ্জি ৯৯ (১০৪) ক্রিস্টিয়ান ক্লার্ক ৪/২৫ (৭.৫ ওভার) |
ক্রিস্টিয়ান ক্লাক ৪৬* (৪২) আসমিড ন্যাড ৩/৩৩ (১০ ওভার) |
ব |
||
তানজিদ হাসান ৮০ (৮৪) ফেকো মলেটসেইন ২/৪১ (১০ ওভার) |
লুক বিউফর্ট ৬০ (৯১) রকিবুল হাসান ৫/১৯ (৯.৩ ওভার) |
ব |
||
ফারহান জাকিল ৪০ (৫৫) মোহাম্মদ আমির খান ৩/৫৮ (১০ ওভার) |
মোহাম্মদ হুরাইরা ৬৪ (৭৬) নূর আহমদ ২/৩২ (১০ ওভার) |
ব |
||
লিবার্ট মানজে ৪৩ (৬৩) ম্যাথু প্যাট্রিক ২/১২ (৬.২ ওভার) |
কিমানি মেলিয়াস ২৯ (৩০) ব্রেস প্রাসন ২/২৩ (১০ ওভার) |
ব |
||
ফারহান জাকিল ৯১* (১৩২) তানভীর সাঙ্ঘা ৪/৪১ (১০ ওভার) |
স্যাম ফ্যানিং ৬২ (১০৮) আব্দুল রহমান ৩/৪৮ (৯ ওভার) |
ব |
||
রোহেল নাজির ৬২ (১০২) সুশান্ত মিশরা ৩/২৮ (৮.১ ওভার) |
যশস্বী জয়সওয়াল ১০৫* (১১৩) |
ব |
||
মাহমুদুল হাসান জয় ১০০ (১২৭) ডেভিড হ্যানকক ১/৩১ (৭ ওভার) |
ব |
||
শু নোগুছি ৩১ (৭৭) ইফেনিয়াচুকু উবুহ ৫/২৩ (৮ ওভার) |
সুলাইমান রানসুয়ে ৫৬* (৭১) আশলী থারগেট ২/২৬ (৬ ওভার) |
ব |
||
তাদিওনাসে মারুমানি ৯০ (৯২) বেন ডেভিডসন ২/৪৪ (৬ ওভার) |
ড্যানিয়েল কাইরনস ৫৮ (৮০) প্রিভিলেজ চেসা ৫/৪৯ (১০ ওভার) |
ব |
||
ড্যান মৌসলী ১১১ (১৩৫) সুধীরা থিলকরত্নে ২/৩৯ (৯ ওভার) |
রবীন্দু রাসান্থা ৬৬ (৮১) লুইস গোল্ডসওর্থী ৫/২১ (৭ ওভার) |
ব |
||
জনাথান বার্ড ৩৪ (৩৭) শাফিকুল্রাহ জাফারি ৩/১৫ (৮ ওভার) |
ইব্রাহিম জাদরান ৭৩* (১১৩) ওদিরিল মোদিমোকোয়ান ২/৩৭ (১০ ওভার) |
ব |
||
লিয়াম স্কট ৬৬ (৬৮) ম্যাথু প্যাট্রিক ৩/৪৩ (১০ ওভার) |
কিমানি মেলিয়াস ৩৯* (৩৬) লিয়াম স্কট ১/৬ (০.৩ ওভার) |
ব |
||
ব |
||
অব. | দল |
---|---|
১ | বাংলাদেশ |
২ | ভারত |
৩ | পাকিস্তান |
৪ | নিউজিল্যান্ড |
৫ | ওয়েস্ট ইন্ডিজ |
৬ | অস্ট্রেলিয়া |
৭ | আফগানিস্তান |
৮ | দক্ষিণ আফ্রিকা |
৯ | ইংল্যান্ড |
১০ | শ্রীলঙ্কা |
১১ | জিম্বাবুয়ে |
১২ | স্কটল্যান্ড |
১৩ | কানাডা |
১৪ | সংযুক্ত আরব আমিরাত |
১৫ | নাইজেরিয়া |
১৬ | জাপান |
Seamless Wikipedia browsing. On steroids.