Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ অক্টোবর ১, ২০০১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া; আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪৮৪জন সতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এটি হলো ১৯৯৬ সালে চালু হওয়া তত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় সংসদের ৩০০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
দল | ভোট | % | আসন | |
---|---|---|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ২,২৮,৩৩,৯৭৮ | ৪০.৯৭ | ১৯৩ | |
বাংলাদেশ আওয়ামী লীগ | ২,২৩,৬৫,৫১৬ | ৪০.১৩ | ৬২ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | ৪০,৩৮,৪৫৩ | ৭.২৫ | ১৪ | |
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ২৩,৮৫,৩৬১ | ৪.২৮ | ১৭ | |
বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর) | ৬,২১,৭৭২ | ১.১২ | ৪ | |
ইসলামী ঐক্যজোট | ৩,৭৬,৩৪৩ | ০.৬৮ | ২ | |
কৃষক শ্রমিক জনতা লীগ | ২,৬১,৩৪৪ | ০.৪৭ | ১ | |
জাতীয় পার্টি (মঞ্জু) | ২,৪৩,৬১৭ | ০.৪৪ | ১ | |
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | ১,১৯,৩৮২ | ০.২১ | ০ | |
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি | ৫৬,৯৯১ | ০.১ | ০ | |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি | ৪০,৪৮৪ | ০.০৭ | ০ | |
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | ৩০,৭৬১ | ০.০৬ | ০ | |
বাসদ-খালেকুজ্জামান | ২১,১৬৪ | ০.০৪ | ০ | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | ১৯,২৫৬ | ০.০৩ | ০ | |
বাংলাদেশ খেলাফত আন্দোলন | ১৩,৪৭২ | ০.০২ | ০ | |
গণফোরাম | ৮,৪৯৪ | ০.০২ | ০ | |
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন | ৫,৯৪৪ | ০.০১ | ০ | |
লিবারেল পার্টি বাংলাদেশ | ৩,৯৭৬ | ০.০১ | ০ | |
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) | ৩,৮০১ | ০.০১ | ০ | |
বাংলাদেশ প্রগতিশীল দল | ৩,৭৩৪ | ০.০১ | ০ | |
গণতন্ত্রী পার্টি | ৩,১৯০ | ০.০১ | ০ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল | ২,৩০৮ | ০ | ০ | |
বাংলাদেশ জনতা পার্টি | ১,৭০৩ | ০ | ০ | |
বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন | ১,২৪৮ | ০ | ০ | |
জাকের পার্টি | ১,১৮১ | ০ | ০ | |
বাংলাদেশ পিপলস কংগ্রেস | ১,১৫৫ | ০ | ০ | |
কমিউনিস্ট কেন্দ্র | ১,০৪২ | ০ | ০ | |
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) | ৯৭২ | ০ | ০ | |
বাংলাদেশ হিন্দু লীগ | ৯২২ | ০ | ০ | |
গণ আজাদী লীগ | ৭৮০ | ০ | ০ | |
জাতীয় জনতা পার্টি (অ্যাড. নুরুল ইসলাম খান) | ৬৫৭ | ০ | ০ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমীর আলী) | ৫৮২ | ০ | ০ | |
জাতীয় দেশপ্রেমিক পার্টি | ৫৫১ | ০ | ০ | |
জাতীয় আওয়ামী পার্টি (ভাসানী) | ৪৪২ | ০ | ০ | |
বাংলাদেশ জাতীয় তাঁতী দল | ৪৪১ | ০ | ০ | |
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | ৪২৯ | ০ | ০ | |
শ্রমিক কৃষক সমাজবাদী দল | ৩৯১ | ০ | ০ | |
বাংলাদেশ পিপলস পার্টি | ৩৮২ | ০ | ০ | |
দেশপ্রেম পার্টি | ৩৬৬ | ০ | ০ | |
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | ৩৬৪ | ০ | ০ | |
বাংলাদেশ মানবাধিকার দল | ২৩৭ | ০ | ০ | |
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা পার্টি | ১৯৭ | ০ | ০ | |
লিবারেল ডেমোক্র্যাট পার্টি | ১৭০ | ০ | ০ | |
কুরআন দর্শন সংস্থা বাংলাদেশ | ১৬১ | ০ | ০ | |
জাতীয় জনতা পার্টি (শেখ আসাদ) | ১৪৮ | ০ | ০ | |
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি | ১৩৬ | ০ | ০ | |
সম-সমাজ গণতন্ত্রী পার্টি | ১৩১ | ০ | ০ | |
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী মোশতাক) | ৭৯ | ০ | ০ | |
কুরআন ও সুন্নাহ বাস্তাবায়ান পার্টি | ৭৭ | ০ | ০ | |
ভাসানী ফ্রন্ট | ৭৬ | ০ | ০ | |
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ | ৫৯ | ০ | ০ | |
বাংলাদেশ ভাসানী আদর্শ বাস্তাবায়ন পরিষদ | ৫৮ | ০ | ০ | |
বাংলাদেশ সর্বহারা পার্টি | ৪৪ | ০ | ০ | |
জাতীয় জনতা পার্টি (হাফিজুর) | ৩০ | ০ | ০ | |
স্বতন্ত্র | ২২,৬২,০৭৩ | ৪.০৬ | ৬ | |
মোট | ৫,৫৭,৩৬,৬২৫ | ১০০ | ৩০০ | |
বৈধ ভোট | ৫,৫৭,৩৬,৬২৫ | ৯৯.২ | ||
অবৈধ/ফাঁকা ভোট | ৪,৪৯,০৮২ | ০.৮ | ||
মোট ভোট | ৫,৬১,৮৫,৭০৭ | ১০০ | ||
নিবন্ধিত ভোটার/ভোটদান | ৭,৪৯,৪৬,৩৬৪ | ৭৪.৯৭ | ||
উৎস: নিক |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.