শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আশিস শর্মা
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আশিস শর্মা হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি টেলিভিশন শো রাংগরসিয়াতে মেজর রুদ্রপ্রতাপ রণৌত এবং সিয়া কে রাম-এ ভগবান রামের[১] চরিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনীত রংগরসিয়া ‘সেন্সিজ ওলমেঝ’ নামে তুর্কি ভাষায় ডাবিং করা হয়।[২][৩]
Remove ads
কর্মজীবন
আশিস শর্মা ২০১০ সালে প্রথম হিন্দি ছবি লাভ সেক্স অর ধোঁকা দিয়ে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন।[৪] একই বছর তিনি ইমাজিন টিভিতে একটি টিভি সিরিজ গুণাহো কা দেবতায় প্রধান চরিত্রের কিরদার করেন।[৫] তিনি ঐতিহাসিক সিরিজ নাটক চন্দ্রগুপ্ত মৌর্য -এর চরিত্রটি পুনর্ঙ্কিত করেন।[৬] তিনি জি টিভির রব সে সোহনা ইশক রণবীর চরিত্র করেন। কালারসে রংগসরিয়া টিভি সিরিজে মেজর রুদ্র প্রতাপ রণৌত, একজন বিএসএফ কর্মকর্তা হিসেবে দর্শক খ্যাতি ও সমালোচনা দুটোই কুড়ান। ২০১৪ সালে তিনি নাচের একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝালাক দিখ্লা জা ৭ম মৌসুমের বিজয়ী হন।[৭] সম্প্রতিকালে তিনি সিয়া কে রামে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন।[৮]
Remove ads
ব্যক্তিগত জীবন
২০১৩ সালের ৩০শে জানুয়ারি তিনি টেলিভিশন অভিনেত্রী অর্চনা টাইডেকে বিয়ে করেন।[৯][১০]
টেলিভিশন
ছবি
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads