পাকিস্তান অধিরাজ্য
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাকিস্তান অধিরাজ্য (উর্দু: مملکتِ پاکستان মোমালেকাত-এ-পাকিস্তান; ইংরেজি: Dominion of Pakistan) ১৪ আগস্ট ১৯৪৭ থেকে ২৩ মার্চ, ১৯৫৬ পর্যন্ত স্থায়ী একটি স্বাধীন রাষ্ট্র যা ব্রিটিশ ভারতের পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান প্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত হয়েছিল।
পাকিস্তান অধিরাজ্য مملکتِ پاکستان | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯৪৭–১৯৫৬[১] | |||||||||||
![]() | |||||||||||
অবস্থা | ডোমিনিয়ন পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান প্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত | ||||||||||
রাজধানী | করাচী | ||||||||||
প্রচলিত ভাষা | বাংলা, ইংরেজি, উর্দু | ||||||||||
সরকার | সাংবিধানিক রাজতন্ত্র | ||||||||||
পাকিস্তানের রাজা/রাণী | |||||||||||
• ১৯৪৭-৫২ | ষষ্ঠ জর্জ | ||||||||||
• ১৯৫২-৫৬ | দ্বিতীয় এলিজাবেথ | ||||||||||
গভর্নর-জেনারেল | |||||||||||
• ১৯৪৭–১৯৪৮ | মুহাম্মদ আলী জিন্নাহ | ||||||||||
• ১৯৪৮-১৯৫১ | খাজা নাজিমুদ্দিন | ||||||||||
• ১৯৫৫-১৯৫৬ | ইসকান্দার মির্জা | ||||||||||
প্রধানমন্ত্রী | |||||||||||
• ১৯৪৭ – ১৯৫১ | লিয়াকত আলি খান | ||||||||||
• ১৯৫২-১৯৫৩ | খাজা নাজিমুদ্দিন | ||||||||||
• ১৯৫৩ -১৯৫৫ | মোহাম্মদ আলী বগুড়া | ||||||||||
• ১৯৫৫-১৯৫৬ | চৌধুরী মুহাম্মদ আলী | ||||||||||
ঐতিহাসিক যুগ | স্নায়ুযুদ্ধ | ||||||||||
• স্বাধীনতা | ১৪ আগস্ট ১৯৪৭[২] | ||||||||||
১৯৪৭-৪৮ | |||||||||||
• সংবিধান | ১৯৫৬ | ||||||||||
আইএসও ৩১৬৬ কোড | [[আইএসও ৩১৬৬-২:স্ক্রিপ্ট ত্রুটি: "আইএসও ৩১৬৬" নামক কোনো মডিউল নেই।|স্ক্রিপ্ট ত্রুটি: "আইএসও ৩১৬৬" নামক কোনো মডিউল নেই।]] | ||||||||||
|
১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটলে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য গঠিত হয়। ব্রিটিশ পার্লামেন্টে বিধিবদ্ধ ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭ অনুসারে উক্ত রাষ্ট্র দুটির মেয়াদ ছিল তাদের নিজস্ব সংবিধান প্রখ্যাপিত না হওয়া পর্যন্ত। পাকিস্তানের ক্ষেত্রে সংবিধান কার্যকর করার তারিখ ছিল ২৩ মার্চ, ১৯৫৬। এই দিনই প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান।[৩]
ডোমিনিয়ন পর্যায়ে ব্রিটেনের রাজা ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পদে বৃত থাকেন। তার প্রতিনিধিত্ব করেন দুই রাষ্ট্রের গভর্নর-জেনারেলগণ। ডোমিনিয়ন পর্যায়ের পাকিস্তানের গভর্নর-জেনারেল হলেন:
- মুহাম্মদ আলী জিন্নাহ (১৯৪৭-৪৮)
- খাজা নাজিমুদ্দিন (১৯৪৮-৫১)
- মালিক গোলাম মাহমুদ (১৯৫১–১৯৫৫)
- ইসকান্দার মির্জা (১৯৫৫-১৯৫৬)
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.