Remove ads
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বারাসাত লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের বারাসাতকে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগণা জেলায় অবস্থিত।
বারাসাত লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | হাবড়া অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা |
প্রতিষ্ঠিত | ১৯৫৭-বর্তমান |
মোট নির্বাচক | ১,৫১২,৭৯২[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচিত বছর | ২০১৯ |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ এর বারাসাত লোকসভা কেন্দ্রে ২০০৯ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[২] ১. ১০০ নং হাবড়া বিধানসভা কেন্দ্র ২. ১০১ নং অশোকনগর বিধানসভা কেন্দ্র ৩. ১১৫ নং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র ৪. ১১৬ নং বিধাননগর বিধানসভা কেন্দ্র ৫. ১১৮ নং মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র ৬. ১১৯ নং বারাসাত বিধানসভা কেন্দ্র ৭. ১২০ নং দেগঙ্গা বিধানসভা কেন্দ্র
২০০৪ সালে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[৩] ১. ৮৪ নং বাগদা বিধানসভা কেন্দ্র (এসসি) ২. ৮৫ নং বনগাঁ বিধানসভা কেন্দ্র ৩. ৮৬ নং গাইঘাটা বিধানসভা কেন্দ্র ৪. ৮৭ নং হাবড়া বিধানসভা কেন্দ্র ৫. ৮৮ নং অশোকনগর বিধানসভা কেন্দ্র ৬. ৯০ নং বারাসাত বিধানসভা কেন্দ্র ৭. ৯২ নং দেগঙ্গা বিধানসভা কেন্দ্র
লোকসভা | স্থিতিকাল | কেন্দ্র | এমপির নাম | পার্টি |
---|---|---|---|---|
প্রথম লোকসভা | ১৯৫২-৫৭ | শান্তিপুর | অরুণ চন্দ্র গুহ | ভারতীয় জাতীয় কংগ্রেস [৪] |
দ্বিতীয় লোকসভা | ১৯৫৭-৬২ | বারাসাত | অরুণ চন্দ্র গুহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] |
তৃতীয় লোকসভা | ১৯৬২-৬৭ | অরুণ চন্দ্র গুহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৬] | |
চতুর্থ লোকসভা | ১৯৬৭-৬৯ | রনেন্দ্রনাথ সেন | ভারতের কমিউনিস্ট পার্টি[৭] | |
পঞ্চম লোকসভা | ১৯৭১-৭৭ | রনেন্দ্রনাথ সেন | ভারতের কমিউনিস্ট পার্টি[৮] | |
ষষ্ঠম লোকসভা | ১৯৭৭-১৯৮০ | চিত্ত বসু | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [৯] | |
সপ্তম লোকসভা | ১৯৮০-১৯৮৪ | চিত্ত বসু | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১০] | |
অষ্টম লোকসভা | ১৯৮৪-১৯৮৯ | তরুণ কান্তি ঘোষ | ভারতীয় জাতীয় কংগ্রেস[১১] | |
নবম লোকসভা | ১৯৮৯-১৯৯১ | চিত্ত বসু | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১২] | |
দশম লোকসভা | ১৯৯১-১৯৯৬ | চিত্ত বসু | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৩] | |
একাদশ লোকসভা | ১৯৯৬-১৯৯৮ | চিত্ত বসু | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [১৪] | |
দ্বাদশ লোকসভা | ১৯৯৮-১৯৯৯ | ডাঃ রাঞ্জিত কুমার পাঁজা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৫] | |
ত্রয়োদশ লোকসভা | ১৯৯৯-২০০৪ | ডাঃ রাঞ্জিত কুমার পাঁজা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৬] | |
চতুর্দশ লোকসভা | ২০০৪-২০০৯ | সুব্রত বোস | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৭] | |
পঞ্চদশ লোকসভা | ২০০৯-২০১৪ | ডাঃ কাকলি ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৮] | |
ষোড়শ লোকসভা | ২০১৪-২০১৯ | ডাঃ কাকলি ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৯] | |
সপ্তদশ লোকসভা | ২০১৯-বর্তমান | ডাঃ কাকলি ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | ডাঃ কাকলি ঘোষ দস্তিদার | ৬,৪৮,৪৪৪ | ৪৬.৪৭ | +৫.০৮ | |
বিজেপি | ডাঃ মৃণাল কান্তি দেবনাথ | ৫,৩৮,২৭৫ | ৩৮.৫৭ | +১৫.২ | |
ফরওয়ার্ড ব্লক | হরিপদ বিশ্বাস | ১,২৪,০৬৮ | ৮.৮৯ | -১৮.৮৬ | |
কংগ্রেস | সুব্রত দত্ত | ৩৭,২৭৭ | ২.৬৭ | -০.৫৩ | |
এসইউসিআই(সি) | তুষার ঘোষ | ১,৭৫৪ | ০.১৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,১০,১৬৯ | ৭.৯ | −৫.৭৪ | ||
ভোটার উপস্থিতি | ১৩,৯৫,৪২৯ | ||||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
পার্টি | আসন জয়ী | আসন পরিবর্তন | ভোট শতাংশ | ভোট পরিবর্তন % |
---|---|---|---|---|
তৃণমূল কংগ্রেস | ২২ | ১২ | ৪৩ | ৪ |
ভারতীয় জনতা পার্টি | ১৮ | ১৬ | ৪০ | ২৩ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২ | ২ | ৬ | ৪ |
বামফ্রন্ট | ০ | ২ | ৭ | ২৪ |
সূত্র: নির্বাচন ফলাফল ২০১৯ নোট:ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯ – নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত তথ্য প্রকাশের পরে ভোট ভাগের পরিমাণ সামান্য পরিবর্তিত হতে পারে।
২০১৪[১৯] এবং ২০০৯ সালের[১৮] সাধারণ নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের ডাঃ মোর্তাজা হোসেনকে এবং সুদিন চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০৪ সালে ফরওয়ার্ড ব্লকের সুব্রত বোস তৃণমূল কংগ্রেসের ডাঃ রাঞ্জিত কুমার পাঁজাকে পরাজিত করেন।[১৭] তৃণমূল কংগ্রেসের ডাঃ রাঞ্জিত কুমার পাঁজা ১৯৯৯[১৬] এবং ১৯৯৮ সালে [১৫] ফরওয়ার্ড ব্লকের সরল দেবকে এবং চিত্ত বসুকে পরাজিত করেন। ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু ১৯৯৬,[১৪] ১৯৯১[১৩] এবং ১৯৮৯ সালে[১২] কংগ্রেসের ডাঃ রাঞ্জিত কুমার পাঁজা, অশোক কৃষ্ণ দত্ত এবং তরুণ কান্তি ঘোষকে পরাজিত করেন। ১৯৮৪ সালে কংগ্রেসের তরুণ কান্তি ঘোষ ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসুকে পরাজিত করেন।[১১] ১৯৮০[১০] এবং ১৯৭৭ সালে[৯] ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু কংগ্রেসের হর্সিত ঘোষকে এবং সিপিআইয়ের রনেন্দ্রনাথ সেনকে পরাজিত করেন। সিপিআইয়ের রনেন্দ্রনাথ সেন ১৯৭১[৮] এবং ১৯৬৭ সালে[৭] সিপিআইএমের হেমন্ত গঙ্গপাধ্যায়কে এবং কংগ্রেসের অরুণ চন্দ্র গুহকে পরাজিত করেন। কংগ্রেসের অরুণ চন্দ্র গুহ ১৯৬২[৬] এবং ১৯৫৭ সালে[৫] সিপিআইয়ের ভবানী শঙ্কর সেনগুপ্তকে পরাজিত করেন।
কেন্দ্র | দল | ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯ | পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১ | ভোট +/- | ||
---|---|---|---|---|---|---|
প্রার্থী | ভোট সংখ্যা | প্রার্থী | ভোট সংখ্যা | |||
হাবড়া | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 77858 | জ্যোতিপ্রিয় মল্লিক | 90533 | +13,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 97310 | রাহুল সিনহা | 86692 | -11,000 | |
অশোকনগর | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 93109 | নারায়ণ গোস্বামী | 93587 | +200 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 79592 | তনুজা চক্রবর্তী | 70055 | -9,000 | |
রাজারহাট নিউ টাউন | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 103343 | তাপস চ্যাটার্জী | 127374 | +24,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 79700 | ভাস্কর রায় | 70942 | -9,000 | |
বিধাননগর | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 58956 | সুজিত বোস | 75912 | +17,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 77872 | সব্যসাচী দত্ত | 67915 | -10,000 | |
মধ্যমগ্রাম | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 106815 | রথিন ঘোষ | 112741 | +6,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 72379 | রাজশ্রী রাজবংশী | 64615 | -8,000 | |
বারাসাত | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 93023 | চিরঞ্জিত চক্রবর্তী | 104431 | +11,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 89433 | শঙ্কর চ্যাটার্জী | 80648 | -9,000 | |
দেগঙ্গা | তৃণমূল | কাকলি ঘোষ দস্তিদার | 114715 | রাহিমা মন্ডল | 100105 | -14,000 |
ভারতীয় জনতা পার্টি | মৃণাল কান্তি দেবনাথ | 40809 | দিপিকা চ্যাটার্জী | 38446 | -2,000 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.