ওম পুরী

ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ওম পুরী

ওম রাজেশ পুরী, ওবিই (১৮ অক্টোবর ১৯৫০ - ৬ জানুয়ারি ২০১৭)[] ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলত ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করতেন।[] এছাড়াও তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডের চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ১৯৯০ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন।

দ্রুত তথ্য ওম পুরী ওবিই, জন্ম ...
ওম পুরী

Thumb
২০১০ সালের টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওম পুরী
জন্ম
ওম রাজেশ পুরী

(১৯৫০-১০-১৮)১৮ অক্টোবর ১৯৫০
মৃত্যু৬ জানুয়ারি ২০১৭(2017-01-06) (বয়স ৬৬)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীনন্দিতা পুরী (১৯৯৩)
পুরস্কারপদ্মশ্রী,
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বন্ধ

প্রাথমিক জীবন

ওম পুরী ভারতের হরিয়ানার আম্বালায় একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।[] তার পিতা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।[] ওম পুরী পুণের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র ছিলেন; যেখানে অপর আরেক খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ তার সহপাঠী ছিলেন।[]

মৃত্যু

ওম পুরী ২০১৭ সালের ৬ জানুয়ারি ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছরচলচ্চিত্রভূমিকামন্তব্য
১৯৭২ঘশিরাম কতোয়ালঘশিরামমারাঠি চলচ্চিত্র
১৯৭৭গোধুলীহিন্দি চলচ্চিত্র প্রেমচাঁদ গল্প অবলম্বনে
১৯৭৭তাব্বালিয়ু নিনাদে মাগানে (কন্নড়)
১৯৭৭ভূমিকা
১৯৭৮অরবিন্দ দেসাই কি আজিব দাস্তানমার্কসবাদী মানুষসাঈদ আখতার মির্জা পরিচালিত
১৯৮০আক্রোশলাহন্য বিকুবিজয়ী - ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
১৯৮১সদগতিদাখিপরিচালক: সত্যজিৎ রায়[]
১৯৮২গান্ধিনেহরীরিচার্ড অ্যাটেনব্রো পরিচালিত
১৯৮২বিজেতাঅরবিন্দপরিচালক: শ্যাম বেনেগাল
১৯৮২চান পরদেশী (পাঞ্জাবি)তুলশি
১৯৮২আরোহণহরি মন্ডলবিজয়ী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ অভিনেতা
বন্ধ

পুরস্কার এবং মনোনয়ন

বিজয়ী
  • ১৯৮১: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা - আক্রোশ
  • ১৯৮১: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার) - আরাহন[১০]
  • ১৯৮৩: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (৩১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার) - আর্থ সত্য[১১]
  • ১৯৮৪: কার্লবী বারী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবাল - শ্রেষ্ঠ অভিনেতা আর্থ সত্য
  • ১৯৯৮: ব্রাসেলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল - শ্রেষ্ঠ অভিনেতা মাই সন দ্যা ফাস্টাসটিক
  • ১৯৯০: পদ্মশ্রী, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার[১২]
  • ১৯৯৮: গ্র্যান্ড প্রিক্স স্পেশাল দেস আমেরিকাস মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল - চলচ্চিত্রসংক্রান্ত বিষয়ে ব্যতিক্রমী অবদানের জন্য
  • ২০০৪: ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ অনারারি অফিসার - ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রি সেবার জন্য[]
  • ২০০৯: ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার
  • ২০১৫: আজীবন সম্মাননা পুরস্কার প্রয়াগ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল[১৩]
মনোনয়ন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.