১৮ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৭তম (অধিবর্ষে ৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৮ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ঘটনাবলী

  • ১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
  • ১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
  • ১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
  • ১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
  • ১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০২০ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

জন্ম

  • ১৬৯০ - প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ জন্মগ্রহণ করেন।
  • ১৭৮২ - আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন জন্মগ্রহণ করেন।
  • ১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার জন্মগ্রহণ করেন।
  • ১৮৩৭ - গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
  • ১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন।
  • ১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল জন্মগ্রহণ করেন।
  • ১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । (মৃ.০২/০১/১৯৭৬)
  • ১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী গালেয়াযো কিয়ান জন্মগ্রহণ করেন।
  • ১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮২)
  • ১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। (মৃ.০২/১২/১৯৯১)
  • ১৯২৬ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷(মৃ.১৪/০৩/২০১২)
  • ১৯২৮ - রাজনীতিবিদ ও ১২ তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস জন্মগ্রহণ করেন। ।
  • ১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর জন্মগ্রহণ করেন। ।
  • ১৯৩৯ - রন অ্যাটকিনসন,সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়
  • ১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন জন্মগ্রহণ করেন।
  • ১৯৭০ - আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা জন্মগ্রহণ করেন।
  • ১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে জন্মগ্রহণ করেন।
  • ১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার জন্মগ্রহণ মাউরো যারাটে করেন।
  • ১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

ছুটি ও অন্যান্য,

তেল বরাদ্দের বার্ষিকী (মেক্সিকো)

খ্রিস্টীয় ভোজ দিবস:

জেরুসালেমের আলেকজান্ডার

লুস্কার অ্যানসেল্ম

জেরুসালেমের সিরিল

এডওয়ার্ড দি শহীদ

ফ্রিডিয়ানাস

উদ্ধারক

১৮ মার্চ (পূর্ব অর্থোডক্স লিটারজিক্স)

পতাকা দিবস (আরুবা)

গ্যালিপোলি স্মৃতি দিবস (তুরস্ক)

পুরুষ ও সৈনিক দিবস (মঙ্গোলিয়া)

অর্ডন্যান্স কারখানা দিবস (ভারত)

শীলার দিন (আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া)

শিক্ষক দিবস (সিরিয়া)

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.