শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

টেকনাফ সরকারি কলেজ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

টেকনাফ সরকারি কলেজ কক্সবাজারের টেকনাফে অবস্থিত একটি সরকারি স্নাতক কলেজ।

দ্রুত তথ্য টেকনাফ সরকারি কলেজ TGC, অবস্থান ...
Remove ads

অবস্থান

টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ কক্সবাজারের টেকনাফ পৌরসভা কুলাল পাড়া মৌজার ৬নং ওয়ার্ডের শিলবনিয়া পাড়া নামক স্থানে অবস্থিত।[]

ইতিহাস

টেকনাফ সরকারি কলেজ ৪ এপ্রিল ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ৬ মে ১৯৯৫ সালে সরকারী স্বীকৃতি লাভ করে। কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় বিষয়ে স্নাতক (পাস) চালু কোর্স রয়েছে। ২০১৮ সালে কলেজটি বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়।[]

শিক্ষা কার্যক্রম

টেকনাফ সরকারি কলেজ যার কলেজ কোড এবং ইআইআইএন নং যথাক্রমে ৪৪০৬, ১০৬৪২২।[] কলেজটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ১,৮১৭ জন এবং শিক্ষক-কর্মচারী যথাক্রমে ৩০ এবং ১১ জন (২০২৪শিক্ষাবর্ষ অনুযায়ী)।[] প্রতিষ্ঠানটি কর্তৃক প্রদত্ত শাখাগুলির মধ্যে রয়েছে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান এবং মানবিক, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ের কোর্স চালু রয়েছে।

আরো দেখুন

তথ্যসূত্র

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads