Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। এ প্রতিযোগিতাটি ৭ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হিসেবে এ বাছাইপর্ব প্রক্রিয়া চলে। এ প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ আসর এবং প্রথমবারের মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[1]
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভারত ১ উইকেটে জয়ী হয়ে শিরোপা জয় করে।[2] চূড়ান্ত খেলায় অংশগ্রহণকারী দুই দলের সাথে শ্রীলঙ্কা ও পাকিস্তান ২০১৭ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।[3] ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী চার দলের সাথে সুপার সিক্স পর্বে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল তাদের ওডিআই মর্যাদা ২০২১ সাল পর্যন্ত ধরে রাখে।[3]
দশটি দল অংশ নিচ্ছে। তন্মধ্যে একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পাওয়ায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল স্বয়ংক্রিয়ভাবে অংশ নেয়। অন্যদিকে বাদ-বাকী আটটি দলের মধ্যে রয়েছে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের নিচের দিকের চার দল ও আঞ্চলিক পর্যায়ের বিজয়ী চাল দল। বিশ্বকাপে বাছাইপর্বের শীর্ষ চার দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।[4]
২৪ জানুয়ারি, ২০১৭ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সকল দলের সদস্যদের তালিকার বিষয়ে নিশ্চিত হয়।[5]
প্রতিযোগিতায় দশ দল শুরুতে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে খেলবে ও পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ওডিআই মর্যাদা উপভোগ করবে। সুপার সিক্সের শীর্ষ চার দল পরবর্তী বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করবে। তাস্বত্ত্বেও বিশ্বকাপের বাছাইপর্বের বিজয়ী নির্ধারণে চূড়ান্ত খেলার আয়োজন করা হবে।[1] ডিসেম্বর, ২০১৬ সালে আইসিসি খেলার সময়সূচী ও প্রতিযোগিতার ধরন বিষয়ে প্রকাশ করে।[16]
দল |
খেলা | জয় | পরাজয় | এনআর | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|
ভারত | ৪ | ৪ | ০ | ০ | ৮ | +৩.২৪৫ |
শ্রীলঙ্কা | ৪ | ৩ | ১ | ০ | ৬ | +০.৭৩৩ |
আয়ারল্যান্ড | ৪ | ২ | ২ | ০ | ৪ | –০.৫৩০ |
জিম্বাবুয়ে | ৪ | ১ | ৩ | ০ | ২ | –১.৫৬৫ |
থাইল্যান্ড | ৪ | ০ | ৪ | ০ | ০ | –১.৪৯১ |
সর্বশেষ হালনাগাদ: ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ |
সুপার সিক্স পর্বে উত্তীর্ণ
৭ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
৮ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
৮ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
১০ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
১০ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
মেরি-অ্যান মুসোন্দা ৩৫ (৫৩) চানিদা সুথিরুয়াং ২/৫৭ (১০ ওভার) |
১৩ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
নাত্তায়া বুচাথম ৫০ (৯৭) ঈষানী লোকুসুরিয়াগে ২/১৫ (৬ ওভার) |
দল |
খেলা | জয় | পরাজয় | এনআর | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ৪ | ৪ | ০ | ০ | ৮ | +২.১৬৮ |
পাকিস্তান | ৪ | ৩ | ১ | ০ | ৬ | +১.৭২৫ |
বাংলাদেশ | ৪ | ২ | ২ | ০ | ৪ | +০.০৭৪ |
স্কটল্যান্ড | ৪ | ১ | ৩ | ০ | ২ | –০.৯৫৬ |
পাপুয়া নিউগিনি | ৪ | ০ | ৪ | ০ | ০ | –২.৬২৩ |
সর্বশেষ হালনাগাদ: ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ |
সুপার সিক্স পর্বে উত্তীর্ণ
৭ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
৮ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
৮ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
করি অ্যান্ডারসন ৫০ (১১৯) শাবনিম ইসমাঈল ৩/৩০ (১০ ওভার) |
১০ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
আয়েশা জাফর ১১৫ (৯৮) পুকে সিয়াকা ২/৩৪ (১০ ওভার) |
১১ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
১১ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
র্যাচেল সোলস ৩৫ (৬০) পুকে সিয়াকা ৬/১৯ (৭ ওভার) |
১৩ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
লরা উলভার্ট ৪৩* (৫২) |
দল |
খেলা | জয় | পরাজয় | এনআর | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|
ভারত | ৫ | ৫ | ০ | ০ | ১০ | +১.৯৮১ |
দক্ষিণ আফ্রিকা | ৫ | ৪ | ১ | ০ | ৮ | +০.৯৫৩ |
শ্রীলঙ্কা | ৫ | ৩ | ২ | ০ | ৬ | +০.১৪৬ |
পাকিস্তান | ৫ | ২ | ৩ | ০ | ৪ | -০.১৫০ |
বাংলাদেশ | ৫ | ১ | ৪ | ০ | ২ | –১.১২৭ |
আয়ারল্যান্ড | ৫ | ০ | ৫ | ০ | ০ | –২.০১৩ |
সর্বশেষ হালনাগাদ: ২০ ফেব্রুয়ারি, ২০১৭[19] |
২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে উত্তীর্ণ
১৫ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
২১ ফেব্রুয়ারি, ২০১৭ স্কোরকার্ড |
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.