Loading AI tools
মুম্বাই স্থিত ভারতের বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুম্বই বিশ্ববিদ্যালয় (প্রাক্তন বম্বে বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত; অনানুষ্ঠানিকভাবে মিইউ নামে পরিচিত) হল ভারতের প্রাচীনতম রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি এবং মহারাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি কলা, বাণিজ্য, বিজ্ঞান, চিকিৎসা, ও প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল কোর্সসহ ডিপ্লোমা ও সনদ প্রদান করে থাকে। বেশিরভাগ কোর্সের ভাষা ইংরেজি।
Mumbaī Vidyapīṭha | |
প্রাক্তন নামসমূহ | বম্বে বিশ্ববিদ্যালয় |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৮ জুলাই ১৮৫৭ |
প্রতিষ্ঠাতা | জন উইলসন |
আচার্য | মহারাষ্ট্রের গভর্নর |
উপাচার্য | সুহাস পেড়নেকর[১] |
অবস্থান | , , ১৮°৫৮′৩০″ উত্তর ৭২°৪৯′৩৩″ পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর |
পোশাকের রঙ | নীল |
অধিভুক্তি | ইউজিসি, এনএএসি, এআইইউ |
ওয়েবসাইট | mu |
মুম্বইয়ে বিশ্ববিদ্যালয়টির দুটি ক্যাম্পাস (কালিনা ক্যাম্পাস ও ফোর্ট ক্যাম্পাস) রয়েছে, এবং মুম্বইয়ের বাইরে দুটি ক্যাম্পাস রয়েছে, যার একটি থানে উপ ক্যাম্পাস। ফোর্ট ক্যাম্পাসে কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। মুম্বইয়ের কয়েকটি ইনস্টিটিউট পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল যা বর্তমানে স্বায়ত্তশাসিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়।
মুম্বই বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪৯,৪৩২।[২] ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টির ৭১১টি অধিভুক্ত কলেজ ছিল।[৩]
বম্বে অ্যাসোসিয়েশন থেকে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের নিকট পিটিশন প্রেরণের পর ১৮৫৪ সালে স্যার চার্লস উডের খসড়াকৃত উডের আদেশ অনুসারে ১৮৫৭ সালে বম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[৪] এটি যুক্তরাজ্যের একই রকমের বিশ্ববিদ্যালয়গুলোর আদলে নির্মিত হয়, বিশেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে।[৪]:১৮৮
১৮৩৫ সালে এইলফিনস্টোন কলেজে কলা অনুষদের বিভাগসমূহ প্রথম প্রতিষ্ঠিত হয় এবং ১৮৪৫ সালে গ্র্যান্ট মেডিক্যাল কলেজে চিকিৎসা অনুষদ চালু করা হয়। দুটি কলেজই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্ব থেকে বিদ্যমান ছিল এবং বিশ্ববিদ্যালয়টির নিকট তাদের ডিগ্রি প্রদানের সুবিধা প্রদান করে। ১৮৬২ সালে প্রথম কলায় স্নাতক ও চিকিৎসায় লিসেন্টিয়েট ডিগ্রি প্রদান করা হয়।[৪]
যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডা অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে সেগুলো হল আমস্টারডাম বিশ্ববিদ্যালয়, বাথ বিশ্ববিদ্যালয়, লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়, রায়ারসন বিশ্ববিদ্যালয়, আইইএসইজি স্কুল অব ম্যানেজমেন্ট, ক্যুয়নে লজিস্টিকস বিশ্ববিদ্যালয়, তিয়ানজিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নানকাই বিশ্ববিদ্যালয় ও এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়।[৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.