২০০৯-এর হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দিল্লি-৬ হলো রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ২০০৯ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সোনম কাপুর, অদিতি রাও হায়দারী, ওয়াহিদা রেহমান, ঋষি কাপুর, সুপ্রিয়া পাঠক, অতুল কুলকর্ণী, পবন মালহোত্রা, দীপক ডোবরিয়াল, দিব্যা দত্তা, বিজয় রাজ ও ওম পুরি।[২] ৬ সংখ্যাটি পুরান দিল্লির চাঁদনি চক এলাকার ডাক সূচক সংখ্যা (পিন) ১১০০০৬-এর সংক্ষিপ্ত রূপকে নির্দেশ করে। অক্স ও রং দে বাসন্তী-এর পর এটি মেহরার তৃতীয় চলচ্চিত্র।
![]() | এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (নভেম্বর ২০২২) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
দিল্লি-৬ | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | রাকেশ ওমপ্রকাশ মেহরা |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
উৎস | দিল্লির বানর-মানব |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | বিনোদ প্রধান |
সম্পাদক | পি. এস. ভারতী |
প্রযোজনা কোম্পানি | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি মিউজিয়াম অব মডার্ন আর্ট-এ আন্তর্জাতিক প্রিমিয়ারের পর[৩][৪] চলচ্চিত্রটি ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তি পায়।
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "মাসাকালি" | মোহিত চৌহান | ৪:৫০ |
২. | "আরজিয়া" | জাভেদ আলি, কৈলাশ খের | ৮:৪১ |
৩. | "দিল্লি-৬[৫]" (ফরাসি গানের কথা: ভিভিয়ান চেইক্স, ক্লেয়ার) | ব্লেজ, বেনী দয়াল, তানভি শাহ, ভিভিয়েন চেইক্স, ক্লেয়ার | ৩:৩৬ |
৪. | "রেহনা তু" | এ আর রহমান, বেনি দয়াল, তানভি শাহ, রিশু রাজ | ৬:৫১ |
৫. | "হেয় কালা বান্দার" | কার্তিক, নরেশ আইয়ার, শ্রীনিবাস, বনি চক্রবর্তী, এম্বার | ৫:৫২ |
৬. | "দিল গিরা দাফতান" | অ্যাশ কিং, চিন্ময়ী | ৫:৩৯ |
৭. | "গেন্দা ফুল" | রেখা ভারদ্বাজ, শ্রদ্ধা পণ্ডিত, সুজাতা মজুমদার, মহতী | ২:৫০ |
৮. | "ভোর ভায়ে" (রাগ: গুজরি তোড়ি) | শ্রেয়া ঘোষাল, ওস্তাদ বড়ে গোলাম আলি খান | ৩:১৯ |
৯. | "আরতি (তুমরে ভবন মে)" | রেখা ভারদ্বাজ, কিশোরী আমনকার, শ্রদ্ধা পণ্ডিত, সুজাতা মজুমদার | ৩:০১ |
১০. | "নূর" (আবৃত্তি) | অমিতাভ বচ্চন | ০:৫০ |
Seamless Wikipedia browsing. On steroids.