Loading AI tools
বাংলাদেশের রাজনৈতিক দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে বাসদ। বাসদ হচ্ছে বাংলাদেশের একটি কমিউনিস্ট দল। বাসদ ১৯৮০ সালে ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠন টি বর্তমানে বাংলাদেশে বামপন্থীদের জোটবদ্ধ সংগঠন বাম গণতান্ত্রিক জোটের সাথে একত্রে কাজ করে থাকে। দলটির মাসিক মুখপত্রের নাম ভ্যানগার্ড। [১] বাসদের শ্রমিক সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বিভিন্ন শ্রমজীবীদের দাবি নিয়ে কাজ করে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ | |
---|---|
সাধারণ সম্পাদক | বজলুর রশীদ ফিরোজ |
প্রতিষ্ঠাতা | খালেকুজ্জামান ভূঁইয়া |
প্রতিষ্ঠা | ৭ নভেম্বর ১৯৮০ |
নিবন্ধিত | বাংলাদেশ নির্বাচন কমিশন (নিবন্ধন নম্বরঃ ০১৭) |
বিভক্তি | বাসদ (মার্কসবাদী), বাসদ (মাহবুব), বাসদ (রেজাউর) |
পূর্ববর্তী | জাসদ |
সদর দপ্তর | ২৩/২ তোপখানা সড়ক (৩য় তলা), ঢাকা, বাংলাদেশ ১০০০ |
সংবাদপত্র | ভ্যানগার্ড |
ছাত্র শাখা | সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট |
মহিলা শাখা | সমাজতান্ত্রিক মহিলা ফোরাম |
কৃষক সংগঠন | সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট |
শ্রমিক সংগঠন | সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট |
ভাবাদর্শ | সাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদ |
রাজনৈতিক অবস্থান | কমিউনিস্ট, বামপন্থী |
জাতীয় অধিভুক্তি | বাম গণতান্ত্রিক জোট |
আন্তর্জাতিক অধিভুক্তি | ইন্টারন্যাশনাল এন্টি ইম্পেরিয়ালিস্ট কোঅর্ডিনেটিং কমিটি |
আনুষ্ঠানিক রঙ | লাল |
স্লোগান | দুনিয়ার মজদুর, এক হও! |
সংগীত | কমিউনিস্ট ইন্টারন্যাশনাল |
নির্বাচনী প্রতীক | |
ওয়েবসাইট | |
spb | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
বাসদ ১৯৮০ সালের ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্নপ্রকাশ করে। বাংলাদেশের শোষণমূলক পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এই দলের উদ্দেশ্য। সাম্যবাদ এই দলের চূড়ান্ত লক্ষ্য।[২]
২০১৩ সালে দলটিতে শিবদাস ঘোষকে আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অথরিটি হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে কিছু নেতা দল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) গঠন করেন।[৩][৪][৫]
বাসদের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠার ৪২ বছর পরে ২০২২ খ্রিস্টাব্দের ৪ মার্চ। কংগ্রেসে বজলুর রশীদ ফিরোজ হন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক হন রাজেকুজ্জামান রতন। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল কুদ্দুস, নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, রোশনারা রুশো, সাইফুল ইসলাম পল্টু, জুলফিকার আলী, নব কুমার কর্মকার, শফিউর রহমান শফি, প্রকৌশলী শম্পা বসু, এবং ডাঃ মণিশা চক্রবর্তী।[৬]
বাসদ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সম্পৃক্ত, তাদের কিছু গণসংগঠন হলো[৭]:
বাসদ রাজনীতি বিষয়ে আলোচনা সমালোচনামূলক বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.