Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কন্নড় ভাষা হল দ্রাবিড়ীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত একটি তামিল-কন্নড় ভাষাগোষ্ঠীর কন্নড়-বাদাগার অন্তর্গত একটি ভাষা। এটি ভারতের কর্ণাটক রাজ্যের স্থানীয় এবং সরকারি ভাষা। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ৮ম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ৩.৬১%।[1] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ৩৫তম সর্বাধিক প্রচলিত ভাষা।[2]
নিচের তালিকাটি কন্নড়-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
ক্রম | রাজ্য | কন্নড় ভাষাভাষী সংখ্যার শতকরা হার | কন্নড়ভাষীর সংখ্যা | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | কর্ণাটক | ৬৬.৫৪% | ৪০৬৫১০৯০ | ১ম |
২ | গোয়া | ৪.৬৬% | ৬৭৯২৩ | ৬ষ্ঠ |
৩ | তামিলনাড়ু | ১.৭৮% | ১২৮৬১৭৫ | ২য় |
৪ | মহারাষ্ট্র | ০.৮৯% | ১০০০৪৬৩ | ৩য় |
৫ | অন্ধ্রপ্রদেশ | ০.৬৩% | ৫৩৪১৪৪ | ৪র্থ |
৬ | কেরল | ০.২৬% | ৮৬৯৯৫ | ৫ম |
৭ | দাদরা ও নগর হাভেলি | ০.২৬% | ৮৮৬ | ২২তম |
৮ | দমন ও দিউ | ০.১৯% | ৪৫৭ | ২৮তম |
৯ | পুদুচেরি | ০.১৫% | ১৮৭০ | ১৯তম |
১০ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০.০৬% | ২৩৯ | ৩৩তম |
১১ | সিকিম | ০.০৬% | ৩৬৭ | ৩১তম |
১২ | দিল্লি | ০.০৬% | ১০০১২ | ৮ম |
১৩ | লাক্ষাদ্বীপ | ০.০৬% | ৩৭ | ৩৫তম |
১৪ | জম্মু ও কাশ্মীর | ০.০৬% | ৬৯৫৩ | ৯ম |
১৫ | চণ্ডীগড় | ০.০৪% | ৪২৫ | ৩০তম |
১৬ | অরুণাচল প্রদেশ | ০.০৪% | ৫৩৬ | ২৫তম |
১৭ | গুজরাত | ০.০৩% | ১৮০৩৩ | ৭ম |
১৮ | মণিপুর | ০.০২% | ৬৩৯ | ২৪তম |
১৯ | মেঘালয় | ০.০২% | ৪৫৪ | ২৯তম |
২০ | ত্রিপুরা | ০.০২% | ৬৭৫ | ২৩তম |
২১ | নাগাল্যান্ড | ০.০২% | ৩৩৭ | ৩২তম |
২২ | মিজোরাম | ০.০২% | ১৮৯ | ৩৪তম |
২৩ | পাঞ্জাব | ০.০১% | ৩৮৯৯ | ১৩তম |
২৪ | উত্তরাখণ্ড | ০.০১% | ১২৩৩ | ২১তম |
২৫ | রাজস্থান | ০.০১% | ৫৯৮১ | ১১ম |
২৬ | ওড়িশা | ০.০১% | ৩৬৭৩ | ১৪তম |
২৭ | হরিয়ানা | ০.০১% | ৩১৭২ | ১৫তম |
২৮ | আসাম | ০.০১% | ২৫৯৭ | ১৬তম |
২৯ | ছত্তিশগড় | ০.০১% | ২০২৮ | ১৮তম |
৩০ | উত্তরপ্রদেশ | - | ৬৪৩৫ | ১০ম |
৩১ | মধ্যপ্রদেশ | - | ৪১৭৫ | ১২তম |
৩২ | পশ্চিমবঙ্গ | - | ২১৯২ | ১৭তম |
৩৩ | ঝাড়খণ্ড | - | ১৩২৪ | ২০তম |
৩৪ | বিহার | - | ৪৯২ | ২৬তম |
৩৫ | হিমাচল প্রদেশ | - | ৪৬২ | ২৭তম |
ভারত | ৩.৬১% | ৪,৩৭,০৬,৫১২, (বডাগা-১,৩৩,৫৫০) | অষ্টম প্রচলিত ভাষা |
২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী কন্নড়ভাষীর তালিকা নিম্নরূপ:[5][6]
রাজ্য ক্রম | রাজ্য | কন্নড়ভাষীর সংখ্যা |
---|---|---|
— | ভারত | ৩,৭৯,২৪,০১১ ৩.৬৯% |
১ | জম্মু ও কাশ্মীর | ৪৪১৮ |
২ | হিমাচল প্রদেশ | ৩৯০ |
৩ | পাঞ্জার | ৪০০১ |
৪ | চণ্ডীগড় | ৪৭৯ |
৫ | উত্তরাখণ্ড | ৬২৬ |
৬ | হরিয়ানা | ২০৬২ |
৭ | দিল্লি | ১০৫২৫ |
৮ | রাজস্থান | ৩২৪৩ |
৯ | উত্তর প্রদেশ | ২৭৯৯ |
১০ | বিহার | ৪২৬ |
১১ | সিকিম | ১৪৬ |
১২ | অরুণাচল প্রদেশ | ৪৬৫ |
১৩ | নাগাল্যান্ড | ৩৩২ |
১৪ | মণিপুর | ২৪৩ |
১৫ | মিজোরাম | ১৪২ |
১৬ | ত্রিপুরা | ৫৬৭ |
১৭ | মেঘালয় | ৩০১ |
১৮ | আসাম | ২০৫৯ |
১৯ | পশ্চিমবঙ্গ | ২৭৫৫ |
২০ | ঝাড়খণ্ড | ১০২২ |
২১ | ওড়িশা | ৯৪৬ |
২২ | ছত্তিশগড় | ১৪৩৫ |
২৩ | মধ্যপ্রদেশ | ৬৫২৬ |
২৪ | গুজরাত | ১৫৬৮৪ |
২৫ | দমন ও দিউ | ৩৮৯ |
২৬ | দাদরা ও নগর হাভেলি | ৭৩৫ |
২৭ | মহারাষ্ট্র | ১২৫৪৫১৯ |
২৮ | অন্ধ্রপ্রদেশ | ৫৬৫৫৭৪ |
২৯ | কর্ণাটক | ৩৪৮৩৮০৩৫ |
৩০ | গোয়া | ৭৪৬১৫ |
৩১ | লাক্ষাদ্বীপ | ৩৯ |
৩২ | কেরল | ৮১৪০৬ |
৩৩ | তামিলনাড়ু | ১০৪৫২৩৮ |
৩৪ | পুদুচেরি | ১৫৬৬ |
৩৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩০৩ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.