শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সীসা

একটি মৌলিক পদার্থ ও নরম ধাতু উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সীসা
Remove ads

সীসা হল একটি মৌলিক পদার্থ যার রাসায়নিক সংকেত Pb এবং পরমানবিক সংখ্যা ৮২। সীসা নরম ধাতু যা ছুরির সাহায্যে কাটা যায়। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের ধাতু যা কাগজের উপর ঘষলে কালো দাগ কাটে। সীসা কম সক্রিয় ধাতু এবং সক্রিয়তা ক্রমে এর অবস্থান হাইড্রোজেনের ঠিক উপরে।

Thumb
সীসা
দ্রুত তথ্য উচ্চারণ, উপস্থিতি ...

সীসা ইমারত নির্মাণে, সীসা-অম্ল ব্যাটারী, গুলি(বুলেট), বিকিরন ঢাল, ওজন ইত্যাদিতে ব্যবহৃত হয়। সকল স্থায়ী মৌলিক পদার্থের মধ্যে সীসার রয়েছে সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা। যদিও পরবর্তী সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল বিসমাথের (Bi) অর্ধ জীবন সীসার চেয়ে অনেক বেশি তার পরও এটাকে স্থায়ী হিসেবে ধরা যায়।

Remove ads

আবিষ্কার

বৈশিষ্ট্য

১# সাধারণ তাপমাত্রায় স্ফোটিক গঠন করে৷ ২# রং কালচে ধূসর৷ ৩# নরম ও ভারী ৷

PbO

রাসায়নিক বিক্রিয়া

ব্যবহার

সীসা সাধারণত ওয়েটব্যাটারিতে ব্যবহৃত হয় ৷

আরও দেখুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads