শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

টুয়েন্টি২০ আন্তর্জাতিকে শতরানের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

টুয়েন্টি২০ আন্তর্জাতিকে শতরানের তালিকা
Remove ads
Remove ads

টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত দুই দলের মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট খেলা।[] টুয়েন্টি২০ খেলায় দুই দল তাদের একটিমাত্র ইনিংসে সর্বাধিক ২০ ওভার খেলে থাকে।[] এ ধরনের ক্রিকেট ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক কাউন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রবর্তিত হয়। ১৩ জুন, ২০০৩ তারিখে ইংরেজ কাউন্টিগুলোর মধ্যে টুয়েন্টি২০ কাপে প্রথম খেলা শুরু হয়।[] এরপর ১৭ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়। খেলায় অস্ট্রেলিয়া ৪৪ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাজিত করে। অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং অপরাজিত ৯৮* রান করেছিলেন।[] একজন ব্যাটসম্যান কর্তৃক এক ইনিংসে একশত বা ততোধিক রান সংগ্রহকে শতকরূপে আখ্যায়িত করা হয়ে থাকে।[]

Thumb
Thumb
ব্রেন্ডন ম্যাককুলামক্রিস গেইল - এ দু'জন টুয়েন্টি২০ আন্তর্জাতিকে একাধিক শতরান করেছেন।

১৬ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত ৫৩৭টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে।[] বিশ্বের ১২টি দেশের ১৮জন ক্রিকেটার সর্বমোট ২০টি সেঞ্চুরি করেছেন।[] তন্মধ্যে, নিউজিল্যান্ডীয় ব্রেন্ডন ম্যাককুলাম এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিস গেইল একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার এ কৃতিত্ব গড়েছেন। ২০টি সেঞ্চুরির মধ্যে পাঁচটিতে দল জয়লাভে সক্ষমতা দেখাতে পারেনি। টুয়েন্টি২০ আন্তর্জাতিকের স্থায়ী সদস্য জিম্বাবুয়ে বাদে সবকটি দলই সেঞ্চুরি করতে পেরেছে।[] এছাড়াও, অস্থায়ীভাবে ওডিআই মর্যাদাপ্রাপ্ত স্কটল্যান্ড, আফগানিস্তান ও হংকংয়ের খেলোয়াড়েরাও তিন অঙ্কে পৌঁছুতে পেরেছে।[] নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল সর্বাধিক তিনবার সেঞ্চুরির সন্ধান পেয়েছে।

২০০৭ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল প্রথম সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। ২০০৭ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৭ রান তোলেন।[] তার এ রেকর্ড সাড়ে চার বছর অক্ষত ছিল। দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি তার নিজস্ব দ্বিতীয় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অপরাজিত ১১৭* রান তোলে তার সমকক্ষ হন।[] এর সাত মাস পর নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ৬ রান বেশি করে তাদের এ রেকর্ড ভঙ্গ করেন।[১০] আগস্ট, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ তার নিজস্ব সপ্তম টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ৬৩ বলে ১৫৬ রান তুলে ম্যাককুলামের চেয়ে ৩৩ রান বেশি সংগ্রহ করেন রেকর্ডটি নিজের করে নেন।[১১]

মার্চ, ২০১৬ পর্যন্ত টি২০আইয়ে দ্রুততম শতক করার গৌরব অর্জন করেন রিচার্ড লেভি। তিনি এ কৃতিত্ব গড়েন ৪৫ বল মোকাবেলা করে।[১২] তার নিকটতম অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকারই ফাফ দু প্লেসিস। তিনি তার শতক করেন জানুয়ারি, ২০১৫ সালে মাত্র ৪৬ বলে।

Remove ads

নির্দেশিকা

আরও তথ্য প্রতীক, অর্থ ...

শতকসমূহ

  • তালিকাটি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। ছকে যে-কোনরূপ পরিসংখ্যানের কারণে প্রতীকে কলামের শিরোনামে ক্লিক করতে হবে।
আরও তথ্য নং, খেলোয়াড় ...
Remove ads

পাদটীকা

  1. The teams are New Zealand, Australia, England, South Africa, West Indies, Sri Lanka, Pakistan, Bangladesh, Zimbabwe and India
  2. The teams are Scotland, Afghanistan, Hong Kong, Ireland, Netherlands, United Arab Emirates, Nepal, and Papua New Guinea.

তথ্যসূত্র

Loading content...

আরও দেখুন

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads