Loading AI tools
ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (জন্ম:২০ মে ১৯৭৪) হলেন একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা। তিনি নন্দিতা রায়-এর সঙ্গে ইচ্ছে পরিচালনা করেন এবং বাণিজ্যিক সাফল্য পান। তিনি বহু বাণিজ্যিক ভাবে সফল বাংলা চলচ্চিত্র উপহার দিয়েছেন। বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিখ সুখ, মুক্তধারা, অ্যাকসিডেন্ড, পোস্ত [3] প্রভৃতি চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | শিবপ্রসাদ মুখোপাধ্যায় ২০ মে ১৯৭৪ |
শিক্ষা | বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়[1] |
পেশা | চলচ্চিত্র পরিচালক, লেখক ,অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জিনিয়া সেন (বি. ২০১৬)[2] |
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ২০ মে উত্তর কলকাতার বরানগরে জন্ম গ্রহণ করে। তিনি বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ শুরু করেন বরানগরের বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়-এ এবং বিদ্যালয়ের শিক্ষালাভ শেষ করেল কলকাতার হিন্দু স্কুলে। এর পর তিনি কলকাতার বিখ্যাত যাদপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
মুক্তির তারিক | চলচ্চিত্র | Functioned as | প্রযোজক | ||||
---|---|---|---|---|---|---|---|
পরিচালক | লেখক | অভিনেতা | চরিত্র | ||||
১৯৯৭ | চার অধ্যায় | না | না | হ্যাঁ | |||
১৯৯৭ | দহন | না | না | হ্যাঁ | |||
২০০০ | বাড়িয়ালি | না | না | হ্যাঁ | দেবাশিষ | অনুপম খের | |
২৮ জুন ২০০৩ | একটি নদীর নাম | না | না | হ্যাঁ | Steve Brookes
P. Parameswaran | ||
১৫ জুলাই ২০১১ | ইচ্ছে | হ্যাঁ | হ্যাঁ | না | ভিগনেশ ফিল্মস | ||
৩০ সেপ্টেম্বর ২০১১ | হ্যালো মেমসাহেব | হ্যাঁ | হ্যাঁ | না | অরিজিৎ বিশ্বাস | ||
৩ আগস্ট ২০১২ | মুক্তধারা | হ্যাঁ | না | হ্যাঁ | প্যাপি সিং | বাচ্চু বিশ্বাস | |
২৮ সেপ্টেম্বর ২০১২ | অ্যাকসিডেন্ড | হ্যাঁ | না | হ্যাঁ | অর্কো | কৌস্তব রায় | |
১৯ জুলাই ২০১৩ | অলিখসুখ | হ্যাঁ | হ্যাঁ | না | উইন্ডোজের | ||
৬ জুন ২০১৪ | রামধনু | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | লাল্টু দত্ত | উইন্ডোজের | |
১ মে ২০১৫ | বেলাশেষে | হ্যাঁ | হ্যাঁ | না | প্রভাত রায় | ||
২০ মে ২০১৬ | প্রাক্তন | হ্যাঁ | হ্যাঁ | না | উইন্ডোজের | ||
১২ মে ২০১৭ | পোস্ত | হ্যাঁ | হ্যাঁ | না | উইন্ডোজের | ||
১১ মে ২০১৮ |
হামি | হ্যাঁ | হ্যাঁ | ||||
১১ মে ২০১৯ | কণ্ঠ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | অর্জুন মল্লিক | উইন্ডোজ | |
৮ অক্টোবর ২০২৪ | বহুরূপী | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | বিক্রম | উইন্ডোজ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.