Loading AI tools
বাংলাদেশী অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মনিরা আক্তার মিঠু[1] একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।[2] তিনি ২০০৮ সালে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি নাটকে অভিনয় করে মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক শাখায় সেরা টেলিভিশন অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।
হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক "অপেনটি বায়োস্কোপ" দিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।[2][3]
বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০২০ | আগস্ট ১৪ | বিঞ্জ | শান্তা ইসলাম | তাসনুভা তিশা, শহীদুজ্জামান সেলিম, সৈয়দ জামান শাওন, আবু হুরায়রা তানভীর, শতাব্দী ওয়াদুদ | শিহাব শাহীন | |
২০২১ | সি ফর কোচিং | এনামুলের মা | হাসান মাসুদ, প্রত্তয় হিরণ, রায়হান খান, রাশেদ এমরান, আহসান হাবিব নিলয়, তানভীর নিলয়, এস এম সামিউল আলম, অনামিকা ঐশী, সাগর হুদা | মাবরুর রশিদ বান্নাহ | ||
২০২২ | মিশন ক্যাশ আউট | আবদুল্লাহ রানা, প্রত্তয় হিরণ, রায়হান খান, আহসান হাবিব নিলয়, তানভীর নিলয়, এস এম সামিউল আলম, হোসেন সাঈদী, কেয়া আল জান্নাহ, মুসাফির সৈয়দ বাচ্চু, মাহবুব আল রশীদ খান | স্বরাজ দেব |
২০০৯ সালে সেরা টিভি অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পান।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.