ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সানায়া ইরানি (বর্তমানে সানায়া সেহগল নামে পরিচিত; জন্ম: ১৭ই সেপ্টেম্বর ১৯৮৩)[২] হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি মিলে জব হাম তুম-এ গুনজন এবং ইস পেয়ার কো কেয়া নাম দু?-এ খুশি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। ২০১৫ সালে, সানায়া কালার্স টিভিতে প্রচারিত নৃত্য বিষয়ক জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখলা যা-এর ৮ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি শিরোপা লাভ করেছিলেন।[৩] পরবর্তীতে তিনি তাঁর সঙ্গী মোহিত সেহগলের সাথে ২০১৭ সালে স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান নাচ বলিয়ে-এ অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন।[৪]
সানায়া ইরানি | |
---|---|
![]() ২০১৪ সালে সানায়া ইরানি | |
জন্ম | |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মোহিত সেহগল (বি. ২০১৬)[১] |
সানায়া ইরানি ১৯৮৩ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছেন।[৫][৬] সানায়া উদগমণ্ডলমের একটি বোর্ডিং স্কুলে সাত বছর অতিবাহিত করেছিলেন।[৭] এরপর তিনি সিডেনহ্যাম কলেজ থেকে স্নাতক এবং মডেল হওয়ার পূর্বে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন।[২][৮]
সানায়া ইরানির প্রথম মডেলিং পোর্টফোলিওটি, আলোকচিত্রশিল্পী থেকে অভিনেতায় পরিণত হওয়া বলিউড অভিনেতা, বোমান ইরানি করেছেন।[২] সানায়া ২০০৬ সালে যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ফানা-এ মেহবুবা নামে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন।[৮] এই চরিত্রে অভিনয় করা সম্পর্কে সানায়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, "দুর্ঘটনাক্রমে আমি এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। আমির খান ও কাজল আমার প্রিয় অভিনেতা হওয়ায় এটি আমার কাছে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়ার মতো হয়েছিল।" টেলিভিশনে প্রবেশের পূর্বে তিনি শাহরুখ খান, কারিনা কাপুর এবং অন্যান্য বলিউড তারকাদের সাথে বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।[৯] তিনি জগজিৎ সিংয়ের তুমকো দেখা নামে গানে কাজ করার মাধ্যমে চিত্রসঙ্গীতে অভিষেক করেছিলেন। কর্মজীবনের শুরুতে ইরানি হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারতেন না এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে ভাষার সাথে তাঁর এই লড়াইয়ের কথা বলেছিলেন।[৯]
তিনি একমাত্র ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিসেবে ভারত পিপল ম্যাগাজিনের চল্লিশ জন সুন্দরী নারীদের তালিকায় স্থান পেয়েছিলেন। অভিনয় ছাড়াও তিনি তাঁর নাচের দক্ষতার জন্য পরিচিত। কে-ভিত্তিক সংবাদপত্র ইস্টার্ন আই ২০১২ সালে তাদের ৫০ জন আবেদনময়ী এশীয় নারীর তালিকায় তাঁকে স্থান দিয়েছে।[১০] ২০১৪ সালে, তিনি রেডিফের শীর্ষ ১০ সেরা টেলিভিশন অভিনেত্রীদের তালিকায় ছিলেন।[১১] ২০১৪ সালের নভেম্বর মাসে, সানায়াকে বিগ বস ৮-এ অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।[১২]
Seamless Wikipedia browsing. On steroids.