Remove ads
কক্সবাজার জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা।
টেকনাফ | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে টেকনাফ উপজেলা | |
স্থানাঙ্ক: ২০°৫২′১৭″ উত্তর ৯২°১৮′৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৩০ |
সংসদীয় আসন | ২৯৭ কক্সবাজার-৪ |
সরকার | |
• সংসদ সদস্য | পদশূন্য (পদশূন্য) |
আয়তন | |
• মোট | ৩৮৮.৬৮ বর্গকিমি (১৫০.০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২)[১] | |
• মোট | ৩,৩৩,৮৪০ |
• জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.৩৩ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ২২ ৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
টেকনাফ উপজেলার আয়তন ৩৮৮.৬৮ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলার সর্ব-দক্ষিণে ২০°২৩´ থেকে ২১°০৯´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৫´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে টেকনাফ উপজেলার অবস্থান।[২] কক্সবাজার জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। এই উপজেলার উত্তরে উখিয়া উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্য, পশ্চিমে বঙ্গোপসাগর।
১৯৩০ সালে টেকনাফ থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।[২] টেকনাফ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন আছে। সম্পূর্ণ টেকনাফ উপজেলার প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টেকনাফ উপজেলার জনসংখ্যা ৩,৩৩,৮৪০ জন। এর মধ্যে পুরুষ ১৬৯০৬৮ জন এবং মহিলা ১৬৪৭৭২ জন। মোট জনসংখ্যার ৯৭.৪৮% মুসলিম, ১.১৫% হিন্দু, ১.৩৪% বৌদ্ধ এবং ০.২% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী [৩]
টেকনাফ উপজেলার সাক্ষরতার হার ২৬.৭%।[২] এ উপজেলায় ১টি সরকারি ও ১টি বেসরকারি স্নাতক (পাস) কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় (২টি বালিকা সহ), ৮টি দাখিল মাদ্রাসা (৩টি বালিকা সহ), ৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
টেকনাফ উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শেড, এসিএফ, সুশীলন, এনজিও ফোরাম, ব্র্যাক, দুঃস্থ স্বাস্থ্য সংস্থা, রুম টু রিড, কোডেক, আরটিএমআই
টেকনাফ পর্যটন এলাকা হওয়ায় দেশ-বিদেশ থেকে ঢাকা-চট্টগ্রাম-টেকনাফ রুটে এই উপজেলার সীমান্তে সেন্টমার্টিন দ্বীপে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। এছাড়া টেকনাফ বন্দর, নাফ নদী-বঙ্গোপসাগর থেকে মূল্যবান মাছ আহরণ, খনিজ লবণ, পান সুপারী ইত্যাদি অর্থ উপার্জনের প্রধান মাধ্যম। পাহাড় ও নদী-সাগর ঘেরা টেকনাফে সুন্দর লবণ মাঠ এবং বড় বড় মৎস্য খামার আছে। এই স্থান কৃষি কাজ, লবণ চাষ ও মাছ চাষ করার জন্য বেশ উপযোগী।
টেকনাফ উপজেলায় ১৮৩টি মসজিদ, ২টি মন্দির ও ১টি বিহার রয়েছে।[২]
টেকনাফ উপজেলার পূর্বে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী।[৪]
টেকনাফ উপজেলায় অনেক হাট-বাজার রয়েছে। এর মধ্যে টেকনাফ বাজার, সাবরাং সিকদারপাড়া বাজার, সাবরাং নোয়া পাড়া বাজার, হ্নীলা বাজার, শাহপরীরদ্বীপ বাজার, শামলাপুর বাজার, টেকনাফ সদর পর্যটন বাজার, টেকনাফ সদর বটতলী বাজার ও হোয়াইক্যং বাজার উল্লেখযোগ্য।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা টেকনাফে প্রশিক্ষণ গ্রহণ করতেন। টেকনাফ ডাকবাংলোতে পাকবাহিনী তাদের ক্যাম্প স্থাপন করে। রামু, উখিয়া ও টেকনাফ থেকে লোকজন ধরে এনে এখানে নির্যাতন করে হত্যা করা হত। এ ক্যাম্পে ২৫০ জন বাঙালিকে হত্যা করা হয়।[২]
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৫] | সংসদ সদস্য[৬] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯৭ কক্সবাজার-৪ | উখিয়া উপজেলা এবং টেকনাফ উপজেলা | পদশূন্য | পদশূন্য |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.