জার্মেইন ব্ল্যাকউড

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জার্মেইন ব্ল্যাকউড (জন্ম: ২০ নভেম্বর, ১৯৯১) জ্যামাইকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের উদীয়মান ক্রিকেটারওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে জ্যামাইকা ও জ্যামাইকা তালাওয়াসের পক্ষে খেলে থাকেন তিনি।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
জার্মেইন ব্ল্যাকউড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জার্মেইন ব্ল্যাকউড
জন্ম (1991-11-20) ২০ নভেম্বর ১৯৯১ (বয়স ৩৩)
জ্যামাইকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯৯)
১৬ জুন ২০১৪ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২ জানুয়ারি ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২–বর্তমানজামাইকা
২০১৩–২০২০জ্যামাইকা তালাওয়াস
২০২২গায়ানা আমাজন ওয়ারিয়র্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২৫ ১৪ ১৩
রানের সংখ্যা ১৮৭ ১,৫১৪ ২৪৭ ৮৪
ব্যাটিং গড় ৩৪.৮০ ৩৪.৪০ ২০.৫৮ ১০.৫০
১০০/৫০ -/২ ৩/৮ ০/১ -/-
সর্বোচ্চ রান ১১২* ১৪৭ ৮৫ ২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ১৭/- ৬/- ৩/-
উৎস: Cricinfo, ৫ জানুয়ারি ২০১৫
বন্ধ

খেলোয়াড়ী জীবন

১৬ জুন, ২০১৪ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্টে অভিষেক ঘটে তার।[১] ১৫ এপ্রিল, ২০১৫ তারিখে তিনি তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।[২] সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২২০ বলে অপরাজিত ১১২* রান তোলেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.