সিরিলীয় লিপি একটি অশব্দীয় বর্ণমালা লিপি যা ভৌগলিকভাবে পূর্ব ইউরোপ, উত্তর এশিয়ামধ্য এশিয়া এলাকায় ব্যবহৃত হয়। সিরিলীয় লিপি বর্তমানে ১২টি দেশের জাতীয় লিপি এবং বিশ্বে সর্বাধিক ব্যবহৃত লিখন পদ্ধতির মধ্যে ৫ম

দ্রুত তথ্য সিরিলীয় লিপি, লিপির ধরন ...
সিরিলীয় লিপি
Thumb
লিপির ধরন
সময়কাল৯৪০ হ'তে বর্তমান পর্যন্ত
লেখার দিকবাম-থেকে-ডান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভাষাসমূহরুশ ভাষা, ইউক্রেনীয় ভাষা, বেলারুশীয় ভাষা, বুলগেরীয় ভাষা, কিরগিজ ভাষা, কাজাখ ভাষা, মঙ্গোলীয় ভাষা, সার্বীয় ভাষা, তাজিক ভাষা
নিম্নলিখিত দেশসমূহের জাতীয় লিপি:
 Russia
 Ukraine
 Belarus
 Bulgaria
 Bosnia and Herzegovina
 Kazakhstan
 Kyrgyzstan
 Macedonia
 Mongolia
 Montenegro
 Serbia
 Tajikistan
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি
মিশরীয় হায়ারোগ্লিফিক
ভগিনী পদ্ধতি
রোমান লিপি
জর্জীয় লিপি
আর্মেনীয় লিপি
আইএসও ১৫৯২৪
আইএসও ১৫৯২৪Cyrl, 220 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন, সিরিলীয় Cyrs (Old Church Slavonic variant)
ইউনিকোড
ইউনিকোড উপনাম
Cyrillic
ইউনিকোড পরিসীমা
এই নিবন্ধে আধ্বব চিহ্ন রয়েছে। সঠিক রেন্ডারিং সমর্থন ছাড়া, আপনি হয়ত ইউনিকোড অক্ষরের বদলে জিজ্ঞাসা চিহ্ন, বাক্স বা অন্য কোনো চিহ্ন দেখবেন।
বন্ধ

২০১১ সালের হিসেব অনুযায়ী সারা পৃথিবীতে এবং বিশেষত ইউরেশিয়ায় ২৫ কোটি ২০ লক্ষ মানুষ তাদের নিজ নিজ ভাষার স্বীকৃত লিপি হিসেবে এই লিপি ব্যবহার করে থাকে। তবে এদের মধ্যে অর্ধেকেরও বেশি রুশ।[1]

নাম

সেন্ট সিরিলের অনুগামীদের দ্বারা এই লিপিটি জনপ্রিয়করণের কারণে তারা এই লিপিটি "সিরিলীয় লিপি" নাম প্রচার করেন এবং যেহেতু এই লিপিটি প্রধান ব্যবহার রুশ ভাষায় করা হয়, এই লিপিটিকে ভুলবশত রুশীয় লিপি বা রুশ লিপি-ও বলা হয়।[2] তবে সেন্ট সিরিলের অনুগামীগণ বুলগেরীয় ছিলেন এবং সিরিলীয় লিপি প্রণয়ন ও পরিমার্জনের কাজ বুলগেরিয়াতে করা হয়েছিল, এই হিসাবে লিপিটিকে রুশীয় লিপি না বলে বুলগেরীয় লিপি বলা বেশি যুক্তিযুক্ত।

ব্যবহার

Thumb
সিরিলীয় লিপির বিস্তার।
  সিরিলীয় লিপি প্রধান লিপি
  অন্যান্য লিপি-সহ সিরিলীয় লিপি ব্যবহৃত
  সিরিলীয় লিপি সরকারী না হলেও প্রচলিত

সিরিলীয় লিপি স্থানীয়ভাবে এবং প্রধানত রুশ ভাষা দ্বারা ব্যবহার করা হয় বলে, সোভিয়েত ইউনিয়ন আমলে সমগ্র সোভিয়েত অঞ্চলে সিরিলীয় লিপি ছিল বহুলপ্রচলিত।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও রুশ ভাষা ছাড়াও, অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলির ভাষাতেও বর্তমান পর্যন্ত ব্যবহার অব্যাহত রয়েছে।

সিরিলীয় লিপিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২টি কার্যকর লিপিতে একটি। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে বুলগেরিয়া যুক্ত হবার কারণে, সিরিলীয় লিপিটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নেও রোমান লিপিগ্রিক লিপির পাশাপাশি অন্যতম সরকারি লিপি হিসাবে যোগ করা হয়েছে।[3]

সিরিলীয় লিপি ব্যবহার হয়ঃ রুশ ভাষা, ইউক্রেনীয় ভাষা, বেলারুশীয় ভাষা, বুলগেরীয় ভাষা, কিরগিজ ভাষা, কাজাখ ভাষা, মঙ্গোলীয় ভাষা, সার্বীয় ভাষাতাজিক ভাষায়

কিচ্ছু ভাষা পূর্বে সিরিলীয় লিপির ব্যবহার করত, এখন করে না, যেমনঃ তাতার ভাষা, উজবেক ভাষা, আজারবাইজানি ভাষা, রুমানীয় ভাষাতুর্কমেনীয় ভাষা

সিরিলীয় লিপির বর্ণ তালিকা

রুশীয়

Thumb
হাতের লেখা ও মুদ্রিত লেখায় পার্থক্য

এই বর্ণগুলি (৩৩টি) আধুনিক রুশ ভাষায় ব্যবহৃতঃ

আরও তথ্য বর্ণ, হাতের লেখা ...
বর্ণ হাতের লেখা নাম উচ্চারণ আ-ধ্ব-ব
Ааа
a
Бббэ
বে
b
Вввэ
ৱে
v
Гггэ
গে
ɡ
Дддэ
দে
d
Еее
য়ে
য়ে (এ)/je/, বা e
Ёёё
য়ো
য়ো/jo/
Жжжэ
ঝ়ে
ঝ়ʐ
Зззэ
যে
z
Иии
i
Ййи краткое
ই ক্রাৎকয়ে
য়্j
Ккка
কা
k
Ллэл
এল্
l
Ммэм
এম্
m
Ннэн
এন্
n
Ооо
অ (বা ও)o
Пппэ
পে
p
Ррэр
এর্
r
Ссэс
এস্
s
Тттэ
তে
t
Ууу
u
Ффэф
এফ্
f
Ххха
হা
x
Ццце
ৎসে
ৎসt͡s
Ччче
চে
t͡ɕ
Шшша
শা
ʂ
Щщща
ষা
/ɕɕ/
Ъътвёрдый знак
ৎৱিয়র্দিয়্ য্‌নাক্
/নীরব/[টীকা 1]◌ʲ
Ыыы
[ɨ]
Ььмягкий знак
মিয়াগ্কিয়্ য্‌নাক্
/নীরব/[টীকা 2]◌ʲ
Эээ
ɛ
Ююю
য়ু
য়ু/ju/
Яяя
য়া
য়া/ja/
বন্ধ

টীকা

  1. >পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের উচ্চারণ তালব্য হতে বাধা দেয়
  2. >পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের উচ্চারণ তালব্য করে (শব্দবিদ্যাগত ভাবে সম্ভব হলে)

সংযোজিত বর্ণগুলির তালিকা

ইউক্রেনীয়

  • "Г г" এর উচ্চারণ "হ" /ɦ/ হয় (রুশ ভাষায় "গ"/ɡ/ হয়)।
  • "Ґ ґ" এর উচ্চারণ "গ"/ɡ/ হয় (এই বর্ণটি রুশ ভাষায় নেই)।
  • "Е е" এর উচ্চারণ "এ" /ɛ/ হয় (রুশ ভাষায় "য়ে"/je/ হয়)।
  • "Є є" এর উচ্চারণ "য়ে" /je/ হয় (এই বর্ণটি রুশ ভাষায় নেই)।
  • "І і" এর উচ্চারণ "ই" /i/ হয় (এই বর্ণটি রুশ ভাষায় নেই)।
  • "Ї ї" এর উচ্চারণ "য়ি" /ji/ হয় (এই বর্ণটি রুশ ভাষায় নেই)।
  • এই বর্ণগুলি "Ё ё, Ъ ъ, Ы ы, Э э", রুশে হলেও, ইউক্রেনীয়তে নেই।

ইউনিকোড

আরও তথ্য U+, A ...
U+0123456789ABCDEF
0400 ЀЁЂЃЄЅІЇЈЉЊЋЌЍЎЏ
0410 АБВГДЕЖЗИЙКЛМНОП
0420 РСТУФХЦЧШЩЪЫЬЭЮЯ
0430 абвгдежзийклмноп
0440 рстуфхцчшщъыьэюя
0450 ѐёђѓєѕіїјљњћќѝўџ
0460 ѠѡѢѣѤѥѦѧѨѩѪѫѬѭѮѯ
0470 ѰѱѲѳѴѵѶѷѸѹѺѻѼѽѾѿ
0480 Ҁҁ҂ ҃ ҄ ҅ ҆ ҇ ҈ ҉ҊҋҌҍҎҏ
0490 ҐґҒғҔҕҖҗҘҙҚқҜҝҞҟ
04A0 ҠҡҢңҤҥҦҧҨҩҪҫҬҭҮү
04B0 ҰұҲҳҴҵҶҷҸҹҺһҼҽҾҿ
04C0 ӀӁӂӃӄӅӆӇӈӉӊӋӌӍӎӏ
04D0 ӐӑӒӓӔӕӖӗӘәӚӛӜӝӞӟ
04E0 ӠӡӢӣӤӥӦӧӨөӪӫӬӭӮӯ
04F0 ӰӱӲӳӴӵӶӷӸӹӺӻӼӽӾӿ
0500 ԀԁԂԃԄԅԆԇԈԉԊԋԌԍԎԏ
0510 ԐԑԒԓԔԕԖԗԘԙԚԛԜԝԞԟ
0520 ԠԡԢԣԤԥԦԧԨԩԪԫԬԭԮԯ
2DE0
2DF0 ⷿ
A640
A650
A660
A670    
A680
A690
বন্ধ

কীবোর্ড

Thumb
রুশ ভাষা
Thumb
বেলারুশীয় ভাষা
Thumb
ইউক্রেনীয় ভাষা
Thumb
বুলগেরীয় ভাষা

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.