Loading AI tools
২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত পারস্পরিক সীমান্ত নিয়ন্ত্রণমুক্ত অঞ্চল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শেংগেন অঞ্চল[২][৩][৪][৫][৬] (Schengen Area; ) বা শেনজেন অঞ্চল অনেকগুলি ইউরোপীয় রাষ্ট্র নিয়ে গঠিত একটি অঞ্চল যে রাষ্ট্রগুলি আনুষ্ঠানিকভাবে তাদের পারস্পরিক সীমান্তগুলিতে সীমান্ত নিয়ন্ত্রণ বন্ধ করে দিয়েছে। শেংগেন অঞ্চলটি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর মুক্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার অঞ্চলের একটি উপাদান। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারি ভিসা নীতির অধীনে এটি একটিমাত্র আইনি এখতিয়ারভুক্ত অঞ্চল হিসেবে কাজ করে। লাক্সেমবার্গের শেঙেন শহরে ১৯৮৫ সালে স্বাক্ষরিত শেঙেন চুক্তি এবং ১৯৯০ সালে স্বাক্ষরিত শেঙেন সমঝোতার নামে এই অঞ্চলটির এরূপ নামকরণ করা হয়েছে।
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (অক্টোবর ২০২৪) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
এই নিবন্ধটির তথ্যছকটি অন্য একটি ভাষা থেকে সম্পূর্ণ বা আংশিক অনুবাদ করা হয়নি। |
শেংগেন (শেনজেন) অঞ্চল | |
---|---|
শেংগেন (শেনজেন) অঞ্চলের মানচিত্র
শেংগেন (শেনজেন) অঞ্চল
শেংগেন অঞ্চল | |
ধরন | ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ত সীমান্ত অঞ্চল |
সদস্য | |
প্রতিষ্ঠা | ২৬শে মার্চ, ১৯৯৫ |
আয়তন | |
• মোট | ৪৫,৯৫,১৩১ কিমি২ (১৭,৭৪,১৯০ মা২) |
জনসংখ্যা | |
• 2021 আনুমানিক | 453,324,255 |
• ঘনত্ব | ৯৮.৭/কিমি২ (২৫৫.৬/বর্গমাইল) |
জিডিপি (পিপিপি) | 2023 আনুমানিক |
• মোট | $25.926 trillion[১] |
• মাথাপিছু | $56,997 |
জিডিপি (মনোনীত) | 2023 আনুমানিক |
• মোট | $19.213 trillion[১] |
• মাথাপিছু | $42,237 |
২৭টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে অদ্যাবধি ২৫টি রাষ্ট্র শেংগেন অঞ্চলের সাথে যুক্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৩১শে মার্চ বুলগেরিয়া ও রোমানিয়া অঞ্চলটিতে যোগ দিয়েছে, তবে তারা কেবলমাত্র সামুদ্রিক ও আকাশ সীমান্ত উন্মুক্ত করেছে, স্থলসীমান্ত নয় (ভবিষ্যৎ চুক্তিসাপেক্ষে যেগুলি খুলে দেওয়া হতে পারে)। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলির মধ্যে শুধুমাত্র সাইপ্রাস ও আয়ারল্যান্ড শেংগেন অঞ্চলের অংশভুক্ত নয়। সাইপ্রাস আইনগতভাবে ভবিষ্যতে যোগ দিতে বাধ্য, তবে আয়ারল্যান্ড এই নীতি প্রত্যাহার করেছে এবং তার নিজস্ব ভিসা নীতি প্রয়োগ করছে। ডেনমার্ক বৃহত্তর মুক্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার অঞ্চল সংক্রান্ত নীতি প্রত্যাহার করলেও আন্তঃসরকারি ভিত্তিতে শেংগেন আকি (Schengen acquis) গ্রহণ করেছে, ফলে এটি শেংগেন অঞ্চলভুক্ত। কিন্তু এই প্রত্যাহারের কারণে ডেনমার্ক শেংগেন অঞ্চলে প্রযুক্ত আইন বা বিধানের সংযোজন বা বাতিলকরণের উপরে ভোটদানের ক্ষমতা রাখে না।[৭]
ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলির পাশাপাশি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংঘের সমস্ত সদস্য রাষ্ট্র যথা আইসল্যান্ড, লিশটেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডও ইউরোপীয় ইউনিয়নের সাথে সংযুক্তিমূলক চুক্তি স্বাক্ষর করে শেংগেন অঞ্চলের অংশ হয়েছে। অধিকন্তু, চারটি অতিক্ষুদ্র রাষ্ট্র – অ্যান্ডোরা,[৮] মোনাকো, সান মারিনো ও ভ্যাটিকান সিটি – কার্যত শেংগেন অঞ্চলের সদস্য কেননা এগুলি আকারে খুবই ক্ষুদ্র এবং এগুলির পক্ষে সক্রিয়ভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করা দুরূহ।[৯]
শেংগেন (শেনজেন) অঞ্চলের জনসংখ্যা ৪৫ কোটিরও বেশি এবং আয়তন ৪৫,৯৫,১৩১ বর্গকিলোমিটার। প্রায় ১৭ লক্ষ মানুষ প্রতিদিন একটি অভ্যন্তরীণ ইউরোপীয় সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য অন্য দেশে যাতায়াত করে এবং কিছু অঞ্চলে এরা কর্মশক্তির এক তৃতীয়াংশ পর্যন্ত গঠন করে। ২০১৫ সালে শেংগেন অঞ্চলে মোট ১৩০ কোটি সীমান্ত পারাপার ঘটেছিল। এর মধ্যে সড়কপথে ২ লক্ষ ৮০ হাজার কোটি ইউরো সমমূল্যের ৫ কোটি ৭০ লক্ষটি আমদানি-রপ্তানির ঘটনা সংঘটিত হয়।[১০][১১][১২] ভৌগোলিক অবস্থা, বাণিজ্যিক অংশীদারিত্ব এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে শেংগেন অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্যের ব্যয় ০.৪২% থেকে ১.৫৯% পর্যন্ত হ্রাস পায়। শেংগেন এলাকার বাইরের দেশগুলিও এ কারণে উপকৃত হয়।[১৩] শেংগেন অঞ্চলের রাষ্ট্রগুলি শেংগেন চুক্তিভুক্ত নয় এমন দেশগুলির সাথে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করেছে৷[১৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.