১৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৬তম (অধিবর্ষে ২২৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৯ দিন বাকি রয়েছে।
- ১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
- ১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
- ১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
- ১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
- ১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে
- ১৮২৫ - বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন৷
- ১৮৪৮ - গঠিত হয় ওরেগন এলাকা।
- ১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
- ১৯০০ - ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
- ১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
- ১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
- ১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৪৭ - ব্রিটিশ শাসন হতে পাকিস্তানের স্বাধীনতা লাভ।
- ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে মহিলাদের ৮০০ মিটার, ১০০ মিটার ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮.০৬ সময়ে ভাঙেন।
- ১২৫৭ - জাপান সম্রাট হানাজোনো।
- ১৭৭৭ - হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, ড্যানিশ পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ (মৃ. ১৮৫১)
- ১৮৬৭ - নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।
- ১৮৯৭ - লাবণ্য প্রভা ঘোষ, ভারতের একজন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী এবং মানভূম জেলায় অনুষ্ঠিত বাংলা ভাষা আন্দোলনের একজন নেত্রী ছিলেন।(মৃ.১১/০৪/২০০৩)
- ১৯২৩ - প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার। (মৃ.২০১৮)
- ১৯২৬ - রনে গোসিনি, ফরাসি কমিকস সম্পাদক এবং পোলিশ বংশোদ্ভূত লেখক। (মৃ. ১৯৭৭)
- ১৯৪২ - আমজাদ হোসেন, বাংলাদেশের অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার। (মৃ. ২০১৮)
- ১৯৪২ - শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও সাহিত্যিক। (মৃ. ২০১৬)
- ১৯৪৫ - স্টিভ মার্টিন, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক, প্রযোজক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ।
- ১৯৪৫ - ভিম ভেন্ডার্স, জার্মান চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, লেখক, আলোকচিত্রী।
- ১৯৫৯ - মার্সিয়া গে হার্ডেন, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৬২ - রমিজ রাজা, সাবেক পাকিস্তানি ডান-হাতি ব্যাটসম্যান ক্রিকেটার।
- ১৯৬৪ - পল্লব কীর্তনিয়া, বাঙালি গায়ক-গীতিকার, লেখক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯৬৬ - হ্যালি বেরি, মার্কিন মডেল, অভিনেত্রী, ও প্রযোজক এবং বিশ্ব সুন্দরী যুক্তরাষ্ট্র ১৯৮৬।
- ১৯৬৮ - প্রবীণ আম্রে, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭১ - প্রমোদ্যা বিক্রমাসিংহে, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮১ - কফি কিংস্টন, ঘানা-মার্কিন পেশাদার কুস্তিগির।
- ১৯৮৩ - মিলা কুনিস, ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৩ - সুনিধি চৌহান, ভারতের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী।
- ১৪৩৩ - পর্তুগালের রাজা প্রথম জোহান।
- ১৭৭৪ - জোহান জ্যাকব রেইস্ক, জার্মান চিকিৎসক ও পণ্ডিত। (জ. ১৭১৬)
- ১৯৩৫ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জোলিও-ক্যুরি। (জ. ১৯০০)
- ১৯৩৮ - হিউ ট্রাম্বল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। (জ. ১৮৭৬)
- ১৯৪১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়।
- ১৯৫৬ - বের্টল্ট ব্রেখট, একজন জার্মান নাট্যকর্মী, নাট্যকার ও কবি। (জ. ১৮৯৮)
- ১৯৫৮ - ফ্রেদেরিক জোলিও-কুরি, বিখ্যাত ফরাসী পদার্থবিশারদ। (জ. ১৯০০)
- ১৯৬৬ - টিপ স্নুক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। (জ. ১৮৮১)
- ১৯৭২ - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।
- ১৯৮১ - ডাডলি নোর্স, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (জ. ১৯১০)
- ১৯৮৫ - গেল সন্ডারগার্ড, একজন মার্কিন অভিনেত্রী। (জ. ১৮৯৯)
- ২০০৪ - চেসোয়াফ মিওশ, পোলীয়-মার্কিনী কবি, লেখক, শিক্ষাবিদ এবং অনুবাদক। (জ. ১৯১১)
- ২০১১ - শাম্মী কাপুর, ভারতের মুম্বইয়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রতারকা শিল্পী ও পরিচালক। (জ. ২১/১০/১৯৩১)
- ২০২৩ - দেলাওয়ার হোসাইন সাঈদী, একজন বাংলাদেশী ইসলামি পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। (জ. ১৯৪০)
উইকিমিডিয়া কমন্সে
১৪ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।