বোংগানি জেলে
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বোংগানি জেলে একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট আম্পায়ার।[১][২] তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেট-এর আম্পায়ার প্যানেলের একজন সদস্য।[৩] অ্যাড্রিয়ান হোল্ডস্টক-এর সাথে তিনি ২০১৫/১৬ রাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন।[৪] ২০১৫–১৬ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন দক্ষিণ আফ্রিকা এ ক্রিকেট দল এবং ইংল্যান্ড একাদশের মধ্যেকার প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ পরিচালনা করেছিলেন।[৫]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | বোংগানি প্যাট্রিক জেলে |
জন্ম | প্রিটোরিয়া, গটেং, দক্ষিণ আফ্রিকা | ১ এপ্রিল ১৯৮৬
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ২৯ (২০১৬–২০২৩) |
টি২০আই আম্পায়ার | ২৭ (২০১৭–২০২২) |
মহিলা ওডিআই আম্পায়ার | ১০ (২০১৩–২০২৩) |
মহিলা টি২০আই আম্পায়ার | ৮ (২০১৬–২০১৯) |
উৎস: ক্রিকইনফো, ২১ জুন ২০২৩ |
২৭ সেপ্টেম্বর ২০১৬-এ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের মধ্যে একটি ম্যাচে তার একদিনের আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়।[৬] আম্পায়ার হিসেবে তার প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২২ জানুয়ারি ২০১৭-এ যখন দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল।[৭] জানুয়ারি ২০২০ সালে, দক্ষিণ আফ্রিকায় ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ষোলজন আম্পায়ারদের একজন হিসেবে তাকে নামকরণ করা হয়।[৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.