Loading AI tools
চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি এবং কাল্পনিক ইউনিভার্স উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) একটি মার্কিন মিডিয়া ফ্র্যাঞ্চাইজি এবং সংযুক্ত দুনিয়া যা মার্ভেল স্টুডিওজ কর্তৃক প্রযোজিত সুপারহিরো চলচ্চিত্রের সমন্বয়ে গঠিত। মার্ভেল কমিক্স কর্তৃক প্রকাশিত কমিক বইয়ের উপর ভিত্তি করে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি এতে টেলিভিশন ধারাবাহিক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,ডিজিটাল ধারাবাহিক ও সাহিত্য অন্তর্ভুক্ত। মার্ভেল কমিক বইয়ের মতোই এটি সমধর্মী প্রেক্ষাপট, চরিত্র, কুশীলববৃন্দ ও পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স | |
---|---|
স্রষ্টা | মার্ভেল স্টুডিওজ |
মূল কর্ম | আয়রন ম্যান (২০০৮) |
স্বত্বাধিকারী | দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি |
বছর | ২০০৮-বর্তমান |
মুদ্রণ প্রকাশনা | |
বই | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বইপত্র |
কমিক | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সহযোগী কমিকস |
চলচ্চিত্র ও টেলিভিশন | |
চলচ্চিত্র | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্রসমূহ |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | মার্ভেল ওয়ান-শট |
টেলিভিশন ধারাবাহিক | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স টেলিভিশন ধারাবাহিক |
ওয়েব ধারাবাহিক | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ডিজিটাল ধারাবাহিক |
টেলিভিশন বিশেষ | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টেলিভিশন স্পেশাল |
খেলা | |
ভিডিও গেম | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভিডিও গেম টাই-ইন |
অডিও | |
মূল সঙ্গীত | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সঙ্গীত |
বিবিধ | |
থিম পার্ক আকর্ষণ | মার্ভেল থিমভিত্তিক আকর্ষণীয় স্থান |
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পর্যায়সমূহ | |
---|---|
| |
| |
| |
মার্ভেল স্টুডিওজ তাদের চলচ্চিত্র ও ধারাবাহিকগুলো বিভিন্ন দলে ভাগ করে মুক্তি দেয়। এরকম প্রতিটি দল পর্যায়(ইংরেজি: phase) নামে পরিচিত। প্রথম তিনটি পর্যায় একত্রে “দ্য ইনফিনিটি সাগা” এবং পরবর্তী তিনটি পর্যায় একত্রে দি মাল্টিভার্স সাগা নাএ পরিচিত। ২০০৮ সালে প্রথম চলচ্চিত্র হিসেবে আয়রন ম্যান মুক্তি পায়, যার মাধ্যমে প্রথম পর্যায় শুরু হয় এবং মার্ভেল’স দি অ্যাভেঞ্জার্স (২০১২) চলচ্চিত্রের মাধ্যমে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্যায়টি শুরু হয় আয়রন ম্যান ৩ (২০১৩) দিয়ে এবং শেষ হয় অ্যান্ট-ম্যান (২০১৫) চলচ্চিত্রের মাধ্যমে। তৃতীয় পর্যায় শুরু হয় ক্যাপ্টেন অ্যামেরিকা: সিভিল ওয়ার (২০১৬) এর মুক্তির মাধ্যমে এবং শেষ হয় স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম (২০১৯) মুক্তির মাধ্যমে। চতুর্থ পর্যায় শুরু হয় ব্ল্যাক উইডো (২০২১) চলচ্চিত্রের মাধ্যমে এবং ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২) চলচ্চিত্রের মধ্য দিয়ে এটি সমাপ্ত হবে। অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া (২০২৩) এর মাধ্যমে পঞ্চম পর্যায় শুরু হয়ে শেষ হবে থান্ডারবোল্টস (২০২৪) এর মাধ্যমে। এছাড়া ফ্যান্টাস্টিক ফোর (২০২৪) এর মধ্য দিয়ে ষষ্ঠ পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে। অ্যাভেঞ্জার্স: ক্যাং ডাইনেস্টি (২০২৫) এবং অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস (২০২৫) এর মাধ্যমে পর্যায় ছয় এবং মাল্টিভার্স সাগা সমাপ্ত হবে।
চলচ্চিত্র ছাড়াও এমসিইউ এ কিছু সিরিজ যেমন ২০১৩ সালে নেটওয়ার্ক টেলিভিশন এবিসিতে মার্ভেল’স এজেন্টস অফ শিল্ড ২০১৫ সালে অনলাইন স্ট্রিমিং নেটফ্লিক্সে মার্ভেল’স ডেয়ারডেভিল রয়েছে, এছাড়াও এমসিইউতে সহযোগী কমিক এবং ভিডিওতে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্ভুক্ত রয়েছে।কিন্তু এগুলো Canon কিনা তা নিয়ে মতবাদ আছে।
তবে মার্ভেল স্টুডিওজ ডিজনি প্লাস এর মাধ্যমে কিছু সিরিজ তৈরি করেছে, যেগুলো অন্য সিরিজগুলোর তুলনায় চলচ্চিত্রগুলোর সাথে সরাসরি সংযুক্ত।
ফ্র্যাঞ্চাইজিটিকে একটি অসাধারণ এবং যুগান্তরী সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। এটি অন্যান্য চলচ্চিত্র এবং টেলিভিশন স্টুডিওকে, যাদের কমিক বই চলচ্চিত্রে রূপান্তরের অধিকার রয়েছে, একই রকম দুনিয়া তৈরিতে আগ্রহী করেছে।
পর্যায় এক থেকে পর্যায় তিন পর্যন্ত চলচ্চিত্রগুলো একত্রে “দি ইনফিনিটি সাগা” নামে পরিচিত।[1]
চলচ্চিত্র | মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির তারিখ | পরিচালক | চিত্রনাট্যকার | প্রযোজক |
---|---|---|---|---|
পর্যায় এক[2] | ||||
আয়রন ম্যান | ২ মে ২০০৮ | জন ফাভরো[3] | মার্ক ফার্গাস ও হক অটসবি এবং আর্ট মারকাম ও ম্যাট হলোওয়ে[3][4] | আভি আরাদ এবং কেভিন ফাইগি |
দি ইনক্রেডিবল হাল্ক | ১৩ জুন ২০০৮ | লুই লেটেরিয়ার[5] | জ্যাক পেন[6] | আভি আরাদ, গ্যাল অ্যান হার্ড এবং কেভিন ফাইগি |
আয়রন ম্যান ২ | ৭ মে ২০১০ | জন ফাভরো[7] | জাস্টিন থেরো[8] | কেভিন ফাইগি |
থর | ৬ মে ২০১১ | কেনেথ ব্র্যানা[9] | অ্যাশলি এডওয়ার্ড মিলার ও জ্যাক স্টেন্টজ এবং ডন পেইন[10] | |
ক্যাপ্টেন অ্যামেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার | ২২ জুলাই ২০১১ | জো জনস্টন[11] | ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[12] | |
মার্ভেল’স দি অ্যাভেঞ্জার্স | ৪ মে ২০১২ | জশ ওয়েডন[13] | ||
পর্যায় দুই[2] | ||||
আয়রন ম্যান ৩ | ৩ মে ২০১৩ | শেন ব্ল্যাক[14] | ড্রিউ পিয়ার্স এবং শেন ব্ল্যাক[14][15] | কেভিন ফাইগি |
থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড | ৮ নভেম্বর ২০১৩ | অ্যালান টেইলর[16] | ক্রিস্টোফার এল. ইয়স্ট এবং ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[17] | |
ক্যাপ্টেন অ্যামেরিকা: দ্য উইন্টার সোলজার | ৪ এপ্রিল ২০১৪ | অ্যান্থনি ও জো রুসো[18] | ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[19] | |
গার্ডিয়্যান্স অফ দ্য গ্যালাক্সি | ১ আগস্ট ২০১৪ | জেমস গান[20] | জেমস গান এবং নিকোল পার্লম্যান[21] | |
অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন | ১ মে ২০১৫ | জশ ওয়েডন[22] | ||
অ্যান্ট-ম্যান | ১৭ জুলাই ২০১৫ | পেইটন রিড[23] | এডগার রাইট ও জো কর্নিশ এবং অ্যাডাম ম্যাককে ও পল রাড[24] | |
পর্যায় তিন[2][25] | ||||
ক্যাপ্টেন অ্যামেরিকা: সিভিল ওয়ার | ৬ মে ২০১৬ | অ্যান্থনি ও জো রুসো[26] | ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[26] | কেভিন ফাইগি |
ডক্টর স্ট্রেঞ্জ | ৪ নভেম্বর ২০১৬ | স্কট ডেরিকসন[27] | জন স্পেইটস এবং স্কট ডেরিকসন ও সি. রবার্ট কারগিল[28] | |
গার্ডিয়্যান্স অফ দ্য গ্যালাক্সি ভল. ২ | ৫ মে ২০১৭ | জেমস গান[21] | ||
স্পাইডার-ম্যান: হোমকামিং | ৭ জুলাই ২০১৭ | জন ওয়াটস[29] | জনাথন গোল্ডস্টেইন ও জন ফ্রান্সিস ডেলি এবং জন ওয়াটস ও ক্রিস্টোফার ফোর্ড এবং ক্রিস ম্যাককেন্না ও এরিক সমার্স[30] |
কেভিন ফাইগি এবং অ্যামি প্যাসকেল |
থর: র্যাগনারক | ৩ নভেম্বর ২০১৭ | তাইকা ওয়াইতিতি[31] | এরিক পিয়ারসন এবং ক্রেগ কাইলি ও ক্রিস্টোফার এল. ইয়স্ট[32][33] | কেভিন ফাইগি |
ব্ল্যাক প্যান্থার | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | রায়ান কুগলার[34] | রায়ান কুগলার ও জো রবার্ট কোল[35][36] | |
অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার | ২৭ এপ্রিল ২০১৮ | অ্যান্থনি ও জো রুসো[37] | ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[38] | |
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প | ৬ জুলাই ২০১৮ | পেইটন রিড[39] | ক্রিস ম্যাককেন্না ও এরিক সমার্স এবং পল রাড ও অ্যান্ড্রু ব্যারার ও গ্যাব্রিয়েল ফারারি[40] |
কেভিন ফাইগি এবং স্টিফেন ব্রুসার্ড |
ক্যাপ্টেন মার্ভেল | ৮ মার্চ ২০১৯ | এনা বোডেন ও রায়ান ফ্লেক[41] | এনা বোডেন ও রায়ান ফ্লেক ও জেনেভা রবার্টসন-ডরেট[42] | কেভিন ফাইগি |
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম | ২৬ এপ্রিল ২০১৯ | অ্যান্থনি ও জো রুসো[37] | ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি[38] | |
স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম | ২ জুলাই ২০১৯ | জন ওয়াটস[43] | ক্রিস ম্যাককেন্না ও এরিক সমার্স[44] | কেভিন ফাইগি এবং অ্যামি প্যাসকেল |
পর্যায় চার থেকে পর্যায় ছয় পর্যন্ত চলচ্চিত্রগুলো একত্রে “দ্য মাল্টিভার্স সাগা” নামে পরিচিত।
স্কট ল্যাং এবং হোপ ভ্যান ডাইন, হোপের বাবা-মা হ্যাংক পিম এবং জ্যানেট ভ্যান ডাইনের সাথে মিলে কোয়ান্টাম দুনিয়া অন্বেষণের জন্য এক নতুন অভিযানে যায়।
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প (২০১৮) মুক্তির পূর্বেই পেইটন রিড এবং মার্ভেল স্টুডিওজ তৃতীয় অ্যান্ট-ম্যান চলচ্চিত্র নির্মাণের ব্যপারে আশান্বিত ছিলো এবং সম্ভাব্য কাহিনি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলো। ২০১৯ সালে পেইটন রিড পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করেন।[45] জেফ লাভনেস ২০২০ সালের এপ্রিল নাগাদ চিত্রনাট্য লেখা শুরু করেন[46] এবং ডিসেম্বরে চলচ্চিত্রের শিরোনাম ও নতুন কুশীলবদের নাম প্রকাশ করা হয়। ২০২১ এর ফেব্রুয়ারিতে তুরস্কে চলচ্চিত্রের কাজ শুরু হয়। জুলাইয়ে বাকিংহ্যামশায়ারের পাইনউড স্টুডিওতে মূল দৃশ্যধারণ শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। এছাড়া আটলান্টা এবং সান ফ্রান্সিসকোতে ২০২২ সাল পর্যন্ত দৃশ্যধারণ চলার ছিলো। অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া ২০২৩ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে মুক্তি পায়।[47]
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়ার কাহিনি ২০২৬ সালে সংঘটিত।[48] ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২) ও মিস মার্ভেলের (২০২২) শুরুর কাহিনিও কাছাকাছি সময়ে সংঘটিত।[49] লোকি (২০২১) ধারাবাহিকের প্রথম মৌসুমে হি হু রিমেইন্স চরিত্রে অভিষেকের পর[50][51] জোনাথন মেজর্স একই একই চরিত্রের ভ্যারিয়েন্ট ক্যাং দ্য কনকোয়ারার চরিত্রে প্রত্যাবর্তন করেন।[51] এছাড়াও জোনাথন মেজর্স কাউন্সিল অব ক্যাং-এর অসংখ্য ক্যাং ভ্যারিয়েন্টের চরিত্রে অভিনয় করেন, যার মধ্যে মিড-ক্রেডিট দৃশ্যে ইমমর্টাস, রামা-টুট ও সেঞ্চুরিয়ান এবং পোস্ট-ক্রেডিট দৃশ্যে ভিক্টর টাইমলি উল্লেখযোগ্য। পোস্ট-ক্রেডিট দৃশ্যে টম হিডেলস্টোন ও ওয়েন উইলসনকে লোকি ধারাবাহিকের লোকি ও মবিয়াস চরিত্রে দেখা যায়।[52][53]
পিটার কুইল অন্যান্য গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সির সাথে মিলে মহাবিশ্ব এবং তাদের একজনকে বাঁচানোর অভিযানে জড়িয়ে পড়ে।
২০১৬ সালের এপ্রিলে একটি তৃতীয় গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করা হয় এবং পরের বছর জেমস গান পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করেন। কিছু বিতর্কিত টুইটের মুখে ২০১৮ এর জুলাইয়ে ডিজনি তাকে বহিষ্কার করে। কিন্তু একই বছরের অক্টোবরে পরিচালক হিসেবে তাকে পুনরায় নিযুক্ত করা হয়। ২০১৯ এর শুরুর দিকে জেমস গান এবং প্রধান পাঁচ তারকার প্রত্যাবর্তন প্রকাশ করা হয়।[54] জেমস গান তার চলচ্চিত্র দ্য সুইসাইড স্কোয়াড (২০২১) এবং এর স্পিন-অফ ধারাবাহিক পিসমেকার (২০২২) সমাপ্ত করার পর চলচ্চিত্রের কাজ শুরু হয়। ২০১৯ এর স্যান ডিয়েগো কমিক-কনে কেভিন ফাইগি চলচ্চিত্রটির কাজ চলার বিষয়ে অবগত করেন। ২০২১-এ নভেম্বরে আটলান্টার ত্রিলিথ স্টুডিওতে চলচ্চিত্রের কাজ শুরু হয়ে ২০২২-এর মে মাসে সমাপ্ত হয়। গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সি ভল. ৩ ২০২৩ সালের ৫ মে তারিখে মুক্তির কথা রয়েছে।[55]
চলচ্চিত্রের কাহিনীথর: লাভ অ্যান্ড থান্ডার (২০২২) এবং দ্য গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল (২০২২) এর পরে সংঘটিত।
২০১৯-এর স্যান ডিয়েগো কমিক-কনে কেভিন ফাইগি ক্যাপ্টেন মার্ভেল (২০১৯) এর একটি সিক্যুয়েল নির্মাণাধীন থাকার বিষয়টি প্রকাশ করেন। ২০২০ এর জানুয়ারি নাগাদ চিত্রনাট্যকার হিসেবে মেগান ম্যাকডনেল এর নাম এবং ক্যারল ডেনভার/ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে ব্রি লারসনের প্রত্যাবর্তন প্রকাশ করা হয়।[56] প্রথম চলচ্চিত্র থেকে আনা বোডেন ও রায়ান ফ্লেকের প্রত্যাবর্তনের পরিবর্তে মার্ভেল স্টুডিও চলচ্চিত্রের জন্য একজন নারী পরিচালক চেয়েছিলো।[56] আগস্টে নিয়া ডাকস্তাকে পরিচালনার জন্য নিয়োগ করা হয়।[57] ২০২০-এর ডিসেম্বরে ক্যাপ্টেন মার্ভেল ২ শিরোনামে চলচ্চিত্রটি ঘোষণা করা হয়। পরে ২০২১ সালের মে মাসে আনুষ্ঠানিক শিরোনাম দ্য মার্ভেলস প্রকাশ করা হয়।[55] ২০২১ সালের এপ্রিলের মাঝামাঝি নিউ জার্সিতে চলচ্চিত্রের কাজ শুরু হয়। আগস্টে বাকিংহ্যামশায়ারের পাইনউড স্টুডিও, সারে এর লংক্রস স্টুডিও এবং ইতালির ট্রোপিয়াতে দৃশ্যধারণ শুরু হয়। লস অ্যাঞ্জেলেসেও দৃশ্যধারণ চলে। ২০২২ সালের মে মাসে চলচ্চিত্রের কাজ সমাপ্ত হয়। দ্য মার্ভেলস ২০২৩ সালের ২৮ জুলাই তারিখে মুক্তির কথা রয়েছে।[47]
ডিজনি+ ধারাবাহিক মিস মার্ভেল (২০২২) এর মাধ্যমে চলচ্চিত্রের কাহিনীর গোড়াপত্তন ঘটে। ইমান ভিলানি, সাগর শেখ, জেনবিয়া শ্রফ এবং মোহন কাপুর যথাক্রমে কমলা খান/মিস মার্ভেল, আমির খান, মুনিবা খান এবং ইউসুফ খান চরিত্রে প্রত্যাবর্তন করবেন। টেইয়োনাহ প্যারিস প্রাপ্তবয়স্ক মনিকা র্যাম্বো হিসেবে ওয়ান্ডাভিশন (২০২১) ধারাবাহিক থেকে প্রত্যাবর্তন করবেন।
২০২১ এপ্রিলে ম্যালকম স্পেলম্যান এবং ড্যালন মাসনের চিত্রনাট্যে একটি চতুর্থ ক্যাপ্টেন আমেরিকা চলচ্চিত্র নির্মাণাধীন থাকার কথা প্রকাশ করা হয়। পূর্বে ডিজনি+ ধারাবাহিক দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার (২০২১)-এ তারা প্রধান লেখক এবং নিজস্ব লেখক হিসেবে কাজ করেছেন। [58] একই বছরের আগস্টে অ্যান্থনি ম্যাকি স্যাম উইলসন/ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রত্যাবর্তন করেন। ২০২২ এর জুলাইয়ে পরিচালক হিসেবে জুলিয়াস ওনাহকে নির্ধারণ করা হয়।[59] চলচ্চিত্রটিতে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা হওয়ার প্রভাব দেখানো হবে। ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার ২০২৪ সালের ৩রা মে তারিখে মুক্তির কথা রয়েছে।[60] ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার থেকে পরিবর্তন করে বর্তমানে সিনেমাটির নাম রাখা হয় ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটির বর্তমান মুক্তির তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫।
খলনায়কদের একটি দল সরকারের পক্ষে এক অভিযানে গমন করে।[61]
২০২২ এর জুন নাগাদ জেইক শ্রেয়ারের পরিচালনা এবং এরিক পিয়ারসনের চিত্রনাট্যে থান্ডারবোল্টস চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। ২০২৩ এর মাঝামাঝি সময়ে চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বের বিভিন্ন এমসিইউ প্রজেক্টে যারা খলনায়ক ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন, তাদের এতে থাকার সম্ভাবনা রয়েছে।[61] থান্ডারবোল্টস ২০২৪ সালের ২৬ জুলাই তারিখে মুক্তির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।[60] সিনেমাটির বর্তমান মুক্তির তারিখ ৫ মে, ২০২৫।
নিউ লাইন সিনেমার পূর্বের চলচ্চিত্রগুলোর অধিকার ফিরে পাওয়ার পর ২০১৩ সালের মে নাগাদ মার্ভেল স্টুডিওজ নতুন ব্লেড চলচ্চিত্রের চিত্রনাট্য প্রস্তুত করে। ২০১৯ এর ফেব্রুয়ারিতে মাহেরশালা আলি ব্লেড চরিত্রে অভিনয়ের জন্য মার্ভেল স্টুডিওজকে প্রস্তাব দেন। পূর্বে মার্ভেল টেলিভিশনের লুক কেজ ধারাবাহিকে তিনি করনেল "কটনমাউথ" স্টোকস চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ এর স্যান ডিয়েগো কমিক-কনে কেভিন ফাইগি মাহেরশালা আলিকে নাম ভূমিকায় উল্লেখ করে চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। ইটার্নালস (২০২১) চলচ্চিত্রে ব্লেড হিসেবে মাহেরশালা আলির কন্ঠস্বর শোনা যায়। ২০২১ এর ফেব্রুয়ারিতে স্টাচি ওসেই-কুফোরকে চিত্রনাট্য লেখার জন্য নিয়োগ করা হয়।[62] একই বছরের সেপ্টেম্বরে পরিচালক হিসেবে বাসাম তারিক নিয়োগপ্রাপ্ত হন[59] ২০২২ এর অক্টোবরে আটলান্টার টাইলার পেরি স্টুডিওতে চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।[60] এছাড়া নিউ অরলিন্স, ক্লিভল্যান্ড এবং মরক্কোতে দৃশধারণ চলবে। ব্লেড ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তারিখে মুক্তির কথা রয়েছে।[63]
এতে ইবোনি ব্লেড দেখানো হবে। ইটার্নালস চলচ্চিত্রে প্রথমবার এটি দেখানো হয়েছিল।
গার্ডিয়্যান্স অব দ্য মাল্টিভার্স গঠনের পর ওয়াচার এমসিইউর বহু-মহাবিশ্বের নতুন নতুন হিরো এবং অদ্ভুত সব বিশ্ব প্রত্যক্ষ করে।[112]
হোয়াট ইফ...? এর প্রথম মৌসুম ২০২১ এর আগস্টে মুক্তি পায়।[113] ২০১৯ এর ডিসেম্বরে দ্বিতীয় মৌসুমের কাজ শুরু হয়[114], যেখানে মোট ৯টি পর্ব থাকবে।[115] এ. সি. ব্রাডলি এবং ব্রিয়ান এন্ড্রুজ যথাক্রমে প্রধান চিত্রনাট্যকার এবং পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করেন।[116]
২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বড়দিন উপলক্ষে প্রত্যেকদিন একটি করে মোট ৯টি এপিসোড প্রকাশ পায়।
গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সি ভল. ৩, থর: লাভ অ্যান্ড থান্ডার এবং দ্য গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল এর পরে সংঘটিত।[176] একো এর কাহিনী হকআই এর ঘটনার পরে সংঘটিত।[177]
এই তালিকায় সেসব অভিনয়শিল্পীদের নাম রয়েছে যাদের এমসিইউর চতুর্থ পর্যায়ের একাধিক চলচ্চিত্র বা ধারাবাহিকে দেখা গেছে(বা যাবে) অথবা যাদের কন্ঠ শোনা গেছে(বা যাবে)।
|- ! colspan="6" style="background-color: #ccccff;" | পর্যায় ছয় |- |- ! ফ্যান্টাসটিক ফোর |
২৫ জুলাই ২০২৫[1]
| ম্যাট শ্যাকম্যান[2]
| জেফ কাপলান ও ইয়ান স্প্রিঙ্গার[3]
| কেভিন ফাইগি
|-
! ব্লেড
|৭ নভেম্বর ২০২৫[4]
| ইয়ান ডিমাঞ্জ[5]
| মাইকেল স্টারবারি এবং নিক পিৎজোলাটো[6]
|কেভিন ফাইগি
এবং এরিক ক্যারল
|-
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.