Loading AI tools
ভারতীয় সংবাদপত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য টাইমস অব ইন্ডিয়া (সংক্ষেপে টিওআই; ইংরেজি: The Times of India) হচ্ছে একটি ভারতীয় ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র। ২০০৮ সালে দৈনিকটি ঘোষণা করেন যে, ভারতীয় অডিট ব্যুরো থেকে প্রত্যায়িত হয় যে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকাটি ৩.১৪ মিলিয়ন পাঠক পড়ে থাকে এবং এটি বিশ্বের যে কোন ভাষার তৃতীয় বেশি বিক্রিত পত্রিকা হিসেবে মর্যাদা লাভ করে।[2] ২০১২ সালে ইন্ডিয়ান রিডারশীপ সার্ভে (আইআরএস) অনুযায়ী, দ্য টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্রটি বহুল পঠিত ভারতের ইংরেজি দৈনিক সংবাদপত্র এবং এটি পাঠকসংখ্যা ৭.৬৪৩ মিলিয়ন। ভারতের দৈনিক শীর্ষ ইংরেজি পত্রিকাটি সবচেয়ে বেশি পাঠক হিসেবে মর্যাদাল লাভ করে।[3] এটি ব্যানেট কোলেম্যান এন্ড কোম্পানী লিমিটেড (সাহু জেইন পরিবার) কর্তৃক মালিকানাধীন এবং প্রকাশিত হয়ে থাকে।
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডকাস্টশিট |
মালিক | দ্য টাইমস গ্রুপ |
প্রকাশক | দ্য টাইমস গ্রুপ |
প্রধান সম্পাদক | জয়দীপ বোস |
সহযোগী সম্পাদক | যুগ সুরাইয়া |
প্রতিষ্ঠাকাল | ৩ নভেম্বর ১৮৩৮ |
রাজনৈতিক মতাদর্শ | রক্ষণশীল[1] |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | দ্য টাইমস অব ইন্ডিয়িা বিল্ডিং, ড.ডি.এন. রোড, মুম্বাই-৪০০০০১, ভারত |
প্রচলন | ৩,১৪০,০০০ প্রতিদিন |
সহোদর সংবাদপত্র | দি ইকোনমিকস টাইমস নভারাত টাইমস মহারাষ্ট্র টাইমস এই সময় |
ওসিএলসি নম্বর | ২৩৩৭৯৩৬৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
দ্য টাইমস অব ইন্ডিয়া মুম্বইয়ে দ্য বোম্বে টাইমস এন্ড জার্নাল কমার্স হিসাবে[4] ১৮৩৮ সালের ৩রা নভেম্বর উদ্বোধন করা হয়।[5]
মুম্বাইয়ে যেখানে এটি উদ্বোধন করা হয়।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.