ভারতীয় গায়িকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রেখা ভারদ্বাজ (জন্ম ২৪ জানুয়ারি ১৯৬৪) হলেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। বলিউডে তিনি তার স্বতন্ত্র কন্ঠ, গান পরিবেশনের ধরন এবং গান বাছাইয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, মারাঠি, পাঞ্জাবি ও মালয়ালম ভাষায় গান করে থাকেন।[১] চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি দুইবার ফিল্মফেয়ার পুরস্কার ও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩]
রেখা ভারদ্বাজ | |
---|---|
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ফিনিক্স মার্কেট সিটিতে গান পরিবেশন করছেন ভারদ্বাজ | |
পেশা | সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বিশাল ভারদ্বাজ (বি. ১৯৯১) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | বলিউড ও অন্যান্য চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
রেখা ভারদ্বাজ ১৯৬৪ সালের ২৪ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন। তারা চার বোন ও এক ভাই রয়েছে।
ভারদ্বাজ শুরুতে তার বড় বোনের নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। পরে তিনি পণ্ডিত অমরনাথের নিকট আনুষ্ঠানিক তামিল গ্রহণ করেন।[৪] রেখা দিল্লীর হিন্দু কলেজের সঙ্গীত বিভাগের ছাত্রী ছিলেন।[৫]
রেখা ১৯৯৭ সালে চাচী ৪২০ চলচ্চিত্রে "এক ও দিন থে" গান দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম অ্যালবাম 'ইশ্কা ইশ্কা' ২০০২ সালে মুক্তি পায়। এই অ্যালবামের কাজ শুরু হয়েছিল আরও দশ বছর পূর্বে।[৬]
তার প্রথম সফলতা আসে তার স্বামী বিশাল ভারদ্বাজের ওমকারা চলচ্চিত্রে "নমক ইশ্ক কা" গানের মধ্য দিয়ে। ২০০৯ সালে দিল্লি-সিক্স চলচ্চিত্রের "সাসুরাল গেন্দা ফুল" গানে কণ্ঠ দিয়ে তিনি তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৬]
তিনি ৭ খুন মাফ (২০১১) চলচ্চিত্রে "ডার্লিং" গানে কণ্ঠ দিয়ে ঊষা উথুপের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৭] এরপর তিনি বর্ফী (২০১২) চলচ্চিত্রে "ফির লে আয়া দিল" এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) চলচ্চিত্রে "ঘাঘরা" গানে কণ্ঠ দেন।[৬] তিনি দেড় ইশ্কিয়া (২০১৪) চলচ্চিত্রের "হামারি আটারিয়া পে" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বদলাপুর (২০১৫) চলচ্চিত্রে অরিজিৎ সিঙের সাথে তার গাওয়া "জুদাই" গানটি মির্চি মিউজিক ও দি ইকোনমিক টাইমস-এর রেটিং অনুসারে ২০১৫-এর জানুয়ারি-মার্চ শীর্ষ ১৫ গানের তালিকায় ১৪তম স্থান লাভ করে।[৮]
২০১৯ সালে তিনি অনুপমা রাগের সুরে "হুই ম্যাঁয় তুমহারি" গানে কণ্ঠ দেন। এই গানটির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেত্রী নিতু চন্দ্রাকে।[৯]
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত গান (চলচ্চিত্র/অ্যালবাম) | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০০৯ | মির্চি সঙ্গীত পুরস্কার | বর্ষসেরা নারী কণ্ঠশিল্পী | "শশুরাল গেন্দা ফুল" (দিল্লি-সিক্স) | বিজয়ী | [১০] |
২০১০ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "শশুরাল গেন্দা ফুল" (দিল্লি-সিক্স) | বিজয়ী | [১১] |
২০১১ | মির্চি সঙ্গীত পুরস্কার | বর্ষসেরা নারী কণ্ঠশিল্পী | "ডার্লিং" (৭ খুন মাফ) | বিজয়ী | [১২] |
২০১১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "বারে ধীরে জ্বলি" (ইশ্কিয়া) | বিজয়ী | [১৩] |
২০১২ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "ডার্লিং" (৭ খুন মাফ) | উষা উথুপের সাথে যৌথভাবে | [১৪] |
২০১৩ | মির্চি সঙ্গীত পুরস্কার | বর্ষসেরা রাগ-ভিত্তিক গান | "এক ঘড়ি" (ডি-ডে) | বিজয়ী | [১৫] |
২০১৪ | হাম পুরস্কার | শ্রেষ্ঠ মৌলিক গান | "কভি আশনা কভি আজনবি" (হামনাশিন) | মনোনীত | [১৬] |
২০১৫ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | "হামারি আটারিয়া পে" (দেড় ইশ্কিয়া) | মনোনীত | [১৭] |
Seamless Wikipedia browsing. On steroids.