বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি

বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি, বা নিম্ন সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি,[১] হলো কিছু কথ্য ভাষায় ব্যবহৃত স্বরধ্বনির একটি প্রকার। এটি আটটি প্রাথমিক মৌলিক স্বরধ্বনির মধ্যে একটি, যা সরাসরি নির্দিষ্ট ভাষার স্বরধ্বনির সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং ধ্বনিগত  পরিমাপ পদ্ধতিতে মৌলিক প্রসঙ্গ বিন্দু হিসাবে কাজ করার উদ্দেশ্যে।[২]

দ্রুত তথ্য বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি, a ...
বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি
a
আধ্বব সংখ্যা৩০৪
এনকোডিং
এন্টিটি (দশমিক)a
ইউনিকোড (ষটদশমিক)U+0061
এক্স-সাম্পাa
ব্রেইল
অডিও নমুনা
noicon
বন্ধ
আরও তথ্য আধ্বব: স্বরধ্বনি, সম্মুখ ...
বন্ধ

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা (আধ্বব) এ যে চিহ্নটি এই ধ্বনিটিকে প্রতিনিধিত্ব করে তা হলো a, দ্বিতল ছোট হাতের a। আধ্বব স্বরধ্বনি তালিকায় এটি নীচের-বাম কোণে অবস্থিত। যাইহোক, চতুর্ভুজ স্বরধ্বনি তালিকার নির্ভুলতা বিতর্কিত, এবং ধ্বনিটিকে এমন অবস্থানে অতিরিক্ত-বিবৃত হিসাবে ধ্বনিগতভাবে বিশ্লেষণ করা হয়েছে যেখানে সম্মুখ/পশ্চাৎ পার্থক্য তার তাৎপর্য হারিয়ে ফেলেছে। স্বরধ্বনির সঠিক গুণমানেরও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে: ড্যানিয়েল জোন্সের [a] এর সংযত শব্দ লিপিবদ্ধকরণ বেশি সামনে কিন্তু জন ওয়েলসের মত তেমন সুস্পষ্ট নয়।[৩]

বাস্তবে, চিহ্নটি a প্রায়ই বিবৃত কেন্দ্রীয় অকুঞ্চিত স্বরধ্বনিকে উপস্থাপন করতে ব্যবহৃত হয়।[৪] ইংরেজি ভাষার ঐতিহাসিক অধ্যয়নের ক্ষেত্রে এটিই স্বাভাবিক অনুশীলন। বিবৃত ও প্রায়-বিবৃত সম্মুখ স্বরধ্বনিগুলির জন্য পৃথক চিহ্নের ক্ষতি সাধারণত সমস্যাযুক্ত বলে বিবেচিত হয়, কারণ দুটির মধ্যে উপলব্ধিগত পার্থক্য খুব কম এবং খুব কম ভাষাই দুটির বিপরীতে। যদি স্বরধ্বনির পশ্চাৎ এর দিকটি সম্পূর্ণ সম্মুখ হিসাবে নির্দিষ্ট করার প্রয়োজন হয় তবে কেউ æ̞ প্রতীকটি ব্যবহার করতে পারেন, যা অধিক নিন্ম প্রায়-বিবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনিকে বোঝায়, অথবা  আধ্বব "উন্নত" বৈশিষ্ট্যসূচক চিহ্ন সহ।

তথ্যসূত্র

উৎস

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.