মার্ভেল ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড বা সংক্ষেপে মার্ভেল কমিক্স হল যুক্তরাষ্টের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান। ২০০৯ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানি ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে মার্ভেল ওয়ার্ডওয়াইড কোম্পানির নিয়ন্ত্রণকারী কোম্পানি কিনে নেয়।[1]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
মালিক প্রতিষ্ঠান | মার্ভেল এন্টারটেনমেন্ট ওয়াল্ট ডিজনি কোম্পানি |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৩৯ |
প্রতিষ্ঠাতা | মার্টিন গুডম্যান (প্রকাশক) |
দেশ | যুক্তরাষ্ট্র |
সদরদপ্তর | ১৩৫ ডাব্লিউ, ৫০ স্ট্রিট, নিউ ইয়র্ক |
প্রধান ব্যক্তি | এলেক্স আলোনসো (প্রধান সম্পাদক) স্ট্যান লী (প্রাক্তন প্রধান সম্পাদক) |
প্রকার | ক্রাইম, হরর, রোম্যান্টিক, বৈজ্ঞানিক গল্পকথা |
আয় | ১২৫.৭ বিলিয়ন ডলার (২০০৭) |
ওয়েবসাইট | www |
মারভেল কমিক ১৯৩৯ সালে টাইমলি কোম্পানি নামে এর যাত্রা শুরু করে এবং ১৯৫০ এর শুরুর দিকে এটলাস কমিক্স নামে পরিচিতী পায়। মার্ভেল কমিক্স বর্তমান রুপে প্রকাশ পায় যখন এর প্রতিষ্ঠাতা স্ট্যান লি, জ্যাক কার্বি , স্টিভ ডিকোর ফ্যান্টাস্টিক ফোর সহ অন্যান্য অতিমানবীয় (সুপারহিরো) চরিত্রগুলো সৃষ্টির করেন।
মার্ভেল কমিক্স মূলত বিখ্যাত এর অতিমানবীয় চরিত্র উলভারিন, স্পাইডার-ম্যান, আয়রন ম্যান, হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেল, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্র্যাঞ্জ, ডেডপুল, গোস্ট রাইডার, পানিশার ইত্যাদি চরিত্রের জন্য । মারভেল কমিক্সের অতিমানবীয় চরিত্রগুলো মূলত মারভেল ইউনিভার্সের নামে পরিচালিত হয়। এই চরিত্রগুলো অনেকসময় বাস্তব জীবনের শহর যেমন নিউ ইয়র্ক, লস এঞ্জেলস এবং শিকাগো কে কেন্দ্র করে পরিচালিত হয়। মার্ভেল কমিকসকে ভিত্তি করে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করা হয়েছে যেখানে এর জনপ্রিয় কমিক চরিত্র গুলো নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে । [2]
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.