Remove ads
১৮৫৮ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রিটিশ ভারত একটি শব্দ যা ভারতীয় উপমহাদেশের সেই অঞ্চলগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়, যা ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালে ব্রিটিশ শাসনের অধীনে ছিল।[১][২][৩][৪] বর্তমানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান রাষ্ট্রে বিভক্ত ব্রিটিশ সাম্রাজ্যের এই অংশের মধ্যে অন্তর্গত ছিল প্রত্যক্ষভাবে ব্রিটিশ-শাসিত প্রদেশ [৫] ও ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে আদিবাসী শাসকদের দ্বারা শাসিত অঞ্চলগুলি, যেগুলোকে করদ রাজ্য বলা হতো। ১৮৭৬ সালে সমগ্র অঞ্চলটিকে সরকারিভাবে ভারতীয় সাম্রাজ্য নামে অভিহিত করা হয় এবং এই নামেই পাসপোর্ট ইস্যু করা হতে থাকে। ভারত নামে এই দেশ সম্মিলিত জাতিপুঞ্জ ও জাতিসংঘের প্রতিষ্ঠাতাকালীন সদস্য। এই নামেই ভারত ১৯০০, ১৯২০, ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে।[৬]
ভারতীয় সাম্রাজ্য ব্রিটিশ রাজ ব্রিটিশ ভারত | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৮৫৮–১৯৪৭ | |||||||||||||||
জাতীয় সঙ্গীত: God Save the King/Queen গড সেইভ দ্য কিং/কুইন (বাংলা: ঈশ্বর আমাদের রাজা/রাণীকে রক্ষা করো) | |||||||||||||||
ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য, ১৯০৯ | |||||||||||||||
অবস্থা | ব্রিটিশ রাজশক্তি-শাসিত উপনিবেশ | ||||||||||||||
রাজধানী | কলকাতা (১৮৫৮-১৯১২) নতুন দিল্লি (১৯১২-১৯৪৭) শিমলা (গ্রীষ্মকালীন রাজধানী) (১৮৬৪-১৯৪৭) | ||||||||||||||
প্রচলিত ভাষা | বাংলা_ভাষা, ইংরেজি ও ভারতীয় সংবিধানে উল্লিখিত ২১ টি অন্যান্য তফসিলভুক্ত সরকারী ভাষা | ||||||||||||||
সরকার | দেশীয় করদ রাজ্য, প্রদেশ, এজেন্সি ও প্রেসিডেন্সিসমূহ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পূর্ণ রাজতন্ত্র | ||||||||||||||
সম্রাট/সম্রাজ্ঞী | |||||||||||||||
• ১৮৫৮-১৯০১ | ভিক্টোরিয়া১ (সর্বপ্রথম) | ||||||||||||||
• ১৯৩৭-১৯৪৭ | ষষ্ঠ জর্জ (সর্বশেষ) | ||||||||||||||
ভাইসরয়২ | |||||||||||||||
• ১৮৫৮-১৮৬২ | দ্য ভিসকাউন্ট ক্যানিং (সর্বপ্রথম) | ||||||||||||||
• ১৯৪৭ | দ্য ভিসকাউন্ট মাউন্টব্যাটেন অফ বার্মা (সর্বশেষ) | ||||||||||||||
ইতিহাস | |||||||||||||||
• প্রতিষ্ঠা | ২ আগস্ট ১৮৫৮ | ||||||||||||||
• অবলুপ্তি | ১৪ ও ১৫ আগস্ট ১৯৪৭ | ||||||||||||||
মুদ্রা | ব্রিটিশ ভারতীয় রুপি | ||||||||||||||
আইএসও ৩১৬৬ কোড | IN | ||||||||||||||
| |||||||||||||||
১. ১ মে ১৮৭৬ সাল থেকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে, এর পূর্বে গ্রেট ব্রিটেনের রাণী হিসাবে শাসন করেছিলেন। ২. পূর্ণনাম: গভর্নর-জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া |
১৮৫৮ সালে ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে স্থানান্তরিত হয়। রাণী ভিক্টোরিয়া নিজ হস্তে ভারতের শাসনভার তুলে নেন। এর সঙ্গে সঙ্গে ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। ১৮৭৬ সালে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। ১৯৪৮ সালে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ভারতীয় অধিরাজ্য (পরবর্তীকালে ভারতীয় প্রজাতন্ত্র) ও পাকিস্তান অধিরাজ্য (পরবর্তীকালে পাকিস্তান) নামে দুটি অধিরাজ্যে বিভক্ত হলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ১৯৩৭ সালে ব্রহ্মদেশকে (বর্তমানে মিয়ানমার) ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। ১৯৪৮ সালে এই দেশ স্বাধীনতা অর্জন করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.