Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: 2017 Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১১শ আসর। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এ প্রতিযোগিতাটি স্বাগতিক ইংল্যান্ডে[nb 1] ২০১৭ সালের ২৪ জুন থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে।[1] এটি ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের তৃতীয় আসর। এর পূর্বে ১৯৭৩ ও ১৯৯৩ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল। ৮টি দল এবারের আসরে অংশগ্রহণ করবে।
তারিখ | ২৪ জুন – ২৩ জুলাই |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক আউট |
আয়োজক | ইংল্যান্ড এবং ওয়েলস[nb 1] |
বিজয়ী | ইংল্যান্ড (৪র্থ শিরোপা) |
রানার-আপ | ভারত (২য় বার) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ৩১ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | তামসিন বিউমন্ট |
সর্বাধিক রান সংগ্রহকারী | তামসিন বিউমন্ট (৪১০) |
সর্বাধিক উইকেটধারী | ডেন ফন নাইকার্ক (১৫) |
২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের শীর্ষ ৮টি দল বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ পায়। প্রথম ৪টি দল চ্যাম্পিয়নশীপ ফাইনাল থেকে সরাসরি যোগ্যতা অর্জন করে এবং বাকি ৪টি দল নির্বাচনের জন্য ২০১৭ সালের মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়নশীপের ৪টি দল ও অন্যান্য ৬টিসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে।[2]
৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে আইসিসি ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করে। লর্ডসে ফাইনাল এবং বাকী খেলাসমূহ ইংল্যান্ডের আরও চারটিসহ সর্বমোট পাঁচটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।[3][4] অন্য মাঠগুলো হল: ডার্বিশায়ার, লিচেস্টারশায়ার, সমারসেট ও গ্লুচেস্টারশায়ার।
লন্ডন | ডার্বি | ব্রিস্টল | লেস্টার | টানটন |
---|---|---|---|---|
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড | কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, ডার্বি | ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড | গ্রেস রোড | কাউন্টি গ্রাউন্ড, টানটন |
ধারণক্ষমতা: ২৮,০০০ | ধারণক্ষমতা: ৯,৫০০ | ধারণক্ষমতা: ৮,০০০ | ধারণক্ষমতা: ১২,০০০ | ধারণক্ষমতা: ৮,৫০০ |
৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে গ্রুপ পর্বের সময়সসূচী ঘোষণা করা হয়। আট দল একে-অপরের বিপক্ষে একক লীগ পদ্ধতিতে খেলবে। লীগের খেলা শেষে শীর্ষ চার দল সেমি-ফাইনালে অংশ নিবে। ২৩ জুলাই, ২০১৭ তারিখে লর্ডসে সেমি-ফাইনালের বিজয়ী দল চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে। ২৮ দিনের এ প্রতিযোগিতায় সর্বমোট ৩১ খেলা অনুষ্ঠিত হবে।[5] আন্তর্জাতিক নারী দিবসকে উপজীব্য করে ৮ মার্চ, ২০১৭ তারিখে আইসিসি কর্তৃপক্ষ প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করে।[6] গ্রুপ-পর্বের সময়সূচীকে সামনে রেখে ১৯ জুন থেকে চারটি প্রস্তুতিমূলক খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[7]
দল |
খেলা | জয় | পরাজয় | ফহ | এনআরআর | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|
ইংল্যান্ড | ৭ | ৬ | ১ | ০ | ১২ | +১.২৯৫ | |
অস্ট্রেলিয়া | ৭ | ৬ | ১ | ০ | ১২ | +১.০০৪ | |
ভারত | ৭ | ৫ | ২ | ০ | ১০ | +০.৬৬৯ | |
দক্ষিণ আফ্রিকা | ৭ | ৪ | ২ | ১ | ৯ | +১.১৯৩ | |
নিউজিল্যান্ড | ৭ | ৩ | ৩ | ১ | ৭ | +০.৩০৯ | |
ওয়েস্ট ইন্ডিজ | ৭ | ২ | ৫ | ০ | ৪ | –১.৫২২ | |
শ্রীলঙ্কা | ৭ | ১ | ৬ | ০ | ২ | –১.০৯৯ | |
পাকিস্তান | ৭ | ০ | ৭ | ০ | ০ | –১.৯৩০ |
সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে
ব |
||
ব |
||
৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে লর্ডসে অনুষ্ঠিতব্য ২৩ জুলাই, ২০১৭ চূড়ান্ত খেলার কথা ঘোষণা করা হয়।[9]
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.