শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

দূষণ

পরিবেশে দূষিত পদার্থের কারণে স্বাভাবিক অবস্থার অনুপস্থিতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দূষণ
Remove ads

পরিবেশের ভৌত,রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্চিত পরিবর্তন জীবের জীবনধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে।

Thumb
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন একটি কারখানা থেকে বায়ু দূষণ

ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে।[] পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানবস্বাস্থ্যের ওপর প্রভূত ক্ষতিকর প্রভাব ফেলে।

Remove ads

প্রকারভেদ

Thumb
বরিশালে নদীর তীরে ইটভাটায় ইট পোড়ানোর কারণে বায়ু দূষণ
Thumb
অস্ট্রেলিয়ায় কয়লা কারখানা। কয়লার দহন বিভিন্ন পরিমাণ সালফার ডাই অক্সাইড সহ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।

দূষণের প্রকারভেদ হলো

দূষণের প্রভাব

পরিবেশ দূষণের কারণে পরিবেশে স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়। এছাড়া জীবজগতের স্বাভাবিক এবং স্বতঃস্ফুর্ত বিকাশ ব্যাহত হয়।[]

মানবদেহে দূষণের প্রভাব

Thumb
মানবস্বাস্থ্যের উপরে পরিবেশ দূষণের প্রভাব [] [] []

জলদূষণ জনিত রোগ

কলেরা, আমাশয়, টাইফয়েড, ডাইরিয়া, উদরাময় মাথা ব্যথা, হৃদরোগ ইত্যাদি জটিলতা দেখা দিয়ে থাকে । []

শব্দদূষণ জনিত রোগ

শব্দদূষণের ফলে নয়েজ ইনডিউসিং হেয়ারিং লস (NIHL), অ্যাক্যুসটিক ট্রমা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বিভিন্ন প্রাণীর প্রজননে বাধা সৃষ্টি করে উচ্চ প্রাবল্যের শব্দ।[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads