বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লক
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ মহকুমার একটি ব্লক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ মহকুমার একটি ব্লক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত বনগাঁ মহকুমার একটি প্রশাসনিক বিভাগ গঠন করে।
বনগাঁ | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২.৯৮৯৭৯০০° উত্তর ৮৮.৬৭৫৫৬৮০° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর ২৪ পরগনা |
সরকার | |
• ধরন | প্রতিনিধিত্ত গণতন্ত্র |
আয়তন | |
• মোট | ৩৩৬.৭০ বর্গকিমি (১৩০.০০ বর্গমাইল) |
উচ্চতা | ১১ মিটার (৩৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৮০,৯০৩ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সাক্ষরতা (২০১১) | |
• মোট সাক্ষরতা | ২৭৩,৯৬৭ (৭৯.৭১%) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৪৩২৫১(গাঁড়াপোতা) ৭৪৩২৬২(গোপালনগর) ৭৪৩৭০১(পাল্লা) |
টেলিফোন/এসটিডি কোড | ০৩২১৫ |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লিউবি |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি-২৫, ডব্লিউবি-২৬, ডব্লিউবি-২৭, ডব্লিউবি-২৮ |
লোকসভা কেন্দ্র | বনগাঁ |
বিধানসভা কেন্দ্র | বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা |
ওয়েবসাইট | north24parganas |
বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লকটি উত্তরে বাগদা সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্বে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলা, দক্ষিণে গাইঘাটা এবং হাবড়া এবং পশ্চিমে নদীয়া জেলার হরিণঘাটা এবং কদহ দ্বারা সীমাবদ্ধ।[1]
বনগাঁ ইছামতি-রায়মঙ্গল সমভূমির অন্তর্গত, যা নিম্ন গঙ্গা বদ্বীপ অবস্থিত জেলার তিনটি ভূ-তাত্ত্বিক (ফিজিওগ্রাফিক) অঞ্চলের মধ্যে একটি। একাহ্নে পরিপক্ব কালো বা বাদামী রঙের দোআঁশ থেকে সাম্প্রতিক পলিযুক্ত মাটি রয়েছে। ইছামতি নদী সমষ্টি উন্নয়ন ব্লকের মধ্য ও পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে।[2]
বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লকের আয়তন ৩৩৬.৭০ কিমি২। এই সমষ্টি উন্নয়ন ব্লকে ১ টি পঞ্চায়েত সমিতি, ১৬ টি গ্রাম পঞ্চায়েত, ২৩০ গ্রাম সংসদ (গ্রাম পরিষদ), ১৫০ টি মৌজা এবং ১৪৯ টি জনবহুল গ্রাম রয়েছে। বনগাঁ ও গোপালনগর থানা এই ব্লকের প্রশাসনিক পরিবেশন করে[3] এই সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর বনগাঁতেই অবস্থিত।[4]
বনগাঁ ব্লক/পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতগুলি হলেন: আকাইপুর, ছয়ঘোরিয়া, গাঁড়াপোতা , কালুপুর, বৈরামপুর, ধরম পুকুরিয়া, ঘাটবাঁওর, পল্লা, চৌবেরিয়া ১, দিঘারী, গোপালনগর ১, সুন্দরপুর, চৌবেরিয়া ২, গঙ্গানন্দপুর, গোপালনগর ২ এবং টেংরা।[5]
২০১১ সালের আদম শুমারি অনুসারে বনগাঁয়ের জনসংখ্যা ছিল ৩৮০,৯০৩ জন, যার সমস্তই গ্রামীণ ছিল। এখানে ১,৯৬,৪৮৭ (৫২%) পুরুষ এবং ১,৮৪,৪১৬ (৪৮%) মহিলা ছিল। জনসংখ্যা ৬ বছরের নিচে ছিল ৩৭,২০৯ জন। তফশিলী জাতির মানুষের সংখ্যা ছিল ১৭৭,৫০৩ (৪৬.৬০%) জন এবং তপশিলী উপজাতির মানুষের সংখ্যা ছিল ১৩,৭৬৫ (৩.৬১%) জন।[6]
২০০১ সালের আদমশুমারি অনুসারে বনগাঁ ব্লকের জনসংখ্যা ছিল ৩৪৩,৯৭৪ জন, এর মধ্যে পুরুষ ১৭৭,৫১৫ জন এবং ১৬৬,৭৫৯ জন মহিলা ছিলেন।[7]
২০১০-১১ সালে বনগাঁয়ের ১১ টি শুরু/প্রান্তিক বাস রুট ছিল।[8]
এনএইচ ১১২ (পুরানো নম্বর এনএইচ ৩৫) (যশোর রোড নামেও পরিচিত) বনগাঁতে এসএইচ ১ এবং এসএইচ ৩- এর সাথে মিলিত হয় এবং এর পরে পেট্রাপোল হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে পাড়ি দেয়।[9][10]
বনগাঁ জংশন রেলওয়ে স্টেশন শিয়ালদহ-বনগাঁ লাইন এবং রানাঘাট-বনগাঁ লাইন উভয়ের শেষ স্টেশন। বনগাঁ জংশন ছাড়াও রয়েছে বিভূতিভূষণ হল্ট রেলওয়ে স্টেশন।[11][12]
২০১০-১১ সালে বনগাঁয় ২০,৪৩৬ জন শিক্ষার্থীসহ ১৯১ টি প্রাথমিক বিদ্যালয়, ৫,৩০১ শিক্ষার্থীসহ ৮ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৮,৩০১ জন শিক্ষার্থীসহ ২৯ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল । ২০১০-১১ সালে পর্যন্ত বনগাঁয় ১৯,৭৪৪ জন শিক্ষার্থীসহ একটি সাধারণ কলেজ বা মহাবিদ্যালয়, বিশেষ এবং উপানুষ্ঠানিক শিক্ষার জন্য ২,৫১১ জন শিক্ষার্থীসহ ৫৯৩ টি প্রতিষ্ঠান ছিল।[8]
নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় ১৯৮৫ সালে নহাটাতে প্রতিষ্ঠিত হয়েছিল।[13][14]
২০১১ সালের আদমশুমারি অনুসারে, বনগাঁ ব্লকের ১৪৯ টি গ্রামের মধ্যে ১ টি গ্রামে স্কুল ছিল না, ৭৩ টি গ্রামে ১ টি প্রাথমিক বিদ্যালয় ছিল, ৬৯ টি গ্রামে কমপক্ষে ১ টি প্রাথমিক ও ১ টি মধ্যম বিদ্যালয় এবং ৪৯ টি গ্রামের অন্তত ১ টি মধ্যম বিদ্যালয় (অষ্টম শ্রেণি পর্যন্ত) ও ১ মাধ্যমিক বিদ্যালয় ছিল।[15]
২০১১ সালে বনগাঁয় মোট ১০ টি শয্যা এবং ৫ জন ডাক্তার (বেসরকারি সংস্থাকে বাদে) সহ একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ৩ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল। এতে ৫৫ টি পরিবার কল্যাণ উপকেন্দ্র ছিল। ওই বছরে ১,১৫,৬২১ জন রোগীকে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং সিডি ব্লকের উপকেন্দ্রগুলির বহিঃবিভাগে পরিষেবা প্রদান করা হয়।[8]
সুন্দরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লকের প্রধান চিকিৎসা কেন্দ্র, যেটি পাল্লায় অবস্থিত। এছাড়া গরিবপুরে (৬ টি শয্যা'সহ আকাশপুর পিএইচসি) এবং চৌবেরিয়ায় (৬ টি বিছানা) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।[16]
বনগাঁ ব্লকের ভূগর্ভস্থ জল আর্সেনিক দূষণ দ্বারা প্রভাবিত।[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.