শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক যা অফিসিয়ালি ভাবে ১১তম অলিম্পিয়াডের গেমস নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহুক্রীড়া প্রতিযোগিতা, যা ১৯৩৬ সালে নাজি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়। ১৯৩১ সালের ২৬ এপ্রিল বার্সেলোনায় অনুষ্ঠিত আইওসির ২৯তম সেশনে স্বাগতিক শহর হিসেবে বার্লিনের নাম উঠে আসে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দ্বিতীয় এবং শেষবারের মত এমন একটি শহরে ভোট দেওয়ার জন্য জড়ো হয়েছিল যা এই গেমসের আয়োজক হিসাবে নিলামিতে অংশগ্রহণ করেছিল।
Remove ads
Remove ads
পদক তালিকা
* স্বাগতিক জাতি (জার্মানি)
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads