২০১৯-২০ ওমান পাঁচদেশীয় সিরিজ হচ্ছে একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা, যা ২০১৯ সালের অক্টোবরে ওমানে অনুষ্ঠিত হয়।[১] মুলত এটি চারটি দলের মধ্যে অনুষ্ঠিত হবার জন্য নির্ধারতি ছিল, পরে পাঁচ দলে উন্নীত করা হয়।[২][৩] সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতাটি শুরুর পূর্বে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হয় হংকং, আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস ও আয়োজক ওমানের মধ্যে।[৪][৫] সিরিজের সবগুলো খেলা অনুষ্ঠিত হয় মাস্কাট-এর আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে[৬][৭]

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৯-২০ ওমান পাঁচদেশীয় সিরিজ
তারিখ৫ – ১০ অক্টোবর ২০১৯
তত্ত্বাবধায়কওমান ক্রিকেট
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক ওমান
বিজয়ী ওমান
রানার-আপ আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
সর্বাধিক রান সংগ্রহকারী কেভিন ওব্রায়েন (১৯১)
সর্বাধিক উইকেটধারী করণ কেসি (১১)
বন্ধ

২০১৯ এর সেপ্টেম্বরে, যখন ক্রিকেট হংকং তাদের দল ঘোষণা করে, তখন, আনশুমান রাথ এর নাম অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তিনি ভারতে তার নিজের ক্যারিয়ার তৈরী করার জন্য জাতীয় দল ত্যাগ করেন।[৮] পরবর্তীতে রাথ হংকং দল ছাড়ার কথা ঘোষণা করলে, বাবর হায়াতও নিশ্চিত করে যে, তাকেও হংকং দলে আর পাওয়া যাচ্ছে না। [৯] সহোদর তানভীর আহমেদইহসান নওয়াজ উভয়েই নিজেদেরকে দলীয় নির্বাচন থেকে তুলে নেন।[৯] আয়োজক ওমান তাদের চারটি খেলার সবকটিতে জয়লাভ করে এবং সিরিজ জিতে নেয়, অপর দিকে আয়ার‍ল্যান্ড রানার-আপ হিসাবে সিরিজটি সমাপ্ত করে।[১০][১১]

দলীয় সদস্য

আরও তথ্য হংকং, আয়ারল্যান্ড ...
 হংকং[১২]  আয়ারল্যান্ড[১৩]    নেপাল[১৪]  নেদারল্যান্ডস[১৫]  ওমান[১৬]
বন্ধ

পয়েন্ট তালিকা

আরও তথ্য দল, খে ...
দল
খে হা ড্র ফহ এনআরআর
 ওমান (H) +২.১১৬
 আয়ারল্যান্ড +০.৬৪৮
   নেপাল –০.০৫৪
 নেদারল্যান্ডস –০.২০৮
 হংকং –২.০৭০
বন্ধ

H = আয়োজক

সময়সূচী

৫ অক্টোবর ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
হংকং 
৯৬/৯ (২০ ওভার)
 ওমান
৯৭/৩ (১৩.৫ ওভার)
হারুন আরশিদ ১৯* (২৩)
মোহাম্মদ নাদিম ২/২২ (৪ ওভার)
জিশান মাকসুদ ৩৯* (৩৪)
কাইল ক্রিস্টি ১/২০ (৩ ওভার)

৫ অক্টোবর ২০১৯
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৬৭/৭ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৬৯/৪ (১৮.২ ওভার)
বেন কুপার ৬৫ (৪৫)
মার্ক অ্যাডাইর ২/৩০ (৪ ওভার)
হ্যারি টেক্টর ৪৭* (২৬)
শেন স্নেটার ২/২১ (৩ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস) তার টি২০আই অভিষেক হয়।

৬ অক্টোবর ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৭৩/৯ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৩০ (১৬.২ ওভার)
আমির কালিম ৪৬ (২৭)
স্টুয়ার্ট থম্পসন ২/২১ (৪ ওভার)
কেভিন ওব্রায়েন ৩৯ (১৬)
মোহাম্মদ নাদিম ৩/১৪ (৪ ওভার)
ওমান ৪৩ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: হারিকৃষ্ণা পিল্লাই (ওমান) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ অক্টোবর ২০১৯
১৪:০০
স্কোরকার্ড
হংকং 
১২৫/৬ (২০ ওভার)
   নেপাল
১২৬/৬ (১৯ ওভার)
ওয়াকাস বরকত ৩৭ (৪৭)
করণ কেসি ৪/৩৬ (৪ ওভার)
বিনোদ ভান্ডারী ৫৮* (৪৮)
নসরুল্লা রানা ২/১৪ (৪ ওভার)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ গাজানফাররাগ কাপুর (হংকং) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।

৭ অক্টোবর ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৩৩ (১৯.৩ ওভার)
   নেপাল
১৩৪/৬ (১৯.৫ ওভার)
ম্যাক্স ও'দাউড ৪৩ (৪৪)
করণ কেসি ৪/১৭ (৩.৩ ওভার)
নেপাল ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ অক্টোবর ২০১৯
১৪:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২০৮/৫ (২০ ওভার)
 হংকং
১৪২/৯ (২০ ওভার)
কেভিন ওব্রায়েন ১২৪ (৬২)
এহসান খান ৩/৩২ (৪ ওভার)
হারুন আরশিদ ৪৫ (২৭)
বয়েড র‍্যাঙ্কিন ২/২১ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৬৬ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: হারিকৃষ্ণা পিল্লাই (ওমান) ও রশিদ রিয়াজ (পাকিস্তান)

৯ অক্টোবর ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৪৫/৮ (২০ ওভার)
   নেপাল
১৩২ (১৯.৫ ওভার)
আরিফ শেখ ২৬ (২৬)
মার্ক অ্যাডায়ার ৩/২২ (৩.৫ ওভার)
আয়ারল্যান্ড ১৩ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
  • আয়ার‍ল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ অক্টোবর ২০১৯
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৯৪ (১৫.৩ ওভার)
 ওমান
৯৫/৩ (১৫.১ ওভার)
আকিব ইলিয়াস ৪৪ (৪১)
পিটার সিলার ২/২০ (৪ ওভার)
ওমান ৭ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হারিকৃষ্ণা পিল্লাই (ওমান)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খাওয়ার আলী (ওমান) টি২০ আন্তর্জাতিকে হ্যাট্রিক অর্জন করে।[১৮]

১০ অক্টোবর ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৮৫/৪ (২০ ওভার)
 হংকং
১৪৮/৭ (২০ ওভার)
টবিয়াস ভিসি ৬৮ (৪৩)
কিঞ্চিৎ শাহ ১/২৫ (৪ ওভার)
হারুন আরশিদ ৬৮ (৪০)
ব্র্যান্ডন গ্লোভার ৪/২৬ (৩ ওভার)
নেদারল্যান্ডস ৩৭ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও হারিকৃষ্ণা পিল্লাই (ওমান)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ অক্টোবর ২০১৯
১৪:০০
স্কোরকার্ড
নেপাল   
৬৪ (১১ ওভার)
 ওমান
৬৫/৪ (১১.৫ ওভার)
আরিফ শেখ ২০ (১৩)
আমির কালিম ৫/১৫ (৪ ওভার)
সুরাজ কুমার ৪২* (৩০)
করণ কেসি ২/২৭ (৩.৫ ওভার)
ওমান ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, মাস্কাট
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আমির কালিম হলেন টি২০আই-এ পাঁচ উইকেট লাভকারী ওমানের প্রথম বোলার।[১৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.