Remove ads

বাগদা একটি সমষ্টি উন্নয়ন ব্লক, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত বনগাঁ মহকুমার একটি প্রশাসনিক বিভাগ গঠন করে।

দ্রুত তথ্য বাগদা, রাষ্ট্র ...
বাগদা
সমষ্টি উন্নয়ন ব্লক
Thumb
বাগদা
বাগদা
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৩.২২° উত্তর ৮৮.৮৮° পূর্ব / 23.22; 88.88
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর ২৪ পরগনা
সরকার
  ধরনপ্রতিনিধিত্ত গণতন্ত্র
  এমএলএদুলাল বার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
  বিডিওজ্যোতি প্রকাশ হালদার, ডাব্লুবিসিএস (এক্সি)
আয়তন
  মোট২৩৩.৪৭ বর্গকিমি (৯০.১৪ বর্গমাইল)
উচ্চতা১১ মিটার (৩৬ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট২,৪২,৯৭৪
  জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সাক্ষরতা (২০১১)
  মোট সাক্ষরতা১৬৪,২৮৩ (৭৫.৩০%)
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৪৩২৩২ (বাগদা)
৭৪৩২৯৭ (সিন্দ্রানী)
৭৪৩২৭০ (হেলেঞ্চা কলোনী)
টেলিফোন/এসটিডি কোড০৩২১৫
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লিউবি
যানবাহন নিবন্ধনডব্লিউবি-২৩, ডব্লিউবি-২৪, ডব্লিউবি-২৫, ডব্লিউবি-২৬
লোকসভা কেন্দ্রবনগাঁ
বিধানসভা কেন্দ্রগাইঘাটা
ওয়েবসাইটnorth24parganas.nic.in
বন্ধ

ভূগোল

গাইঘাটা ২৩°১৩′ উত্তর ৮৮°৫৩′ পূর্ব অবস্থিত।[১]

বাগদা সমষ্টি উন্নয়ন ব্লকটি দক্ষিণে বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লক, উত্তর এবং পূর্বে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা, চৌগাছা উপজেলা এবং যশোর জেলার শার্শা উপজেলা, পশ্চিমে নদীয়া জেলার এবং পশ্চিমে নদীয়া জেলার হংসখালী এবং রানাঘাট ২ সিডি ব্লক দ্বারা সীমাবদ্ধ।[২]

বাগদা ইছামতি-রায়মঙ্গল সমভূমির অন্তর্গত, যা নিম্ন গঙ্গা বদ্বীপ অবস্থিত জেলার তিনটি ভূ-তাত্ত্বিক (ফিজিওগ্রাফিক) অঞ্চলের মধ্যে একটি। একাহ্নে পরিপক্ব কালো বা বাদামী রঙের দোআঁশ থেকে সাম্প্রতিক পলিযুক্ত মাটি রয়েছে। ইছামতি নদী সমষ্টি উন্নয়ন ব্লকের মধ্য ও পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে।[২]

উত্তর ২৪ পরগনা জেলা পরিসংখ্যান পুস্তক অনুসারে গাইঘাটা সমষ্টি উন্নয়ন ব্লকের আয়তন ২৩৩.৪৭ কিমি। এই সমষ্টি উন্নয়ন ব্লকে ১ টি পঞ্চায়েত সমিতি, ৯ টি গ্রাম পঞ্চায়েত, ১৪০ গ্রাম সংসদ (গ্রাম পরিষদ), ১০৮ টি মৌজা এবং ১০৬ টি জনবহুল গ্রাম রয়েছে। বাগদা থানা এই ব্লকের প্রশাসনিক পরিবেশন করে। এই সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর বাগদায় অবস্থিত।[৩]

বাগদা ব্লক/পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতগুলি হলেন: অশ্ৰু, হেলেঞ্চা, মালিপোতা, বাগদা, কোনিয়ারা১, রাঙ্গঘাট, বায়রা, কোনিয়ারা ১ ও সিন্দ্রানী.।[৪]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads