Loading AI tools
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সোনম কাপুর (ইংরেজি: Sonam Kapoor; হিন্দি: सोनम कपूर) (জন্ম: ৯ই জুন, ১৯৮৫) ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরী চলচ্চিত্রে অভিনয় করেন।
সোনম কাপুর | |
---|---|
জন্ম | [১][২] | ৯ জুন ১৯৮৫
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৭ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আনন্দ আহুজা (বি. ২০১৮) |
সন্তান | ১ (ছেলে) |
পিতা-মাতা | অনিল কাপুর (পিতা) সুনিতা কাপুর (মাতা) |
আত্মীয় | শ্রীদেবী সঞ্জয় কাপুর জাহ্নবী কাপুর খুশি কাপুর |
সোনম কাপুর অনিল কাপুর এবং সুনিতা কাপুর এর কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি।তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ সন্দীপ মারওয়াহ-এর ভাইঝি। তিন ভাইবোনের মধ্যে সোনাম সবচেয়ে বড়; তার পরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন।
তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন আন্তর্জাতিক ব্যাকালোরিয়েটের জন্য। পরে সোনাম মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার প্রধান বিষয় ছিলো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। তিনি ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবী ভাষায় কথা বলতে দক্ষ। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন ল্যাটিন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন।
২০১৮ সালের ৮ মে তিনি ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিনয়জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন। ব্ল্যাক (২০০৫) ছবিটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে বনসলির সাওয়ারিয়া (২০০৭) ছবিতে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি[৩]। তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন[৪]।
২০০৯ সালে সোনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার দিল্লি ৬ -এ অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনামের অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছে। সমালোচক রাজীব মাসান্দের মতে, "দিল্লি ৬-এ সোনম নতুন করে আবিষ্কৃত হয়েছেন। তিনি প্রতিভাবান অভিনেত্রী যিনি তার সহজাত অভিনয় ক্ষমতার সাহায্যে স্বতস্ফুর্ত অভিনয় করেছেন, যদিও তার ভূমিকাটি তথাকথিত মুখ্য অভিনেত্রীর ছিলো না।"
২০১০ সালে সোনম পুনিত মালহোত্রার আই হেইট লাভ স্টোরিজ -এ ইমরান খানের বিপরীতে অভিনয় করেন । ছবিটি সোনমের প্রথম বক্স অফিস সাফল্য।[৫] এ বছর তিনি অভয় দেওলের বিপরীতে আয়েশা ছবিতে অভিনয় করেন যা মোটামুটি ব্যবসা করে।[৬]
২০১১ সালে সোনমের প্রথম ছবি থ্যাংক ইউ মাঝারি মানের ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায় নি। এবছরই সোনম ভারতে এল ও রিয়েল এর পরিবেশক হিসেবে ৬৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। সোনমের পরবর্তী ছবি শহীদ কপূরের বিপরীতে মওসম এবং অভিষেক বচ্চন, ববি দেওল ও বিপাশা বসুর সাথে দ্য ইতালীয় জব ছবির পুনঃনির্মাণ প্লেয়ার্স।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | নোট | |
---|---|---|---|---|
২০০৭ | সাওয়ারিয়া | সকিনা | মনোনয়নী–শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার | |
২০০৯ | দিল্লি-৬ | বিট্টু শর্মা | ||
২০১০ | আই হেট লাভ স্টোরিস | সিমরান সাক্সেন | ||
২০১০ | আইশা | আইশা কাপূর | ||
২০১১ | থ্যাঙ্ক ইউ | সাঞ্জনা | ||
২০১১ | মাউসাম | আয়াত রাসোল | ||
২০১২ | প্লেয়ারস | নাইনা | ||
২০১৩ | বোম্বে টকিজ | স্বয়ং | "আপনা বোম্বে টকিজ" গানে বিশেষ উপস্থিতি | |
২০১৩ | রানঝানা | জোয়া হায়দার | ||
২০১৩ | ভাগ মিলখা ভাগ | বিরো | ||
২০১৩ | Nupur Asthana's Untitled Next | মায়েরা সেহগাল | ||
২০১৪ | খুবসুরত | [৭] | ||
২০১৪ | মির্জা সাহিবান | [৮][৯] | ||
২০১৬ | প্রেম রতন ধন পায়ো | [১০] |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | Filmfare Awards | Best Female Debut | সাওয়ারিয়া | মনোনীত |
২০০৮ | স্ক্রীন পুরস্কার | Most Promising Newcomer | সাওয়ারিয়া | মনোনীত |
২০০৮ | স্ক্রীন পুরস্কার | Jodi No. 1 With Ranbir Kapoor | Saawariya | মনোনীত |
২০০৮ | জি সিনে পুরস্কার | Best Female Debut | সাওয়ারিয়া | মনোনীত |
২০০৮ | স্টারডাস্ট পুরস্কার | Superstar of Tomorrow – Female | সাওয়ারিয়া | বিজয়ী |
২০০৮ | IIFA Awards | Star Debut of the Year – Female | সাওয়ারিয়া | মনোনীত |
২০১০ | Asian Film Awards | Best Debutante - Female | দিল্লি-৬ | মনোনীত |
২০১২ | স্টারডাস্ট পুরস্কার | Best Comedy/Romance Actress | থ্যাঙ্ক ইউ | মনোনীত |
২০১২ | জি সিনে পুরস্কার | আন্তর্জাতিক আইকন - নারী | বিজয়ী |
বছর | পুরস্কার ঘটনা | পুরস্কার | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | Head & Shoulders | Sony Fresh Face Of The Year | সাওয়ারিয়া | বিজয়ী |
২০১১ | NDTV | Brand Ambassador Of The Year | ||
২০১১ | Hello! Hall Of Fame Awards | Face Of The Year - Female | ||
২০১২ | Cosmopolitan Awards | Fun Fearless Female Best Dressed | ||
২০১৩ | Hindustan Times | Timeless Style Icon Award |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.