আইসিসি ক্রিকেট হল অব ফেম

আইসিসির সেরা ক্রিকেট তারকাদের স্মারকসূচক সংগঠন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আইসিসি ক্রিকেট হল অব ফেম

আইসিসি হল অব ফেম বা আইসিসি ক্রিকেট হল অব ফেম (ইংরেজি: ICC Cricket Hall of Fame) সুদীর্ঘ ও বর্ণাঢ্যময় ক্রিকেট খেলোয়াড়ী জীবনে বিশ্বের খ্যাতিমান তারকা খেলোয়াড়দেরকে প্রদেয় স্বীকৃতি ও সম্মাননাবিশেষ।[১] আইসিসি’র শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ফিকা’র সহায়তায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ দুবাইয়ে ২ জানুয়ারি, ২০০৯ তারিখে এ খেতাবের প্রচলন ঘটায়।[১]

দ্রুত তথ্য আইসিসি হল অব ফেম, ক্রীড়া ...
আইসিসি হল অব ফেম
Thumb
ক্রীড়াক্রিকেট
ইতিহাস
প্রথম পুরস্কার২০০৯
বন্ধ
Thumb
হল অব ফেমের ৫৫জনের উদ্বোধনী তালিকার অন্যতম ছিলেন ডেরেক আন্ডারউড

প্রারম্ভিকভাবে ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত সময়কালে ফিকা হল অব ফেমে ৫৫জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করানো হয়েছিল।[২] পরবর্তীতে আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছর আরও সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।[১] ১৮৯৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরগ্রহণকারী ডব্লিউ. জি. গ্রেস থেকে শুরু করে ১৯৯৫ সালে শেষ টেস্ট খেলায় অংশগ্রহণকারী গ্রাহাম গুচকে প্রবর্তিত প্রারম্ভিক তালিকায় রাখা হয়েছিল।[৩] জীবিত খেলোয়াড়দেরকে স্মারকসূচক টুপি প্রদান করা হয়। বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার রডনি মার্শ প্রথম সদস্যরূপে এ স্মারক টুপি লাভ করেন। হল অব ফেমের সদস্যগণ ভবিষ্যতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নতুন সদস্যদেরকে নির্বাচিত করে থাকেন।[২]

পৃথিবীর অন্য যে-কোন দেশের তুলনায় এ তালিকায় ইংল্যান্ডের খেলোয়াড়দের সবচেয়ে বেশি অন্তর্ভুক্তি ঘটেছে। সর্বমোট ৮৭জন খেলোয়াড়ের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার বাদে অন্য দেশের খেলোয়াড়ের সংখ্যা মাত্র ১৮জন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ব্যারি রিচার্ডস সবচেয়ে কম ৪ টেস্ট খেলেছেন। ১৯৭০ সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে দক্ষিণ আফ্রিকাকে বহিষ্কারের ফলেই তার খেলোয়াড়ী জীবনের অকাল সমাপ্তি ঘটেছিল।[৪] ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর ২৪ বছরের আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনে সর্বাধিক ২০০ টেস্ট খেলে জুলাই, ২০১৯ সালে এ তালিকায় অন্তর্ভুক্ত হন। অক্টোবর, ২০০৯ সালে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয়াহ তার ২০ বছরের আন্তর্জাতিক টেস্ট অঙ্গনে সফল ও দৃপ্ত পদচারণায় সর্বাধিক ১৬৮ টেস্টে অংশ নিয়ে এ তালিকায় অন্তর্ভুক্ত হবার গৌরব অর্জন করেন।

আইসিসি হল অব ফেমে সর্বমোট আটজন মহিলা ক্রিকেটার রয়েছেন। ১৯৭৩ সালের মহিলা বিশ্বকাপের উদ্বোধনী আসরের শিরোপা বিজয়ী ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক র‌্যাচেল হেহো ফ্লিন্ট এ তালিকায় ২০১০ সালে সর্বপ্রথম নারী ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।[৫] পরবর্তীতে অন্য সাতজন মহিলা ক্রিকেটারদের মধ্যে - ২০১১ সালে বেলিন্ডা ক্লার্ক,[৬] ২০১২ সালে এনিড বেকওয়েল,[৭] ২০১৩ সালে ডেবি হকলি,[৮] ২০১৫ সালে বেটি উইলসন, ২০১৬ সালে কারেন রোল্টন, ২০১৮ সালে ক্লেয়ার টেলর[৯]ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে ২০১৯ সালে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।[১০]

অন্তর্ভুক্ত সদস্যগণ

সারাংশ
প্রসঙ্গ
সাতজন মহিলা ক্রিকেটারদের একজনরূপে ক্লেয়ার টেলর ২০১৮ সালে হল অব ফেমে অন্তর্ভুক্ত হন
সুনীল গাভাস্কার তাঁর সময়কালে সর্বাধিক টেস্ট রান ও সর্বাধিক টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন।
সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১২১ টেস্ট খেলেছেন।
ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে কপিল দেব ১৩১ টেস্ট খেলেছেন।
পাকিস্তানের ইমরান খান নিজ দেশের পক্ষে ৮৮ টেস্ট খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ ১৩২ টেস্ট খেলেন।
২০ বছরের অধিক সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভ ওয়াহ ১৬৮ টেস্ট খেলেন।
২০১৬ সালে মুত্তিয়া মুরালিধরন তালিকায় অন্তর্ভুক্ত হন।
আরও তথ্য প্রবেশকারী, দল ...
প্রবেশকারী দল অন্তর্ভুক্তির বছর টেস্ট সংখ্যা প্রথম টেস্ট শেষ টেস্ট তথ্যসূত্র
কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজ ২০১১ ৯৮ ১৯৮৮ ২০০০ [১১]
এনিড বেকওয়েল ইংল্যান্ড ২০১২ ১২ ১৯৬৮ ১৯৭৯ [১২]
সিডনি বার্নস ইংল্যান্ড ২০০৯+ ২৭ ১৯০১ ১৯১৪ [১৩]
কেন ব্যারিংটন ইংল্যান্ড ২০১০ ৮২ ১৯৫৫ ১৯৬৮ [১৪]
বিষেন সিং বেদী ভারত ২০০৯+ ৬৭ ১৯৬৬ ১৯৭৯ [১৫]
অ্যালেক বেডসার ইংল্যান্ড ২০০৯+ ৫১ ১৯৪৬ ১৯৫৫ [১৬]
রিচি বেনো অস্ট্রেলিয়া ২০০৯+ ৬৩ ১৯৫২ ১৯৬৪ [১৭]
অ্যালান বর্ডার অস্ট্রেলিয়া ২০০৯+ ১৫৬ ১৯৭৮ ১৯৯৪ [১৮]
ইয়ান বোথাম ইংল্যান্ড ২০০৯+ ১০২ ১৯৭৭ ১৯৯২ [১৯]
জিওফ্রে বয়কট ইংল্যান্ড ২০০৯+ ১০৮ ১৯৬৪ ১৯৮২ [২০]
ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ২০০৯+ ৫২ ১৯২৮ ১৯৪৮ [২১]
গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া ২০০৯+ ৮৭ ১৯৭০ ১৯৮৪ [২২]
ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়া ২০০৯+ ৭৫ ১৯৬৪ ১৯৮০ [২৩]
বেলিন্ডা ক্লার্ক অস্ট্রেলিয়া ২০১১ ১৫ ১৯৯১ ২০০৫ [২৪]
ডেনিস কম্পটন ইংল্যান্ড ২০০৯+ ৭৮ ১৯৩৭ ১৯৫৭ [২৫]
কলিন কাউড্রে ইংল্যান্ড ২০০৯+ ১১৪ ১৯৫৪ ১৯৭৫ [২৬]
মার্টিন ক্রো নিউজিল্যান্ড ২০১৫ ৭৭ ১৯৮২ ১৯৯৫ [২৭]
অ্যালান ডেভিডসন অস্ট্রেলিয়া ২০১১ ৪৪ ১৯৫৩ ১৯৬৩ [২৮]
কপিল দেব ভারত ২০০৯+ ১৩১ ১৯৭৯ ১৯৯৪ [২৯]
অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা ২০১৯ ৭২ ১৯৯২ ২০০২ [৩০]
রাহুল দ্রাবিড় ভারত ২০১৮ ১৬৪ ১৯৯৬ ২০১২ [৯]
ক্যাথরিন ফিটজপ্যাট্রিক অস্ট্রেলিয়া ২০১৯ ১৩ ১৯৯১ ২০০৬ [৩১]
জোয়েল গার্নার ওয়েস্ট ইন্ডিজ ২০১০ ৫৮ ১৯৭৭ ১৯৮৭ [৩২]
সুনীল গাভাস্কার ভারত ২০০৯+ ১২৫ ১৯৭১ ১৯৮৭ [৩৩]
ল্যান্স গিবস ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৭৯ ১৯৫৮ ১৯৭৬ [৩৪]
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ২০১৩ ৯৬ ১৯৯৯ ২০০৮ [৩৫]
গ্রাহাম গুচ ইংল্যান্ড ২০০৯+ ১১৮ ১৯৭৫ ১৯৯৫ [৩৬]
ডেভিড গাওয়ার ইংল্যান্ড ২০০৯+ ১১৭ ১৯৭৮ ১৯৯২ [৩৭]
ডব্লিউ. জি. গ্রেস ইংল্যান্ড ২০০৯+ ২২ ১৮৮০ ১৮৯৯ [৩৮]
টম গ্রেভেনি ইংল্যান্ড ২০০৯+ ৭৯ ১৯৫১ ১৯৬৯ [৩৯]
গর্ডন গ্রীনিজ ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ১০৮ ১৯৭৪ ১৯৯১ [৪০]
ক্ল্যারি গ্রিমেট অস্ট্রেলিয়া ২০০৯ ৩৭ ১৯২৫ ১৯৩৬ [৪১]
রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ড ২০০৯+ ৮৬ ১৯৭৩ ১৯৯০ [৪২]
ওয়েস হল ওয়েস্ট ইন্ডিজ ২০১৫ ৪৮ ১৯৫৮ ১৯৬৯ [৪৩]
ওয়ালি হ্যামন্ড ইংল্যান্ড ২০০৯+ ৮৫ ১৯২৭ ১৯৪৭ [৪৪]
নীল হার্ভে অস্ট্রেলিয়া ২০০৯+ ৭৯ ১৯৪৮ ১৯৬৩ [৪৫]
জর্জ হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ২২ ১৯৩০ ১৯৫৪ [৪৬]
র‌্যাচেল হেহো ফ্লিন্ট ইংল্যান্ড ২০১০ ২২ ১৯৬০ ১৯৭৯ [৪৭]
জ্যাক হবস ইংল্যান্ড ২০০৯+ ৬১ ১৯০৮ ১৯৩০ [৪৮]
ডেবি হকলি নিউজিল্যান্ড ২০১৩ ১৯ ১৯৭৯ ১৯৯৬ [৮]
মাইকেল হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৬০ ১৯৭৫ ১৯৮৭ [৪৯]
লেন হাটন ইংল্যান্ড ২০০৯+ ৭৯ ১৯৩৭ ১৯৫৫ [৫০]
রোহন কানহাই ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৭৯ ১৯৫৭ ১৯৭৪ [৫১]
ইমরান খান পাকিস্তান ২০০৯+ ৮৮ ১৯৭১ ১৯৯২ [৫২]
অ্যালান নট ইংল্যান্ড ২০০৯+ ৯৫ ১৯৬৭ ১৯৮১ [৫৩]
অনিল কুম্বলে ভারত ২০১৫ ১৩২ ১৯৯০ ২০০৮ [৫৪]
জিম লেকার ইংল্যান্ড ২০০৯+ ৪৬ ১৯৪৮ ১৯৫৯ [৫৫]
ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ১৩১ ১৯৯০ ২০০৬ [৫৬]
হ্যারল্ড লারউড ইংল্যান্ড ২০০৯+ ২১ ১৯২৬ ১৯৩৩ [৫৭]
ডেনিস লিলি অস্ট্রেলিয়া ২০০৯+ ৭০ ১৯৭১ ১৯৮৪ [৫৮]
রে লিন্ডওয়াল অস্ট্রেলিয়া ২০০৯+ ৬১ ১৯৪৬ ১৯৬০ [৫৯]
ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ১১০ ১৯৬৬ ১৯৮৪ [৬০]
জর্জ লোহম্যান ইংল্যান্ড ২০১৬ ১৮ ১৮৮৯ ১৮৯৬ [৬১]
রড মার্শ অস্ট্রেলিয়া ২০০৯+ ৯৬ ১৯৭০ ১৯৮৪ [৬২]
ম্যালকম মার্শাল ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৮১ ১৯৭৮ ১৯৯১ [৬৩]
পিটার মে ইংল্যান্ড ২০০৯+ ৬৬ ১৯৫১ ১৯৬১ [৬৪]
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ২০১২ ১২৪ ১৯৯৩ ২০০৭ [৬৫]
জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান ২০০৯+ ১২৪ ১৯৭৬ ১৯৯৩ [৬৬]
কিথ মিলার অস্ট্রেলিয়া ২০০৯+ ৫৫ ১৯৪৬ ১৯৫৬ [৬৭]
হানিফ মোহাম্মদ পাকিস্তান ২০০৯+ ৫৫ ১৯৫২ ১৯৬৯ [৬৮]
আর্থার মরিস অস্ট্রেলিয়া ২০১৬ ৪৬ ১৯৪৬ ১৯৫৫ [৬৯]
মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা ২০১৬ ১৩৩ ১৯৯২ ২০১০ [৭০]
বিল ও’রিলি অস্ট্রেলিয়া ২০০৯+ ২৭ ১৯৩২ ১৯৪৬ [৭১]
গ্রেইম পোলক দক্ষিণ আফ্রিকা ২০০৯+ ২৩ ১৯৬৩ ১৯৭০ [৭২]
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ২০১৮ ১৬৮ ১৯৯৫ ২০১২ [৯]
উইলফ্রেড রোডস ইংল্যান্ড ২০০৯+ ৫৮ ১৮৯৯ ১৯৩০ [৭৩]
ব্যারি রিচার্ডস দক্ষিণ আফ্রিকা ২০০৯+ ১৯৭০ ১৯৭০ [৭৪]
ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ১২১ ১৯৭৪ ১৯৯১ [৭৫]
অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৪৭ ১৯৭৪ ১৯৮৩ [৭৬]
কারেন রোল্টন অস্ট্রেলিয়া ২০১৬ ১৪ ১৯৯৫ ২০০৯ [৭৭]
বব সিম্পসন অস্ট্রেলিয়া ২০১৩ ৬২ ১৯৫৭ ১৯৭৮ [৮]
গারফিল্ড সোবার্স ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৯৩ ১৯৫৪ ১৯৭৪ [৭৮]
ফ্রেড স্পফোর্থ অস্ট্রেলিয়া ২০১১ ১৮ ১৮৭৭ ১৮৮৭ [৭৯]
ব্রায়ান স্ট্যাদাম ইংল্যান্ড ২০০৯+ ৭০ ১৯৫১ ১৯৬৫ [৮০]
হার্বার্ট সাটক্লিফ ইংল্যান্ড ২০০৯ ৫৪ ১৯২৪ ১৯৩৫ [৮১]
ক্লেয়ার টেলর ইংল্যান্ড ২০১৮ ১৫ ১৯৯৯ ২০০৯ [৯]
শচীন তেন্ডুলকর ভারত ২০১৯ ২০০ ১৯৮৯ ২০১৩ [৮২]
ফ্রেড ট্রুম্যান ইংল্যান্ড ২০০৯+ ৬৭ ১৯৫২ ১৯৬৫ [৮৩]
ভিক্টর ট্রাম্পার অস্ট্রেলিয়া ২০০৯ ৪৮ ১৮৯৯ ১৯১২ [৮৪]
ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ২০০৯+ ৮৬ ১৯৬৬ ১৯৮২ [৮৫]
ক্লাইড ওয়ালকট ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৪৪ ১৯৪৮ ১৯৬০ [৮৬]
কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ ২০১০ ১৩২ ১৯৮৪ ২০০১ [৮৭]
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া ২০১৩ ১৪৫ ১৯৯২ ২০০৭ [৮৮]
ওয়াসিম আকরাম পাকিস্তান ২০০৯ ১০৪ ১৯৮৫ ২০০২ [৮৯]
স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া ২০০৯ ১৬৮ ১৯৮৫ ২০০৪ [৯০]
এভারটন উইকস ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৪৮ ১৯৪৮ ১৯৫৮ [৯১]
বেটি উইলসন অস্ট্রেলিয়া ২০১৫+ ১১ ১৯৪৮ ১৯৫৮ [৯২]
ফ্রাঙ্ক ওলি ইংল্যান্ড ২০০৯+ ৬৪ ১৯০৯ ১৯৩৪ [৯৩]
ফ্রাঙ্ক ওরেল ওয়েস্ট ইন্ডিজ ২০০৯+ ৫১ ১৯৪৮ ১৯৬৩ [৯৪]
ওয়াকার ইউনুস পাকিস্তান ২০১৩ ৮৭ ১৯৮৯ ২০০৩ [৯৫]
বন্ধ

+ জানুয়ারি, ২০০৯ সালে অন্তর্ভুক্ত উদ্বোধনী সদস্য।[২]

দলগত পরিসংখ্যান

আরও তথ্য সদস্য সংখ্যা, দল ...
সদস্য সংখ্যা দল মেয়াদকাল[৯৬]
২৮  ইংল্যান্ড ১৮৭৭–বর্তমান
২৬  অস্ট্রেলিয়া ১৮৭৭–বর্তমান
১৮  ওয়েস্ট ইন্ডিজ ১৯২৮–বর্তমান
 ভারত ১৯৩২–বর্তমান
 পাকিস্তান ১৯৫২–বর্তমান
 নিউজিল্যান্ড ১৯৩০–বর্তমান
 দক্ষিণ আফ্রিকা ১৮৮৯–বর্তমান
[৯৭]  শ্রীলঙ্কা ১৯৮২–বর্তমান
৯০ সর্বমোট
বন্ধ

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.