নবীনগর উপজেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নবীনগর উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
নবীনগর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে নবীনগর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৫২′৫৯″ উত্তর ৯০°৫৯′১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
আয়তন | |
• মোট | ৩৫০.৩৩ বর্গকিমি (১৩৫.২৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৯৩,৫১৮ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১২ ৮৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নবীনগর উপজেলার আয়তন ৩৫০.৩৩ বর্গ কিলোমিটার (৮৬,৫৬৮ একর)। এটি আয়তনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় উপজেলা।[1] এ উপজেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, আশুগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও কসবা উপজেলা, পশ্চিমে বাঞ্ছারামপুর উপজেলা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলা অবস্থিত।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর একটি প্রাচীন জনপদ। বৌদ্ধ যুগে এ এলাকা ছিল সমতট রাজ্যভুক্ত। পরবর্তীকালে মুসলিম শাসনামলে ৩টি পরগনায় বিভক্ত ছিল বর্তমান নবীনগর উপজেলা। নবীনগর থেকে দক্ষিণ মুখী প্রবাহিত বুড়িনদীর (তিতাস নদীর শাখা) পূর্ব অংশ ছিল নুরনগর পরগনাভুক্ত, পশ্চিম অংশ ছিল রবদাখাত পরগনার্ভুক্ত এবং উত্তর দিকে মেঘনা ও তিতাস পারের অংশ ছিল শাহবাজপুর জনপদের সরাইল পরগনা। নবীনগর নামকরণ নিয়ে মত বিভেদ রয়েছে। তবে ইংরেজ শাসনামলে ভারত বর্ষের প্রথম ম্যাপ রোনাল্ড রে প্রণীত মানচিত্রে নবীনগরের নাম গুরুত্বের সাথে উল্লেখ থাকায় এর প্রাচীনত্ব প্রমাণিত হয়। নামকরণ নিয়ে দুটি ধারার জনশ্রুতির প্রচলন রয়েছে। প্রথম ধারার জনশ্রুতি অনুসারে প্রাচীনকালের জনৈক নবীন চন্দ্র নামক রাজার নামানুসারে নবীন এবং গড় শব্দের অপভ্রংশ থেকে গর-নবীনগর নাম করণ হয়েছে। কিন্তু এ এলাকার প্রাচীন ইতিহাসে নবীন চন্দ্র নামে কোন রাজা এমনকি জমিদারেরও সন্ধান পাওয়া যায়নি বলে এ জনশ্রুতি মেনে নেয়া যায় না। অন্যদিকে দ্বিতীয় ধারার জনশ্রুতি অনুসারে মুসলিম শাসনামলে ঈদে মিলাদুন্নবীর দিন নবী এবং নগর দুটি শব্দের সংমিশ্রনে নবীনগর নাম করণ করা হয়েছে। তুলনামূলকভাবে দ্বিতীয় ধারার জনশ্রুতির স্বপক্ষে সত্যতা পাওয়া যায়।
নবীনগর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন।
২০১১ সালের আদমশুমারি অনুসারে নবীনগর উপজেলার মোট জনসংখ্যা ৪,৯৩,৫১৮ জন। এর মধ্যে পুরুষ ২,৩০,২২৭ জন এবং মহিলা ২,৬৩,২৯১ জন। মোট পরিবার ৯৪,৮৭১টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৪০৯ জন।[2]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবীনগর উপজেলার সাক্ষরতার হার ৪৩.৬%।[1]
স্বাস্থ্য সেবাদানের জন্য রয়েছেঃ
এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।
এখানকার ভোলাচং গ্রামের কুমারদের তৈরি মৃৎ সামগ্রী দেশব্যাপী বেশ জনপ্রিয়।
মাজিদুল হক একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ ডিসেম্বর, ২০০৪ সালে জন্মগ্রহণ করেন। মাজিদুল হক একজন তরুণ সঙ্গীতশিল্পী এবং সঙ্গীতশিল্পী এবং সংবাদপত্র শিল্পের সাংবাদিক।[3]
১. নবীনগর জমিদার বাড়ি(পুরানো ভূমি অফিস সংলগ্ন)
২. নবীনগর জমিদার বাড়ি (আদালতের পশ্চিম পাশে)
৩. উপজেলা নির্বাহী অফিস সংলগ্ন পার্ক
৪.কালিবাড়ি মন্দির
৫.লোকনাথ মন্দির
৬. নারায়নপুর মিনি স্টেডিয়াম
৭. নারায়নপুর হাসান শাঁহ মাজার
৮. নারায়ানপুর শাঁহ সাব বাড়ি
৯. কাইতলি জমিদার বাড়ি
১০. শিবপুর জমিদার বাড়ি
১১. ইব্রাহিমপুর জমিদার বাড়ি
১২.ইব্রাহিমপুর মডেল জামে মসজিদ
১৩. সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর বাড়ি
১৪. কনিকারা ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন পার্ক
১৫. রসুল্লাবাদ পার্ক
১৬. আলমনগর পার্ক
১৭. বিদ্যাকুট সতীদাহ মন্দির
১৮. শ্যামগ্রাম মন্দির
১৯. মহর্ষি মনোমোহন দত্তের বাস বাড়ি ও সমাধীস্থল, সাতমোড়া।
২০. গোকর্ণ ঘাট সেতু,
২১. তিতাস সেতু (সীতারামপুর-মনতলা)
২২. কালঘড়া মাঠের পাশের দিঘি (পদ্মা)
ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক সক্রিয় এনজিওদের মধ্যে অন্যতম।
হাট বাজার - ২৮টি।
মোট ৩৫টি (পৌরসভা -১টি, উপজেলা পোস্ট অফিস - ১টি, সাবপোস্ট অফিস - ৪টি, ইডি সাবপোস্ট অফিস - ৪টি, শাখাপোস্ট অফিস - ২৬টি)।
বুড়ি, তিতাস নদী, মেঘনা, যবনাই, পাগলা ও ভাটা - প্রধান নদ-নদী।
শাখা - ১৯টি।
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[6] | সংসদ সদস্য[7][8][9][10][11] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ | নবীনগর উপজেলা | ফয়জুর রহমান বাদল | বাংলাদেশ আওয়ামী লীগ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.