Remove ads
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বনগাঁ উত্তর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সাল পর্যন্ত বনগাঁ বিধানসভা কেন্দ্র একটি আসন ছিল। ২০১১ সালের পর থেকে দুইটি আসন হয়েছে ১. বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র এবং ২. বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত। বনগাঁ কেন্দ্রটি ২০১১ সাল পর্যন্ত একটি উন্মুক্ত আসন ছিল।
বনগাঁ উত্তর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৪′০″ উত্তর ৮৮°৪৯′০″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ৯৫ |
আসন | এসসি এর জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ১৪. বনগাঁ (এসসি) |
নির্বাচনী বছর | ১৮৮,৪৪৩ (২০১১) |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৯৫ নং বনগাঁ উত্তর (এসসি) বিধানসভা কেন্দ্রটি বনগাঁ পৌরসভা এবং আকাইপুর, ছয়ঘরিয়া, ধর্মপুকুরিয়া, গঙ্গাধরপুর, ঘাটবাওর, গোপালনগর-১ ও গোপালনগর -২, গ্রাম পঞ্চায়েত গুলি বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
বনগাঁ উত্তর (এসসি) বিধানসভা কেন্দ্রটি ১৪ নং বনগাঁ লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। পূর্বে এই কেন্দ্রটি বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[১]
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | বনগাঁ | জীবন রতন ধাড়া | ভারতীয় জাতীয় কংগ্রেস [২] |
১৯৫৭ | অজিত কুমার গাঙ্গুলী | ভারতের কমিউনিস্ট পার্টি[৩] | |
মনীন্দ্রভূষণ বিশ্বাস | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | ||
১৯৬২ | জীবন রতন ধাড়া | ভারতীয় জাতীয় কংগ্রেস [৪] | |
১৯৬৭ | কে. ভৌমিক | ভারতীয় জাতীয় কংগ্রেস [৫] | |
১৯৬৯ | অজিত কুমার গাঙ্গুলী | ভারতের কমিউনিস্ট পার্টি [৬] | |
১৯৭১ | অজিত কুমার গাঙ্গুলী | ভারতের কমিউনিস্ট পার্টি [৭] | |
১৯৭২ | অজিত কুমার গাঙ্গুলী | ভারতের কমিউনিস্ট পার্টি [৮] | |
১৯৭৭ | রঞ্জিত মিত্র | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৯] | |
১৯৮২ | ভূপেন্দ্রনাথ শেঠ | ভারতীয় জাতীয় কংগ্রেস [১০] | |
১৯৮৭ | রঞ্জিত মিত্র | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১] | |
১৯৯১ | ভূপেন্দ্রনাথ শেঠ | ভারতীয় জাতীয় কংগ্রেস [১২] | |
১৯৯৬ | পঙ্কজ ঘোষ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৩] | |
২০০১ | পঙ্কজ ঘোষ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৪] | |
২০০৬ | ভূপেন্দ্রনাথ শেঠ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৫] | |
২০০৬ উপনির্বাচন | সৌগত রায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৬] | |
২০০৯ উপনির্বাচন | গোপাল শেঠ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৭][১৮] | |
২০১১ | বনগাঁ উত্তর | বিশ্বজিৎ দাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৯] |
২০১৬ | বনগাঁ উত্তর | বিশ্বজিৎ দাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
২০২১ | অশোক কীর্তনিয়া | ভারতীয় জনতা পার্টি |
২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির অশোক কীর্তনিয়া তৃণমূল কংগ্রেসের শ্যামল রায় কে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | অশোক কীর্তনিয়া | ৯৭,৭৬১ | ৪৭.৬৫ | +৩৬.৪২ | |
তৃণমূল | শ্যামল রায় | ৮৭,২৭৩ | ৪২.৫৪ | -৮.০৫ | |
সিপিআই(এম) | পীযূষ কান্তি সাহা | ১৪,০৫১ | ৬.৮৫ | ||
নির্দল | নোটা | ১,৮৭৩ | ০.৮৯ | -০.২৬ | |
নির্দল | দীনেশ দাস | ১,৪৮০ | ০.৭২ | ||
বিএসপি | সুনিতি মল্লিক | ১,০৮২ | ০.৫৩ | -২.০৩ | |
ভোটার উপস্থিতি | ২,০৫,১৭৫ | ||||
তৃণমূল থেকে বিজেপি অর্জন করেছে | সুইং |
২০১৬ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের -এর সুশান্ত বাওয়ালী কে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | বিশ্বজিৎ দাস | ৯৫,৮২২ | ৫০.৫৯ | ||
ফরওয়ার্ড ব্লক | সুশান্ত বাওয়ালী | ৬২,৬৩০ | ৩৩.০৭ | ||
বিজেপি | কে ডি বিশ্বাস | ২১,২৬২ | ১১.২৩ | ||
বিএসপি | সুনীতি মল্লিক | ৪,৮৪০ | ২.৫৬ | ||
আরপিআই (এ) | জুড়ান চন্দ্র পান্ডে | ১২৯০ | ০.৬৮ | ||
এসইউসিআই(সি) | শ্যামসুন্দর হালদার | ৮৩১ | ০.৪৪ | ||
নোটা | না | ২১৮২ | ১.১৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৯,৩৯৬ | ৮২.৪৬ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর ডা. বিশ্বজিৎ বিশ্বাসকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | বিশ্বজিৎ দাস | ৮৯,২৬৫ | ৫৪.৫৫ | ||
সিপিআই(এম) | ডা.বিশ্বজিৎ বিশ্বাস | ৬৫,৬৪৫ | ৪০.১২ | ||
বিজেপি | হরিচাঁদ বিশ্বাস | ৫,১৪৯ | ৩.১৫ | ||
বিএসপি | গণেশ চন্দ্র বিশ্বাস | ১,৮২৮ | |||
আরএমআরপিপিআই | পিনাকী রঞ্জন ভারতী | ৯৯৫ | |||
নির্যাতিত সমাজ বিপ্লবী পার্টি | গোবিন্দ মণ্ডল | ৭৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৩,৬৪১ | ৮৬.৮৪ | |||
তৃণমূল জয়ী (নতুন আসন) |
২০০৯ সালের বিধানসভা উপনির্বাচনের কারণ বিধায়ক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ফলে, তৃণমূল কংগ্রেসের গোপাল শেঠ বনগাঁ কেন্দ্র থেকে জয়লাভ করেন।[১৭][১৮]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | গোপাল শেঠ | ১,০৪,১২৪ | |||
সিপিআই(এম) | পঙ্কজ ঘোষ | ৬৩,৬৯৬ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | {{{swing}}} |
২০০৬ সালের বিধানসভা উপনির্বাচনের কারণ নির্বাচিত বিধায়ক ভূপেন শেঠ এর মৃত্যুর ফলে, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় সিপিআই (এম) -এর পঙ্কজ ঘোষকে পরাজিত করেন।[১৬][২২]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | সৌগত রায় | ৮৩,৭০৮ | |||
সিপিআই(এম) | পঙ্কজ ঘোষ | ৭৭,৯৪১ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | {{{swing}}} |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | ভুপেন্দ্রনাথ শেঠ | ৮৬,২১৩ | |||
সিপিআই(এম) | পঙ্কজ ঘোষ | ৮২,৭৪৮ | |||
[[সিপিআই(এম)|সিপিআই(এম)]] থেকে [[তৃণমূল কংগ্রেস|তৃণমূল]] অর্জন করেছে | সুইং | {{{swing}}} |
১৯৭২,[৮] ১৯৭১[৭] এবং ১৯৬৯ সালে[৬] সিপিআই এর অজিত কুমার গাঙ্গুলি জয়ী হন। কংগ্রেসের কে.ভৌমিক ১৯৬৭ সালে জয়ী হন।[৫] কংগ্রেসের জীবন রতন ধর ১৯৬২ সালে জয়ী হন।[৪] ১৯৫৭ সালে বনগাঁ একটি যৌথ আসন ছিল। সিপিআই'র অজিত কুমার গাঙ্গুলি এবং কংগ্রেসের মনীন্দ্র ভূষণ বিশ্বাস ১৯৫৭ সালে উভয়ই জয়ী হন।[৩] কংগ্রেসের জীবন রতন ধর ১৯৫১ সালে জয়ী হন।[২]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | পঙ্কজ ঘোষ | ৬৮,২৫১ | |||
কংগ্রেস | ভুপেন্দ্রনাথ নাথ শেঠ | ৬৬,৫৮৩ | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.