Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মোশি (হিব্রু ভাষায়: מֹשֶׁה, Mōshé; সিরীয়: ܡܘܫܐ, Mūše; আরবি: موسى, প্রতিবর্ণীকৃত: Mūsā; গ্রিক: Mωϋσῆς, Mōÿsēs),[২] যিনি মোশি রব্বিনু (হিব্রু ভাষায়: מֹשֶׁה רַבֵּנוּ)[৩] বা মুসা নামেও পরিচিত, ছিলেন ইহুদিধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী বা ভাববাদী।[৪][৫] এছাড়াও তিনি খ্রিস্টধর্ম, ইসলাম, বাহাই ধর্মসহ সকল অব্রাহামীয় ধর্মের একজন তাৎপর্যপূর্ণ পয়গম্বর। বাইবেলীয় ও কোরআনীয় আখ্যান অনুসারে,[৬] তিনি ছিলেন ইস্রায়েলীয়দের নেতা ও আইনপ্রণেতা যাঁর ওপর তোরাহ নাজিল হয়েছিল।
মোশি מֹשֶׁה موسى | |
---|---|
জন্ম | গোশন প্রদেশ, প্রাচীন মিশর |
মৃত্যু | নবো পর্বত, মোয়াব রাজ্য |
জাতীয়তা | ইস্রায়েলীয় |
অন্যান্য নাম | মুসা |
পরিচিতির কারণ | ভাববাদী, সন্ত, দ্রষ্টা, আইনপ্রণেতা, ফরৌণের প্রতি প্রেরিত, সংস্কারক, তোরাহ |
দাম্পত্য সঙ্গী | সিপ্পোরা কূশীয়া স্ত্রী[১] |
সন্তান |
|
পিতা-মাতা |
|
আত্মীয় |
কোরআনে হজরত মুসার (আ.) নাম অন্যান্য নবীদের তুলনায় বেশি সংখ্যক বার উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে তিনি ১২০ বছর বেঁচে ছিলেন। তাঁর সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল।
হিব্রু বাইবেল অনুসারে মুসা মিশরে লেবীয় নামের ইসরাইলি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম আমরাম আর মায়ের নাম যোকেবদ। তখন মিশরের সম্রাট ছিল ফারাও দ্বিতীয় রামসেস। কয়েকজন জ্যোতিষী গণনা করে রামেসিসকে জানান যে, ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিসরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই ফারাও আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারে সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়।
ফলে শিশু মুসা জন্মের পর মা যোকেবদ সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশুসন্তানকে বড় করে তুলতে লাগলেন। এভাবে তিন মাস যাওয়ার পর সন্তানকে গোপন রাখা আর সম্ভব পর হচ্ছিল না তখন আমরাম এবং জোশিবেদ শিশু মুসাকে একটা ছোট ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিল। নদীর পাড় ধরে শিশুবাহী ঝুড়িটিকে অনুসরণ করে চললেন মুসার বোন মিরিয়াম। ঝুড়িটি গিয়ে পৌছল এমন একটি ঘাটে যেখানে ফারাও রাজকন্যা বাত্য (Batya) স্নান করছিল। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে। সেটা দেখতে পেল মিরিয়াম। মিরিয়াম রাজকণ্যার কাছে গিয়ে জানতে চাইলো বাচ্চাটার লালন পালনের জন্য তার কোন হিব্রু মহিলা প্রয়োজন হবে কিনা, রাজকন্যা বাত্য সম্মত হলে যোকেবদকেই মুসার ধাত্রী হিসেবে নিযু্ক্ত হল। নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে জোশিবেদ। ফারাও রাজ প্রাসাদে বড় হতে থাকে মূছা।
যাকোব | লেয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেবি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোন | কহাৎ | মরারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লিব্নি | শিমিয়ি | যিষ্হর | হিব্রোণ | উষীয়েল | মহলি | মূশি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যোকেবদ | অম্রম | মীশায়েল | ইল্সাফন | সিথ্রি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মরিয়ম | হারোণ | মোশি | সিপ্পোরা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোম | ইলীয়েষর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.