উজ্জ্বল একক তারকা উত্তরফল্গুনী ভারতীয় জ্যোতির্বিজ্ঞানএর ২৮ নক্ষত্রের ১২শ সদস্যা । ঋগ্বেদীয় ঋষিদের দেয়া নাম অর্য্যমা , সৈন্ধান্তিকরা যাকে উত্তরফল্গুনী নামে চিহ্নিত করছে । আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রের তারাটির নাম দানয়িত্রী ।
সিংহ নক্ষত্রমন্ডলভুক্ত এর বিস্তৃতি আকাশমন্ডলের ৩৬০ অংশের ১৪৬ অংশ ৪০ কলা(কোণ পরিমাপ একক) থেকে ১৬০ অংশ পর্যন্ত ।
নর উত্তরফল্গুনী তথা অর্য্যমাকে বলছেন : ' অর্য্যমা সাথে বরুণ মিত্রের দিব্যোজ্জ্বলত্রয় ! যে তোমাদের জন্য অগ্নিকে দূত ক'রে আদিভূত ইন্ধনে আহুতি দেয় সেই মর্ত্য বিশ্বকে জয় করে তার ধনের সাথে '। [1]
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.