Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিউজিল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৯ মে, ২০১৪ তারিখ থেকে ৯ জুলাই, ২০১৪ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সফরে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) এবং তিনটি টেস্ট খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।[1][2]
২০১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | নিউজিল্যান্ড | ||
তারিখ | ২৯ মে – ৬ জুলাই, ২০১৪ | ||
অধিনায়ক |
দীনেশ রামদিন (টেস্ট) ড্যারেন স্যামি (টি২০আই) |
ব্রেন্ডন ম্যাককুলাম (টেস্ট ও ১ম টি২০আই) কেন উইলিয়ামসন (২য় টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ক্রেগ ব্রেদওয়েট (২১৭) | কেন উইলিয়ামসন (৪১৩) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (১৫) | মার্ক ক্রেগ (১২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | আন্দ্রে ফ্লেচার (১১৪) | ব্রেন্ডন ম্যাককুলাম (৬১) | |
সর্বাধিক উইকেট |
শেলডন কট্রিল (৩) ড্যারেন স্যামি (৩) | ট্রেন্ট বোল্ট (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | আন্দ্রে ফ্লেচার (নিউজিল্যান্ড) |
গত ১২ বছরের মধ্যে বিদেশের মাটিতে শীর্ষ-৮ টেস্টভূক্ত দলের বিপক্ষে নিউজিল্যান্ড প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে।[3]
টেস্ট | টি২০আই | ||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ[4] | নিউজিল্যান্ড[4] | ওয়েস্ট ইন্ডিজ[5] | নিউজিল্যান্ড[6] |
|
২৯-৩০ মে, ২০১৪ স্কোরকার্ড |
ব |
জামাইকা নির্বাচিত একাদশ | |
২-৪ জুন, ২০১৪ স্কোরকার্ড |
ব |
জামাইকা নির্বাচিত একাদশ | |
খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[7][8][9][10]
আম্পায়ার | টিভি আম্পায়ার | সংরক্ষিত আম্পায়ার | ম্যাচ রেফারী |
---|---|---|---|
|
|
|
|
৮-১২ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৩ |
ব |
||
১৬-২০ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৫ |
ব |
||
৯৫/০ (১৩.২ ওভার) ক্রিস গেইল ৮০* (৪৬) |
২৬-৩০ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৭ |
ব |
||
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কেন উইলিয়ামসন | ৩ | ৬ | ১ | ৪১৩ | ১৬১* | ৮২.৬০ | ৯৪৯ | ৪৩.৫১ | ২ | ১ | ০ | ৫১ | ০ |
টম ল্যাথাম | ৩ | ৬ | ০ | ২৮৮ | ৮৩ | ৪৮.০০ | ৭২৯ | ৩৯.৫০ | ০ | ৩ | ১ | ৩৬ | ০ |
জেমস নিশাম | ৩ | ৬ | ০ | ২৭৮ | ১০৭ | ৪৬.৩৩ | ৪১৪ | ৬৭.১৪ | ১ | ২ | ০ | ২৭ | ৮ |
ক্রেগ ব্রেদওয়েট | ২ | ৪ | ১ | ২১৭ | ১২৯ | ৭২.৩৩ | ৪১৬ | ৫২.১৬ | ১ | ১ | ০ | ২৫ | ০ |
ক্রিস গেইল | ৩ | ৬ | ১ | ২০৮ | ৮০* | ৪১.৬০ | ২৮১ | ৭৪.০২ | ০ | ২ | ০ | ২৬ | ৭ |
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৫ উইঃ | ১০ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কেমার রোচ | ৩ | ৬ | ১২৩.১ | ২৫ | ৩৪৮ | ১৫ | ৪/৫৫ | ২৩.২০ | ২.৮২ | ৪৯.২০ | ০ | ০ |
সুলেইমান বেন | ৩ | ৬ | ২০৮.৫ | ৪৫ | ৫২৭ | ১৪ | ৫/৯৩ | ৩৭.৬৪ | ২.৫২ | ৮৯.৫০ | ১ | ০ |
মার্ক ক্রেগ | ৩ | ৬ | ১১৭.০ | ১৮ | ৪৯০ | ১২ | ৪/৯১ | ৪০.৮৩ | ৪.১৮ | ৫৮.৫০ | ০ | ০ |
টিম সাউদি | ৩ | ৬ | ৯৬.২ | ৩৩ | ২৮১ | ১১ | ৪/১৯ | ২১.০৯ | ২.৪০ | ৫২.৫০ | ০ | ০ |
জেরোমি টেলর | ৩ | ৬ | ১১২.০ | ৩৪ | ২৮১ | ১১ | ৪/৩৪ | ২৫.৫৪ | ২.৫০ | ৬১.০০ | ০ | ০ |
ব |
||
ব |
||
১২৬ (১৯.১ ওভার) আন্দ্রে ফ্লেচার ৬২ (৪৯) |
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আন্দ্রে ফ্লেচার | ২ | ২ | ০ | ১১৪ | ৬২ | ৫৭.০০ | ৮৮ | ১২৯.৫৪ | ০ | ২ | ৪ | ৭ |
ব্রেন্ডন ম্যাককুলাম | ২ | ২ | ০ | ৬১ | ৪০ | ৩০.৫০ | ৫১ | ১১৯.৬০ | ০ | ০ | ৫ | ২ |
কেন উইলিয়ামসন | ২ | ২ | ০ | ৫৬ | ৩৭ | ২৮.০০ | ৪৬ | ১২১.৭৩ | ০ | ০ | ৭ | ০ |
রস টেলর | ২ | ২ | ১ | ৪৯ | ২৮* | ৪৯.০০ | ৪৩ | ১১৩.৯৫ | ০ | ০ | ৩ | ২ |
ড্যারেন ব্র্যাভো | ২ | ২ | ০ | ৪৪ | ৩০ | ২২.০০ | ৩৫ | ১২৫.৭১ | ০ | ০ | ১ | ৩ |
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৪ উইঃ | ৫ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ট্রেন্ট বোল্ট | ২ | ২ | ৮.০ | ১ | ৫০ | ৪ | ২/২২ | ১২.৫০ | ৬.২৫ | ১২.০০ | ০ | ০ |
শেলডন কট্রিল | ১ | ১ | ৩.১ | ০ | ২৮ | ৩ | ৩/২৮ | ৯.৩৩ | ৮.৮৪ | ৬.৩০ | ০ | ০ |
ড্যারেন স্যামি | ২ | ২ | ৬.০ | ০ | ৪৪ | ৩ | ৩/২২ | ১৪.৬৬ | ৭.৩৩ | ১২.০০ | ০ | ০ |
টিম সাউদি | ২ | ২ | ৮.০ | ০ | ৫৪ | ৩ | ২/২০ | ১৮.০০ | ৬.৭৫ | ১৬.০০ | ০ | ০ |
কোরে অ্যান্ডারসন | ২ | ২ | ৮.০ | ০ | ৮৩ | ৩ | ২/৩২ | ২৭.৬৬ | ১০.৩৭ | ১৬.০০ | ০ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.