টলিউড বা কলকাতার টালিগঞ্জ থেকে বাংলা চলচ্চিত্র নির্মিত হয়। এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে হলিউড নামেটির সাথে মিল রেখে ১৯৩২ সাল থেকে টলিউড বলা হয়। টলিউডে নির্মিত চলচ্চিত্র ভারতের অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের বাজেট ও আয়ের থেকে কম। তবে টলিউডে নির্মিত অন্য ধারার চলচ্চিত্র বা আর্ট ফিল্ম খুবই উন্নত। এই কারণে টলিউডকে ভারতের শিল্প চলচ্চিত্রের রাজধানী বলা হয়।

সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র তালিকা

বাংলা ভাষার বাংলা চলচ্চিত্র শিল্প পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার, টালিগঞ্জে অবস্থিত।

আরও তথ্য মর্যাদাক্রম, চলচ্চিত্র ...
মর্যাদাক্রম চলচ্চিত্র বছর পরিচালক স্টুডিও (গুলি) প্রাথমিক ভাষা বিশ্বব্যাপী আয় উৎস
আমাজন অভিযান ২০১৭ কমলেশ্বর মুখোপাধ্যায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা  ৪৮.৬৩ কোটি (ইউএস$ ৫.৯৪ মিলিয়ন) [1][2]
চাঁদের পাহাড় ২০১৩ কমলেশ্বর মুখোপাধ্যায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা  ২০ কোটি (ইউএস$ ২.৪৪ মিলিয়ন) [3][4]
পথের পাঁচালী (চলচ্চিত্র) ১৯৯৫ সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকার বাংলা  ১১ কোটি (ইউএস$ ১.৩৪ মিলিয়ন)
বস ২: ব্যাক টু রুল ২০১৭ বাবা যাদব জিতস ফিল্মওয়ার্ক্স
ওয়ালজিন মিডিয়া ওয়ার্ক্স
বাংলা  ১০.৫০ কোটি (ইউএস$ ১.২৮ মিলিয়ন) [5]
পাগলু ২০১১ রাজিব বিশ্বাস সুরিন্দর ফিল্মস বাংলা  ৯.৯২ কোটি (ইউএস$ ১.২১ মিলিয়ন) [6]
সাথী ২০০২ হরনাথ চক্রবর্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা  ৯.৭৮ কোটি (ইউএস$ ১.২ মিলিয়ন) [7]
আওয়ারা ২০১২ রবি কিনাগী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা  ৯.৫০ কোটি (ইউএস$ ১.১৬ মিলিয়ন) [8]
নবাব ২০১৭ জয়দীপ মুখার্জি জাজ মাল্টিমিডিয়া,এসকে মুভিজ বাংলা  ১০.২০ কোটি (ইউএস$ ১.২৫ মিলিয়ন) [5]
রংবাজ ২০১৩ রাজা চন্দ সুরিন্দর ফিল্মস বাংলা  ৮.৫ কোটি (ইউএস$ ১.০৪ মিলিয়ন) [9]
১০ প্রাক্তন ২০১৬ শিবপ্রসাদ মুখোপাধ্যায়,নন্দিতা রায় উইন্ডোজ প্রোডাকশন হাউস বাংলা  ৮.৪৬ কোটি (ইউএস$ ১.০৩ মিলিয়ন) [10]
১১ খোকা ৪২০ ২০১৩ রাজিব বিশ্বাস এসকে মুভিজ বাংলা  ৮ কোটি (ইউএস$ ০.৯৮ মিলিয়ন) [5]
১১ খোকা ৪২০ ২০১৩ রাজিব বিশ্বাস এসকে মুভিজ বাংলা  ৮ কোটি (ইউএস$ ০.৯৮ মিলিয়ন) [5]
১২ পোস্ত ২০১৭ শিবপ্রসাদ মুখোপাধ্যায়
নন্দিতা রায়
উইন্ডোজ প্রোডাকশন হাউস বাংলা  ৮ কোটি (ইউএস$ ০.৯৮ মিলিয়ন) [11][12][13]
বন্ধ

প্রথম দিনে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র তালিকা

আরও তথ্য ক্রম, চলচ্চিত্র ...
ক্রম চলচ্চিত্র আয়
১. আমাজন অভিযান ২১.৪ মিলিয়ন (২.১৪ কোটি)
চাঁদের পাহাড় ₹৯.০ মিলিয়ন (৯০ লক্ষ)[14]
৩. আওয়ারা ₹৭.৫ মিলিয়ন (৭৫ লক্ষ)
৪. বাঘ বন্দি খেলা ₹৭.২ মিলিয়ন (৭২ লক্ষ)
৫. বস ₹৭.২ মিলিয়ন (৭২ লক্ষ)
৬. পরাণ যায় জ্বলিয়া রে ₹৬.৮ মিলিয়ন (৬৮ লক্ষ)
৭. খোকা ৪২০ ₹৬.৬ মিলিয়ন (৬৬ লাক্ষ)
৮. মিশর রহস্য ₹৬.৫ মিলিয়ন (৬৫ লক্ষ)
৯. অভিমান ₹৬.২ মিলিয়ন (৬২ লক্ষ)
১০. রোমিও ভার্সেস জুলিয়েট ₹৫.৬ মিলিয়ন (৫৬ লক্ষ)
বন্ধ

সপ্তাহে সর্বোচ্চ আয়

সর্বোচ্চ আর্থিক ক্ষতির চলচ্চিত্র

আরও তথ্য ক্রম, চলচ্চিত্র ...
ক্রম চলচ্চিত্র নির্মাণ ব্যয় আয় ক্ষতির পরিমান
যোদ্ধা: দ্য ওয়ারিয়র  ১২ কোটি (ইউএস$ ১.৪৭ মিলিয়ন)  ৪.৫ কোটি (ইউএস$ ০.৫৫ মিলিয়ন)  ৭.৫ (ইউএস$ ০.০৯)
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.