পুনর্বসু

নক্ষত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পুনর্বসু

ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুসারে ২৮ নক্ষত্রের ৭ম সদস্যা যুগ্নতারা, যাদেরকে সৈন্ধান্তিকরা শুধু পুনর্বসু নামে ও প্রাচীন ঋগ্বেদীয় ঋষিরা অদিতি ও দিতি নামে ডাকতো।[1] আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রভুক্তদ্বয়ের আমরা পাই মিথুন রাশির উজ্জ্বল দুই সদস্য Pollux (বীটা জেমিনি) ও Castor (আলফা জেমিনি)।

মিথুন তারামণ্ডলের পুনর্বসু

ঋগ্বেদীয় ঋষিদের অদিতি(পুনর্বসু)-চিন্তা

ঋগ্বেদ-পরবর্তী ভারত্য কল্পগাথায়

ভারতীয়দের কল্পবিলাসী মনন স্বয়ং স্রষ্টাকেই জ্ঞানপ্রজ্ঞা দিয়ে উপলব্ধি না ক'রে বরং অবাধ কল্পনাধারণা দিয়ে যার যার মত বর্ণনা ক'রে আসছে সেই প্রাচীন কাল থেকে, সেখানে আকাশএ দৃশ্যমান জ্যোতিষ্ক (গ্রহ-উপগ্রহ-তারা-নক্ষত্র)রাতো কল্পচরিত্র হিসেবে উৎকৃষ্ট উপাদান। তাই হিন্দু-সংস্কৃতি (যার পরিচিত অতিসরলীকৃত নাম হিন্দুধর্ম) সেই ঋগ্বেদযুগ থেকেই রচনা ক'রে চলেছে অজস্র কল্পগাথা।

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.