খরাজ মুখোপাধ্যায় (জন্ম: ৭ জুলাই ১৯৬৩) একজন ভারতীয় অভিনেতা ও নেপথ্য গায়ক।[1]  ১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রায় তিন দশক ধরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানি, দ্য নেমসেক, এক্সিডেন্ট, মুক্তধারা, স্পেশাল ২৬, জাতিস্মর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

দ্রুত তথ্য খরাজ মুখোপাধ্যায়, জন্ম ...
খরাজ মুখোপাধ্যায়
Thumb
২০১৮ সালে একটি সাক্ষাত্কারে খরাজ
জন্ম
খরাজ মুখোপাধ্যায়

(1963-07-07) ৭ জুলাই ১৯৬৩ (বয়স ৬১)
রামপুরহাট, বীরভূম, পশ্চিমবঙ্গ , ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, গায়ক
সন্তানবিহু মুখোপাধ্যায়
বন্ধ

ব্যক্তিজীবন

তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।[1] তার নাট্যগুরু রমাপ্রসাদ বণিক। বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন। ২০১২ সালের কাহানী চলচ্চিত্রে তিনি ইনস্পেকটর চ্যাটার্জী চরিত্রে অভিনয় করেন।[2][3] ২০০৪ সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন – সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, শিরোনাম ...
বছর শিরোনাম ভূমিকা ভাষা টীকা
নীল সীমানা বিলনাথ বাংলা
১৯৮০ হুলুস্তুল বাংলা
১৯৮৪ লাট্টো বাংলা
১৯৯৯ রাঙ্গা বউ বাংলা
২০০১ চুড়িওয়ালা বাংলা
২০০২ তাক ঝাল মিষ্টি বাংলা
দেবা বাংলা
২০০৩ পাতালঘর সুবুদ্ধি বাংলা
উদ্ধর বাংলা
বউমার বনবাস বাংলা
২০০৪ পরিনাম বাংলা
স্বামী চিন্তাই বাংলা
২০০৫ পরিণীতা রেকর্ডিং স্টুডিওতে গায়ক (পুরুষ) হিন্দি
শূর্ণ্য এ বুকে বাংলা
২০০৬ শিকার রামু বাংলা
নেমসেক ছোটু ইংরেজি
২০০৭ প্রেম বাংলা
২০০৮ অংশীদার গোবর্ধন ঘোষাল বাংলা
চেন্তি চেন্তি ব্যাং ব্যাং ভয়েস বাংলা ভয়েস ভূমিকা
ভালোবাসা ভালোবাসা বাংলা
টলি লাইটস বাংলা
২০০৯ ছা-ই ছুটি খরাজ বাংলা
দুজোনে শিক্ষক বাংলা
চ্যালেঞ্জ কলেজের অধ্যক্ষ মো বাংলা
ঢাকি বাংলা
লক্ষ্যভেদ হরিকাকা বাংলা
অবেলায় গরম ভাত বদন প্রামাণিক বাংলা
বন্ধ

২০১০-২০১৫

২০১০ মন আমার শুধু তোমার বাংলা
নটবর নট আউট বলাই বাংলা
দুই পৃথিবি গোপালের বাবা বাংলা
দ্য জাপানিজ ওয়াইফ ঘুড়ির দোকানের মালিক বাংলা
ওয়ান্টেড শিবুর মামা বাংলা
লে ছক্কা ইসমাইল বিরিয়ানিওলা বাংলা
ওগো বধু সুন্দরী বাংলা
২০১১ এগারো শ্রীহরি বাংলা
বাই বাই ব্যাংকক মিলন সাধুখান বাংলা
শত্রু ভজন বাবু বাংলা
গোসাইন বাগানের ভূত দামোদর কাকা বাংলা
আমি মন্ত্রী হব খরাজ বাংলা
প্রলয় আসছে সহকারী শিক্ষক বাংলা
কাটাকুটি অ্যাসাইলামে রোগী বাংলা
২০১২ সুদামা দ্য হাফ ম্যান তোরজগয়েন প্রগা মিত্তির বাংলা
তোর নাম অধ্যক্ষ বাংলা
দুর্ঘটনা মদন পাত্র বাংলা
চ্যালেঞ্জ ২ স্বর্ণকমল বাংলা
মুক্তধারা লখন পান্ডা বাংলা
আওয়ারা মদন মোহন/মদন দা/মদনা বাংলা
লে হালুয়া লে বাংলা
ভূতের ভবিষ্যত প্রমোদ প্রধান বাংলা
কাহানি ইন্সপেক্টর চ্যাটার্জি হিন্দি
গোরায়ে গন্ডগোল একটি দেশী মদের দোকান চালায় বাংলা
পাগলু ২ ভগবান শিবের কণ্ঠস্বর বাংলা ভয়েস ভূমিকা
২০১৩ হনুমান ডট কম পুলিশ পরিদর্শক বাংলা
আশ্চর্যজ্যো প্রদীপ হরিদাস পাল বাংলা
মজনু শিল্পী বাংলা
হাফ সিরিয়াস বাংলা
অন্তরাল বাংলা
রংবাজ মধুরিমার সিক্যুরিটি বাংলা
খিলাড়ি দয়াশঙ্কর বল/আদিত্যের মানেগার বাংলা
চুপি চুপি বাংলা
অলীক সুখ আইনজীবী বাংলা
গোলমালে পিরিত করো না জগন্নাথ বাংলা
স্পেশাল ২৬ সিবিআই অফিসার রায় (কলকাতা রেইড) হিন্দি
২০১৪ গ্যাংস্টার কিং সুশীল বাংলা
বল বাংলা
তেনেকাহোঁ রাধানাথ বাংলা
বিন্দাস কৃষ্ণচন্দ্র সিংহ বাংলা
বনকু বাবু স্যার বাংলা
রামধনু - রংধনু আকাশ সিঙ্গানিয়া বাংলা
আমি শুধু চেয়েছি তোমায় কলেজের অধ্যক্ষ মো বাংলা
বচ্চন অবসরপ্রাপ্ত কর্নেল (প্রিয়ার বাবা) বাংলা
চিরদিনই তুমি যে আমার ২ পুলিশ পরিদর্শক বাংলা
জানলা দিয়ে বউ পালালো বাংলা
কর্ম চৌকিদার বাংলা বাংলাদেশ চলচ্চিত্র
রয়েল বেঙ্গল টাইগার এমসি পাকড়াশী বাংলা
জাতিশ্বর ভোলা ময়রা, কবিয়াল গায়ক বাংলা

২০১৫ - ২০২০

২০১৫ লড়াই মোক্তার আলম বাংলা
রোমিও বনাম জুলিয়েট দিয়া বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
হিরোগিরি বুদ্ধদেব "মালপু"/মারিয়ার মামা বাংলা
বেলা শেষে জ্যোতির্ময় বাংলা
জামাই ৪২০ রাজবল্লভ, জয়ের বাবা বাংলা
বেশ করেছি প্রেম করেছি নেপাল দাস বাংলা
যোগাযোগ
অনুব্রত ভাল আছো? মিঃ লাহিড়ী বাংলা
যমের রাজা দিল বর যমরাজ ২ বাংলা
পারব না আমি ছাড়তে তোকে অপুর বাবা বাংলা
নট আ ডার্টি ফ্লিম জ্যোতিষী বাংলা
শুধু তোমারই জন্য কাংশো বাংলা
তিন কাহন
অ্যাবি সেন হিরণ বাংলা
ব্লাক আনোয়ার বাংলা
মনচুরি ধর্মদাস মহারাজ বাংলা
চিত্রহার
টেলিফোন
অগ্নি ২ হোটেলের মালিক বাংলা
২০১৬ রাতের রজনীগন্ধা নটবর বাংলা
অঙ্গার তান্ত্রিক বাংলা
কি করে তোকে বলবো আকাশের প্রতিবেশী বাংলা
হিরো ৪২০ বাংলা
বাদশা - দ্য ডন
শিকারী তিনকড়ি বাংলা বাংলাদেশ ও ভারত চলচ্চিত্রে যোগদান
অভিমান দিশানীর আত্মীয় বাংলা
গ্যাংস্টার
আগুনের পাখি বাংলা
কাহানি ২ : দুর্গা রানী সিং ইন্সপেক্টর প্রণব হালদার হিন্দি
হরিপদ ব্যান্ডওয়ালা নন্দনাল/নান্দু বাংলা
লাভ এক্সপ্রেস ড্রাইভার "পপু" বাংলা অতিথি উপস্থিতি
চোলাই বাসের যাত্রী বাংলা
চকলেট বাংলা
কেলোর কীর্তি গদাধর/ধনুধর বাংলা
পাওয়ার ওসি ভজন ঘোষ বাংলা
২০১৭ এই তো জীবন চাইওয়ালা রতন বাংলা
তোমাকে চাই বাংলা
অনেক হলো এবার তো মরো
৬১নং গড়পার লেন বাংলা
নাইকার ভূমিকায়
মেরি পেয়ারি বিন্দু অতিরিক্ত উত্তেজিত আত্মীয় হিন্দি
আমি যে কে তোমার
আমার আপনজন বাংলা
কমরেড বাংলা
নবাব অভয় মন্ডল বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
অনুকূল রতন হিন্দি টিভি সংক্ষিপ্ত চলচ্চিত্র
অসময় বাংলা
ধীমনের দিনকাল খোরাজ বাংলা টিভি সিরিজ
কার্জোনার কালম মনোহর বাংলা
৭২ ঘন্টা পুলিন বাংলা
বস ২ বাংলা
২০১৮ ইন্সপেক্টর নটি কে পুলিশ পরিদর্শক বাংলা
নূর জাহান
রংবেরঙের কড়ি খগেন বাংলা
ব্ল্যাকবেল্ট বাংলা
চালবাজ বাংলা বাংলাদেশ ভারত চলচ্চিত্রে যোগদান
হামি কাউন্সিলর দিলীপ রক্ষিত বাংলা
ফ্ল্যাট নং ৬০৯ বাংলা
অস্কার প্রতারক পরিচালক বাংলা
আবর বসন্ত বিলাপ বাংলা
ভাইজান টিবিএ বাংলা
ধড়ক শচীন ভৌমিক (শচীন দাদা) হিন্দি
বাবলি
নাকাব ডাক্তার বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
হইচই আনলিমিটেড বিজন চিরিমার বাংলা
ভুল রুট বনির চাচা বাংলা
আমি শুধু তোর হলাম
রসগোল্লা বাংলা
২০১৯ গোয়েন্দা তাতার পুলিশ অফিসার
যা কালা হয়ে গেল হিসাব
শঙ্কর মুদি
সোয়েটার টুকুর বাবা বাংলা
মিশা
দুর্গেশগড়ের গুপ্তধন অপরূপ চন্দ (অপু দা) বাংলা
শেষের গল্প
চার এ ৪২০
গোত্র
হুলুস্থুলু
লাভ ২০২০

২০২০ - বর্তমান

২০২০ টিকি-টাকা বাংলা জি৫ মৌলিক চলচ্চিত্র
চলো পটল তুলি বিনোদ বাংলা
২০২১ হীরালাল গিরিশ চন্দ্র ঘোষ বাংলা
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী গোবু চন্দ্র মন্তরী বাংলা
একান্নবর্তী বাংলা
৭২ ঘন্টা বাংলা
২০২২ ৮/১২ বিনয় বাদল দীনেশ বাংলা
রাবন বাংলা
কিশমিশ গোবলু চ্যাটার্জি বাংলা
বেলা শুরু জ্যোতির্ময় বাংলা
ইস্কাবন বাংলা
জালবন্দী বাংলা
প্রথম বারের প্রথম দেখা বাংলা
কলি ও অর্জুন বাংলা
কলকাতা চলন্তিকা বাংলা
পাকা দেখা বাংলা
সিটি অব ঝাকাস বাংলা [4]
শুভ বিজয়া বাংলা
সৎভূত অদ্ভুত বাংলা
প্রজাপতি গৌরের প্রতিবেশী এবং বন্ধু বাংলা বিশেষ উপস্থিতি
হামি ২ বাংলা
ভুবনবাবুর স্মার্ট ফোন পুলিশ অফিসার ভুজঙ্গ দত্ত বাংলা [5]
২০২৩ দিলখুশ শক্তি বাংলা
ডাল বাটি চুরমা গদাধর গুপ্তা বাংলা
শিবপুর তপন বাংলা
সেফ দ্য মাদার পূজার বাবা বাংলা
ওহ লাভলি বাংলা
কোথায় তুমি বাংলা
মিশন রাণীগঞ্জ হিন্দি
বগলা মামা যুগ যুগ জিও বগলা মামা বাংলা
একটু সরে বসুন যোগেন বাংলা
প্রধান বাংলা
২০২৪ সেদিন কুয়াশা ছিল বাংলা
দারোগা মামুর কীর্তি বাংলা
ছোট্ট পিকলু বাংলা
এটা আমাদের গল্প নিত্য দা বাংলা [6]
দাবাড়ু বাংলা
বুমেরাং বাংলা

ওয়েব ধারাবাহিক

  • কামিনী
  • রহস্য রোমাঞ্চো
  • ফেলুদা ফেরত
  • রশ্মি
  • ব্যাধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.