মিড ডে
সংবাদপত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সংবাদপত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মিড ডে (ইংরেজিতে স্টাইলিশভাবে mid-day লেখা হয়) হল ভারতীয় প্রাতকালীন দৈনিক সংবাদপত্র। এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও পুনে শহরে এই সংবাদপত্রের বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশিত হত। ২০১১ সালে দিল্লি ও বেঙ্গালুরুর সংস্করণ বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে জাগরণ প্রকাশন মিড ডে-র পুনের প্রকাশনাও বন্ধ করে দেয়। বর্তমানে এটি কেবল মুম্বইয়ে প্রকাশিত হয়।[৩]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | কমপ্যাক্ট |
মালিক | মিড ডে ইনফোমিডিয়া লিমিটেড |
প্রতিষ্ঠাতা | আবদুল হামিদ আনসারী (ইনকিলাব, ১৯৩৭) খালিদ এ. এইচ. আনসারী (মিড ডে, ১৯৭৯) |
প্রকাশক | মিড ডে ইনফোমিডিয়া, জাগরণ প্রকাশন লিমিটেড |
সম্পাদক | তিনাজ নুশিয়ান |
চিত্র সম্পাদক | অশীষ রানে |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
রাজনৈতিক মতাদর্শ | উদার |
ভাষা | ইংরেজি গুজরাতি (গুজরাতি মিড-ডে নামে) উর্দু (দি ইনকিলাব নামে) |
সদর দপ্তর | মুম্বই, ভারত |
সহোদর সংবাদপত্র | ইনকিলাব[১], গুজরাতি মিড-ডে[২] |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | epaper2 |
</ref>
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.