Remove ads
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কক্সবাজার-৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৭নং আসন।
কক্সবাজার-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কক্সবাজার জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
এই আসনটি ১৯৮৬ সালে গঠিত হয়। পূর্বে এটি রামু উপজেলা-টেকনাফ উপজেলা-উখিয়া উপজেলা নিয়ে গঠিত অবিভক্ত চট্টগ্রাম-১৮ আসন ছিল।
কক্সবাজার-৪ আসনটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত।[২]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুর রহমান বদি | ১,০৫,৪৮৯ | ৯৩.৬ | +৩৭.২ | |
জাতীয় পার্টি | তাহা ইয়াহিয়া | ৭,২৩৩ | ৬.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৮,২৫৬ | ৮৭.২ | +৭৪.০ | ||
ভোটার উপস্থিতি | ১,১২,৭২২ | ৪৮.৩ | −৪০.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুর রহমান বদি | ১,০৩,৬২৬ | ৫৬.৪ | +২১.২ | ||
বিএনপি | শাহজাহান চৌধুরী | ৭৯,৩১০ | ৪৩.২ | -২১.৬ | ||
স্বতন্ত্র | শাহীন আক্তার | ৬৭৬ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৩১৬ | ১৩.২ | −১৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৩,৬১২ | ৮৮.৪ | +১৫.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শাহাজাহান চৌধুরী | ৮৯,৭৪৭ | ৬৪.৮ | +৩৪.৫ | ||
আওয়ামী লীগ | মোহাম্মদ আলী | ৪৮,৭৩৫ | ৩৫.২ | -৯.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,০১২ | ২৯.৬ | +১৫.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৪৮২ | ৭৩.২ | +৪.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ আলী | ৪৪,৭০৬ | ৪৪.৩ | +০.৪ | ||
বিএনপি | শাহজাহান চৌধুরী | ৩০,৫৯৪ | ৩০.৩ | -১৮.৪ | ||
জামায়াতে ইসলামী | শাহ জালাল চৌধুরী | ১৭,৬০৭ | ১৭.৪ | +১৬.৯ | ||
ইসলামী ঐক্য জোট | শাহ আবুল মন্জুর | ৮,০৪৮ | ৮.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,১১২ | ১৪.০ | +৯.১ | |||
ভোটার উপস্থিতি | ১,০০,৯৫৫ | ৬৯.২ | +১৬.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শাহজাহান চৌধুরী | ৩৬,৮৭২ | ৪৮.৭ | |||
আওয়ামী লীগ | মোহাম্মদ আলী | ৩৩,১৭৬ | ৪৩.৯ | |||
স্বতন্ত্র | এইচ আব্দুল গনী | ৪,১৩০ | ৫.৫ | |||
জাতীয় পার্টি | আবুল ফজল চৌধুরী | ৯১৯ | ১.২ | |||
জামায়াতে ইসলামী | শাহ জালাল চৌধুরী | ৩৯৭ | ০.৫ | |||
স্বতন্ত্র | মুহাম্মাদুল হক চৌধুরী | ১৪৮ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৬৯৬ | ৪.৯ | ||||
ভোটার উপস্থিতি | ৭৫,৬৪২ | ৫৩.০ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.