Remove ads
পাকিস্তান সামরিক বাহিনীর একটি শাখা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) (উর্দু: پاک فِضائیہ—পাক ফিজাʾইয়াহ, উর্দু: [pɑːk fɪzɑːɪjəɦ], রিপোরটিং নাম: পিএএফ) হল পাকিস্তান সশস্ত্রবাহিনীর বিমানযুদ্ধের একটি শাখা, যা প্রাথমিকভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার কাজে নিয়োজিত, এছাড়াও তারা পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান নৌবাহিনীকে এয়ার সাপোর্ট প্রদান করে। পাকিস্তানে কৌশলগত বিমান পরিবহন এবং সরবরাহের কাজেও বিমানবাহিনী ভূমিকা পালন করে। পাকিস্তান বিমানবাহিনীতে প্রায় ৬৫,০০০ পূর্ণকালীন কর্মী (যার মধ্যে ৩,০০০ জন পাইলট) রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় ৮৮৩টি উড়োজাহাজ পরিচালনা করে।[১]
পাকিস্তান বিমানবাহিনী | |
---|---|
প্রতিষ্ঠা | ১৪ আগস্ট ১৯৪৭ |
দেশ | পাকিস্তান |
ভূমিকা | বিমানবাহিনী |
আকার | ৬৫,০০০ পূর্ণকালীন সৈন্য ১০,০০০ রিজার্ভ সৈন্য ৮৮৩ টি উড়োজাহাজ[১] |
অংশীদার | পাকিস্তান সশস্ত্র বাহিনী |
বিমান সদরদপ্তর | Air Headquarters ইসলামাবাদ, পাকিস্তান |
ডাকনাম | পিএএফ |
নীতিবাক্য | উর্দু: قوم کے لیے فخر کی علامت বাংলা: জাতির জন্য একটি গর্বের প্রতীক |
বার্ষিকী | বিমানবাহিনী দিবস: ৭ সেপ্টেম্বর |
যুদ্ধসমূহ | ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭, কচ্ছের রানের খণ্ডযুদ্ধ ১৯৬৫, ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫, ছয় দিনের যুদ্ধ, Indo-Pakistani War of 1971, ১৯৭৩ আরব-ইসরায়েলি যুদ্ধ, সোভিয়েত-আফগান যুদ্ধ, কার্গিল যুদ্ধ, 2001–02 India–Pakistan standoff, উত্তর-পশ্চিম পাকিস্তানের যুদ্ধ |
ওয়েবসাইট | paf.gov.pk |
কমান্ডার | |
বিমানবাহিনীর প্রধান | এয়ার চিফ মর্শাল জাহির আহমদ বাবর |
উল্লেখযোগ্য কমান্ডারগন | এয়ার চিফ মার্শাল আনোয়ার শামীম এয়ার মার্শাল নূর খান |
প্রতীকসমূহ | |
রোউন্ডেল | |
ফিন ফ্ল্যাশ | |
বিমানবহর | |
আক্রমণ | মিরেজ ৫[২] |
বৈদ্যুতিক যুদ্ধ | ফ্যালকন ডিএ-২০, সাব ২০০০ Erieye, ZDK-03 (AEW) |
জঙ্গী বিমান | F-16A/B/C/D, জেএফ-১৭ এফ-৭পি/পিজি |
হেলিকপ্টার | Alouette III, এমআই-১৭১ |
গোয়েন্দা বিমান | Mirage IIIRP, Falco UAV, Jasoos II Bravo+ |
প্রশিক্ষণ বিমান | FT-5, K-8P, MFI-17, MFI-395, C-12, টি-৩৭ |
পরিবহন বিমান | Boeing 707, এয়ারবাস এ৩১০, C-130B/E/L, CN-235, Saab 2000 Harbin Y-12 |
ট্যাঙ্কার | Ilyushin Il-78 |
নিশান-ই-হায়দার (উর্দু:نشان حیدر) (আলীর প্রতীক), হলো পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব। পাইলট অফিসার রশিদ মিনহাজ (১৯৫১-২০ আগস্ট ১৯৭১) হলেন পাকিস্তান বিমানবাহিনীর একমাত্র সদস্য যিনি নিশান-ই-হায়দার পদকে ভূষিত হয়েছেন। তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে একটি ছিনতাইকৃত উড়োজাহাজ (যেটা বীর শ্রেষ্ঠ মতিউর রহমান মুক্তিযুদ্ধের জন্য নিয়ে যাচ্ছিলেন) ভারতে নিয়ে যাওয়া থেকে প্রতিহত করেন, তাই তাকে এই পদক দিয়ে সম্মানিত করা হয়।[৩] অন্যান্য অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত:
উড়োজাহাজ | উৎস | ধরন | বিকল্প | সেবায় নিয়োজিত | নোট | |
---|---|---|---|---|---|---|
যুদ্ধবিমান | ||||||
জে-১০ ভিগোরাস ড্রাগন | চীন | বহুমুখী | ২০ | জে-১০সিই (২০ ডেলিভারি ও ১৬ অর্ডারে আছে) [১১] | ||
এফ-১৬ ফাইটিং ফ্যালকন | যুক্তরাষ্ট্র | বহুমুখী | এ/বি(১৯৭৪ এর বেসিক ভার্সন) এ/বি আপগ্রেড সি/ডি(১৯৮৪ এর ভার্সন) |
১৩ ৪৫ |
এফ-১৬এএম ব্লক ১৫MLU (৩১)
এফ-১৬বিএম ব্লক ১৫ MLU (২৩)
এফ-১৬এ ব্লক ১৫ADF (৯)
এফ-১৬বি ব্লক ১৫ ADF (৪)
এফ-১৬সি ব্লক ৫২+ (১২)
এফ-১৬ডি ব্লক ৫২+ (৬) [১১] |
|
জেএফ-১৭ থান্ডার | চীন / পাকিস্তান | বহুমুখী | ব্লক ১ ব্লক ২ ব্লক ৩ |
৫০ ৬২ ৫০ |
রুশ যুদ্ধবিমান সুখোই-২৭-এর নকশার আদলে ‘জে এফ— ১৭’-এর কাঠামো বানিয়েছে পাকিস্তান ও চিন। এফ-১৬ ও মিরাজ ২০০০ এর সমগোত্রীয়। আরো ৫০টি ব্লক-৩ অর্ডার করা হয়েছে যা হ্যাল তেজস মার্ক-১ এর সমগোত্রীয়। জে এফ-১৭এ ব্লক ১ (৫০) জে এফ-১৭এ ব্লক ২ (৬২) জে এফ-১৭বি ব্লক ২ (২৬) জে এফ-১৭সি ব্লক ৩ (২৩ বিতরণ করা হয়েছে,২৭ অর্ডারে) সমস্ত ব্লক ১ এবং ২ জে এফ-১৭ কে ব্লক স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার পরিকল্পনা করা হয়েছে। [১১] | |
চেংদু জে-৭ | চীন | যুদ্ধবিমান | এফ-৭পিজি | ৬০[১১] | মিগ-২১ সমগোত্রীয় | |
মিরেজ ৫ | ফ্রান্স | আক্রমণ | 5EF/F/PA | ৯০[১১] | ||
মিরেজ III | ফ্রান্স | আটককারী | IIIEP/OF/RP | ৯০[১১] | ||
AWACS | ||||||
Saab 2000 | সুইডেন | AEW&C | ৪[১১] | equipped with the Erieye radar | ||
Shaanxi Y-8 | চীন | AEW&C | ZDK-03 | ৪[১১] | ||
ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার | ||||||
ফ্যালকন ২০ | ফ্রান্স | EW / radar jamming | ৩[১১] | |||
পরিদর্শক বিমান | ||||||
Super King Air | যুক্তরাষ্ট্র | surveillance | 350 | ২[১১] | ||
ট্যাংকার | ||||||
Ilyushin Il-78 | রাশিয়া | এরিয়াল রিফুইলিং | Il-78MP | ৪[১১] | ||
পরিবহন বিমান | ||||||
Saab 2000 | সুইডেন | পরিবহন | ২[১১] | |||
Shaanxi Y-8 | চীন | পরিবহন | ৩[১১] | |||
CASA CN-235 | স্পেন / ইন্দোনেশিয়া | পরিবহন | ৩[১১] | |||
সি-১৩০ হারকিউলিস | যুক্তরাষ্ট্র | পরিবহন | C-130B/E//L-100 | ১৬[১১] | ||
হেলিকপ্টার | ||||||
Bell 412 | যুক্তরাষ্ট্র | কার্যকারী | ১[১১] | |||
Bell UH-1 | যুক্তরাষ্ট্র | কার্যকারী | ৫[১১] | |||
Mil Mi-17 | রাশিয়া | কার্যকারী | Mi-17/171 | ৬[১১] | ||
এএইচ-১ কোবর্র | যুক্তরাষ্ট্র | আক্রমণকারী | AH-1F | ১[১১] | ||
Aérospatiale SA330 | ফ্রান্স | কার্যকারী / পরিবহন | ১[১১] | |||
Aérospatiale Alouette III | ফ্রান্স | যোগাযোগ / কার্যকারী | ১০[১১] | |||
প্রশিক্ষণ বিমান | ||||||
মিরেজ ৫ | ফ্রান্স | পরিবর্তন প্রশিক্ষক | 5DPA2 | ৯০[১১] | ||
মিরেজ III | ফ্রান্স | পরিবর্তন প্রশিক্ষক | IIIBE/D/DP | ৯০[১১] | ||
সিসনা টি-৩৭ | যুক্তরাষ্ট্র | জেট প্রশিক্ষক | ৩৮[১১] | |||
হংডু জেএল-৮ | চীন | জেট প্রশিক্ষক | কে-৮ | ৩৮[১১] | ||
চেংদু কে-৭ | চীন | পরিবর্তন প্রশিক্ষক | এফটি-৭ | ৯[১১] | ||
Shenyang J-6 | চীন | জেট প্রশিক্ষক | F-6 | ৯[১১] | অনুমতিপ্রাপ্ত নির্মাণ মিগ-১৯ | |
Shenyang J-5 | চীন | জেট প্রশিক্ষক | F-5 / FT-5 | ২৫[১১] | derivative of the MiG-17 | |
এফ-১৬ ফাইটিং ফ্যালকনF-16 | যুক্তরাষ্ট্র | পরিবর্তন প্রশিক্ষক | এফ-১৬ডি | ৩১[১১] | ||
Aérospatiale Alouette III | ফ্রান্স | হেলিকপ্টার প্রশিক্ষক | ৮[১১] |
পিএএফ বর্তমানে চারটি ভিন্নধরনের প্রায় ৪৫০টি যুদ্ধ বিমান পরিচালনা করে। ২০২৫ সালের মধ্যে তারা দুটি বহুমুখী যুদ্ধ বিমান (এফ-১৬ ও জেএফ-১৭) ক্রয়ের মাধ্যমে বিমান সংখ্যা কমিয়ে আনতে আগ্রহী। পাকিস্তান বিমানবাহিনীর ২০টি ফ্রন্টলাইন স্কোয়াড্রন রয়েছে।[১২]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.